1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এ যোগ দেয়ায় নাগরিকত্ব কেড়ে নিচ্ছে ব্রিটেন

২০ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দেয়া ব্রিটিশ তরুণী শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন৷ বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী ১৫ বছর বয়সে জঙ্গি গোষ্ঠীটিতে যোগ দিতে দুই বান্ধবীসহ সিরিয়া যান৷

Großbritannien Renu Begum hält ein Foto ihrer Schwester Shamima Begum
ছবি: Reuters/L. Lean

সিরিয়া এবং ইরাকের কিছু অংশ দখল করে নিয়ে ‘খেলাফত' প্রতিষ্ঠা করেছিল আইএস৷  জঙ্গি গোষ্ঠীটিরপ্রচারণায় উদ্বুদ্ধ হয়ে দুই বান্ধবীসহ ২০১৫ সালে সেখানে যান শামীমা বেগম৷ এক আইএস যোদ্ধার স্ত্রী হন তিনি৷ কিন্তু, আইএস-এর খেলাফতের পতন ঘটলে তার ঠিকানা হয় সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের এক শরণার্থী শিবির৷

গত সপ্তাহে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বেগম৷ একসময় আইএস-এর ‘পোস্টার গার্ল' হিসেবে পরিচিত হয়ে ওঠা এই তরুণী সম্প্রতি ব্রিটেনে প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করেছেন৷ তবে, ব্রিটেন সেই তরুণীর নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে৷

শামীমা বেগমের আইনজীবী তাসনিম আকুঞ্জ গণমাধ্যমকে জানিয়েছেন যে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) তাঁর মক্কেলের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সবরকম আইনি লড়াই চালিয়ে যেতে চান তিনি৷

এদিকে, ব্রিটেনের আইটিভি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বেগমের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত এক চিঠি মঙ্গলবার তার মায়ের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে বেগমের নাগরিকত্ব বাতিলের পাশাপাশি তিনি যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে পারেন - সেকথা উল্লেখ করা হয়েছে৷

ব্রিটিশ গণমাধ্যমে এমন খবরও প্রকাশ হয়েছে যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বাস করে শামীমা বেগম চাইলে বাংলাদেশে চলে যেতে পারেন, কেননা তিনি বাংলাদেশি বংশোদ্ভূত৷ ব্রিটেনের নাগরিকত্বের পাশাপাশি তার বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বলে স্কাই নিউজ এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে৷ তবে, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের কোনো বাংলাদেশি পাসপোর্ট না থাকার কথা এবং অতীতে কখনো বাংলাদেশে না যাওয়ার কথা জানিয়েছেন বেগম৷

উল্লেখ্য, ইসলামিক স্টেটে যোগ দেয়া ইউরোপীয় বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত নেয়া নিয়ে বেশ বিতর্ক চলছে৷ জার্মানির রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার জানিয়েছেন, আইএস-এ যোগ দেয়া জার্মান নাগরিকদের ফেরত আনার ক্ষেত্রে কঠোর শর্ত প্রয়োগ করা হবে৷ বর্তমানে আইএস-এ যোগ দেয়া চল্লিশজনের মতো জার্মান নাগরিক সিরিয়ায় বন্দিশিবিরে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

এআই/জেডএইচ (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ