1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামিক স্টেট-এর লক্ষ্য এবং সাফল্য

১৭ জুন ২০১৫

ইরাক দিয়ে শুরু৷ তারপর সিরিয়া৷ তারপর? কোন দিকে এগোবে ইসলামিক স্টেট? ইরাক এবং সিরিয়ায় তাদের আপাত সাফল্যের রহস্য কী? উত্তর দুটো৷ এক. সাদ্দাম হোসেনের অনুগত সেনাকর্মকর্তারা, দুই. ধর্মীয় উন্মাদনা৷

Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

এক বছর আগে ইসলামি খিলাফত কায়েমের লক্ষ্যের কথা বলে ইরাকে হামলা শুরু করেছিল জঙ্গি সংগঠন (আইএস)৷ শুরুতে অপ্রস্তুত, অগোছালো ইরাকি সেনাবাহিনী প্রায় বিনা বাধায় মোসুল ছেড়ে দিয়ে সুন্নিদের জঙ্গি সংগঠনটির অগ্রযাত্রা সহজ করে দিলেও পরে সুসংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে৷ শিয়া আধাসামরিক বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়৷ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরব বিশ্ব এবং পাশ্চাত্যের কয়েকটি দেশ বিমান থেকে বোমা হামলা শুরু করে আইএস-এর বিরুদ্ধে৷ তারপরও ইরাক এবং সিরিয়ার বেশ বড় একটা অংশ দখলে নিয়েছে আইএস৷ রহস্যটা কী? কোথায় আইএস-এর মূল শক্তি?

অনেক বিশ্লেষকের পর্যবেক্ষণ বলছে, আইএস-এর অগ্রযাত্রার পেছনে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অনুগত সেনা কর্মকর্তাদের বড় একটা ভূমিকা রয়েছে৷ ইসলামি জিহাদ বিষয়ক তাত্ত্বিক আবু মোহাম্মদ আল-মাকদিসিও তাঁদের একজন৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ‘‘ওরা সামরিক ক্ষেত্রে সফল হচ্ছে, কারণ ওদের সঙ্গে বাথ পার্টির কর্মকর্তারা রয়েছে৷ ''

ইরাক এবং সিরিয়ায় এ মুহূর্তে কমপক্ষে ৪০ হাজার যোদ্ধা এবং ৬০ হাজার বাইরে থেকে আসা সমর্থক রয়েছে বলে ধারণা করা হয়৷ মূল যোদ্ধাদের মধ্যে ইরাকে শতকরা ৯০ ভাগই ইরাকি এবং সিরিয়ার রণক্ষেত্রে শতকরা ৭০ ভাগ সিরীয়৷

যুদ্ধে সফল হওয়ার জন্য সাদ্দাম হোসেনের সময়কার ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তাদের দক্ষতাকে কাজে লাগানোর পাশাপাশি ধর্মীয় উন্মাদনাকেও সহায়ক হিসেবে ব্যবহার করার চেষ্টা অব্যাহত রেখেছে আইএস৷ গত ১৪ মে এক ভাষণে আইএস নেতা আবু বকর আল বাগদাদি বলেছেন, ‘‘ইসলাম কখনো এক দিনের জন্যও শান্তির ধর্ম ছিল না, ইসলাম যুদ্ধের ধর্ম৷'' অধিকাংশ ইসলামি দার্শনিক এবং চিন্তাবিদ ইসলামকে যেখানে সবসময় ‘শান্তির ধর্ম' বলেছেন, সেখানে জঙ্গি সংগঠনের এক নেতার এমন ব্যাখ্যা৷ আইএস কি ধর্মীয় উন্মাদনা ছড়ানোরও চেষ্টা করছে?

এসিবি/এসবি (রয়টার্স অবলম্বনে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ