1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি জঙ্গিবাদ পুটিনের জন্য হুমকি হয়ে উঠছে

২৫ জুন ২০২৪

রাশিয়ার দাগেস্তানে রোববার দুটি সিনাগগ, দুটি গির্জা ও পুলিশের এক তল্লাশিচৌকিতে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ নিহতদের মধ্যে একজন যাজক ও অন্তত ১৫ জন পুলিশ সদস্য৷

দাগেস্তানে সিনাগগের ছবি
ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' এক গবেষণা নোটে লিখেছে, ইসলামিক স্টেটের উত্তর ককেশাস শাখা উইলায়াত কাভকাজ ‘সম্ভবত হামলাটি করেছে'ছবি: Gyanzhevy Gadzhibalayev/TASS/dpa/picture alliance

দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও কাস্পিয়ান সাগরতীরের শহর দিয়ারবিয়েন্তেতে হামলাগুলো হয়েছে৷

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও দক্ষিণ-মধ্য এশিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট-খোরাসানের আল-আজাইম মিডিয়া এক বিবৃতিতে হামলার জন্য ‘ককেশাসের ভাইদের' প্রশংসা করেছে৷

ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' এক গবেষণা নোটে লিখেছে, ইসলামিক স্টেটের উত্তর ককেশাস শাখা উইলায়াত কাভকাজ ‘সম্ভবত হামলাটি করেছে'৷

এর আগে মার্চ মাসে মস্কোর কাছে এক কনসার্ট হলে হামলায় প্রায় দেড়শ মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ইসলামিক স্টেট ঐ হামলার দায় স্বীকার করেছিল৷ যদিও মস্কো সেই সময় অভিযোগ করেছিল, হামলার পেছনে ইউক্রেনের হাতও ছিল৷ তবে কিয়েভ তা অস্বীকার করে৷

এছাড়া, এক সপ্তাহ আগে রস্টভ এলাকার কারাগারে বিক্ষোভ হয়েছে৷ এর পেছনেও ইসলামিক স্টেট ছিল৷

গত অক্টোবরে একদল বিক্ষোভকারী ‘আল্লাহু আকবর' বলে তেল আভিভ থেকে আসা ইহুদি যাত্রীদের ‘ধরতে' বিমানবন্দরে ঢুকে পড়েছিলেন৷

এসব ঘটনার পর রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী নিয়ে প্রশ্ন উঠেছে৷ ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত থাকায় এমনটা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন৷

দাগেস্তান ও এর আশেপাশের এলাকার জঙ্গিবাদ নিয়ে কাজ করা সংস্থা দ্য খোরাসান ডায়েরির গবেষণা বিভাগের পরিচালক রিকার্ডো ভ্যালে রয়টার্সকে বলেন, ইউক্রেনে রাশিয়া যুদ্ধ করার কারণে যে সুযোগ তৈরি হয়েছে তা নিয়ে ইসলামিক স্টেট ও অন্যান্য জিহাদি গোষ্ঠী নিজেদের মধ্যে আলোচনা করেছিল৷

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে ইসলামিক স্টেট নিয়ে পশ্চিম ও মস্কোর মধ্যে সহযোগিতায় ভাটা পড়েছে৷ এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত রাশিয়ার সম্পদও দাগেস্তান থেকে অন্যত্র চলে গেছে৷ দাগেস্তানে সাম্প্রতিক হামলা ‘গোয়েন্দা তথ্য সংগ্রহে অনেক ফাঁক' থাকার বিষয়টি সামনে নিয়ে এসেছে বলে মনে করেন ভ্যালে৷

ক্রেমলিনের সাবেক উপদেষ্টা সের্গেই মারকভ বলছেন, ‘‘মৌলবাদী ইসলাম আবার রাশিয়ায় মাথা চাড়া দিয়ে উঠছে৷'' তিনি বলেন, ‘‘এটা স্পষ্ট যে, ইসলামি সন্ত্রাসবাদের সমস্যা আছে এবং এটা মারাত্মক৷ কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে৷''

১৯৯০ দশকের শেষ থেকে ২০০০ দশকের শুরুর দিক পর্যন্ত রাশিয়াজুড়ে সাধারণ নাগরিকদের উপর নিয়মিত জঙ্গি হামলা হয়েছে৷ সাম্প্রতিক হামলার কারণে ঐ আতঙ্কের সময়টা আবার ফিরে আসছে কিনা সে বিষয়ে ভ্লাদিমির পুটিনের মুখপাত্র দিমিত্র পেশকভের কাছে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক৷ তবে পেশকভ সেই শঙ্কা কম বলে জানিয়েছেন৷ ‘‘রাশিয়া এখন অন্যরকম৷ দাগেস্তানে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে সেটা রাশিয়া কিংবা দাগেস্তানের সমাজ সমর্থন করে না,'' বলেন তিনি৷

দাগেস্তানের প্রধান সের্গেই মেলিকোভ বলেন, সমাজকে অস্থিতিশীল করতে এই হামলা হয়েছে৷

মস্কো থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাগেস্তান মুসলমান অধ্যুষিত এলাকা৷

দাগেস্তান এলাকাটি রাশিয়ার সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ৷ সেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি গড়ে তোলা হচ্ছে৷

দাগেস্তানে পশ্চিম চেচনিয়াও মুসলিম অধ্যুষিত এলাকা৷ ১৯৯১ সালের সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেখানে মস্কো বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুবার যুদ্ধ করেছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ