1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলামিক স্টেটের' দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

১৭ অক্টোবর ২০১৭

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' বা আইএস-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধানের নিহত হওয়ার ঘটনা জঙ্গি গোষ্ঠীটির উপর এক বড় আঘাত৷ তবে প্রধান নিহত হলেও জঙ্গি গোষ্ঠীটি এক বড় হুমকি হিসেবেই রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

ছবি: picture-alliance/dpa

আইএস-এর আঞ্চলিক প্রধান ইসনিলন হ্যাপিলন সোমবার ভোরে ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হয় বলে জানা গেছে৷ মারাউয়ি শহরে গত কয়েকমাস ধরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী৷ ইসলামিক স্টেটের জঙ্গিরা শহরটি দখল করে নিয়েছিল৷ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ইতোমধ্যে কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছে৷

হ্যাপিলন ছিল ফিলিপাইন্সের মুক্তিপণ আদায়ের জন্য মানুষকে অপহরণকারী গোষ্ঠী আবু সায়েফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য৷ গতবছর আইএস-এর প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি৷ এরপর মে মাসে তার বাহিনী মারাউয়ির দখল নিয়ে নেয়৷

হ্যাপিলনের মৃত্যু ফিলিপাইন্সে আইএস-এর উপর বড় আঘাত হিসেবে বিবেচিত হলেও বিশ্লেষকরা মনে করছেন যে, জঙ্গিগোষ্ঠীটি এখনো এক বড় হুমকি হিসেবে রয়ে গেছে৷ সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ কুমার রামকৃষ্ণ এই বিষয়ে বলেন, ‘‘শুধুমাত্র মারাউয়ি আইএস জঙ্গিদের দখল থেকে মুক্ত করার অর্থ এই নয় যে হুমকি শেষ হয়ে গেছে৷আইএস সম্পৃক্ত জঙ্গিরাআবারো ঐক্যবদ্ধ হবে৷ শুরুতে হয়ত তারা নিজেদের অবস্থান জানান দেবে না, কেননা সেসময় নিজেদের পুর্নগঠন করবে৷''

উল্লেখ্য, সিরিয়া এবংইরাকে ইসলামিক স্টেটের দখলকৃত এলাকাগুলো একের পর এক মুক্ত করছে পশ্চিমা সমর্থিত বিভিন্ন বাহিনী৷ ফলে সেসব অঞ্চল থেকে দক্ষিণপূর্ব এশিয়ার জঙ্গিরা নিজেদের দেশে ফিরে গিয়ে জঙ্গি তৎপরতায় যুক্ত হতে পার বলে ধারণা করা হচ্ছে৷

এআই/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ