1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবিরোধী সতর্কতা বাড়ছে

১৮ ফেব্রুয়ারি ২০১৫

লিবিয়ার ইসলামি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে জাতিসংঘের সামরিক হস্তক্ষেপ দাবি করেছে মিশর৷ অন্যান্য মুসলিম প্রধান দেশেও জঙ্গিদের বিরুদ্ধে সতর্কতা বাড়ছে৷ তবে এই সতর্কতা বৃদ্ধির সময়েই টিউনিশিয়ায় চার পুলিশকে হত্যা করেছে জঙ্গিরা৷

Al-Nusra Front Kämpfer bei Idlib 02.12.2014
ছবি: Reuters/K. Ashawi

ইসলামিক স্টেট-এ যোগ দেয়ার পরিকল্পনা করায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ৷ মালয়েশিয়ান পুলিশের চিফ ইনস্পেক্টর জেনারেল খালিদ আবু বাকার জানিয়েছেন, ১৪ বছর বয়সি মেয়েটি ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দেয়ার জন্য সিরিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল৷ পুলিশ বলছে, এ পর্যন্ত অন্তত ৫০ জন মালয়েশিয়ান সিরিয়ায় গিয়ে আইএস-এর হয়ে যুদ্ধ করছে৷

ইসলামি জঙ্গি তৎপরতা অনেক দেশেই প্রকট রূপ নিয়েছে৷ কয়েকদিন আগে লিবিয়ায় ২১জন মিশরীয়কে পুড়িয়ে মারার ভিডিও প্রচার করে আইএস-এর লিবীয় শাখা৷ এরপরই লিবিয়ায় আইএস-এর ঘাঁটিতে এফ-১৬ বিমান থেকে বোমা হামলা চালায় মিশর৷ মিশর মনে করে এভাবে বিচ্ছিন্নভাবে দু-একটি হামলা চালিয়ে লিবিয়াতেও মাথা চাড়া দিয়ে ওঠা আইএস জঙ্গিদের প্রতিহত করা যাবেনা৷ তাই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি জাতিসংঘের প্রতি লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেছেন, ‘‘এখন আর আর কোনো বিকল্প নেই৷’’

চার বছর আগে জাতিসংঘের সামরিক হস্তক্ষেপের মাধ্যমেই তখনকার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যূত করা হয়েছিল৷ তবে চার বছরে লিবিয়ায় গণতন্ত্র সুসংহত হয়নি৷ বরং জঙ্গিবাদের উত্থানের আশঙ্কাই বাড়ছে সেখানে৷

এদিকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির আহ্বানে আরব দেশগুলোর কুটনীতিকরা সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে৷ তবে কুটনীতিকরা বলছেন, জাতিসংঘের সামরিক অভিযানে লিবিয়ার বর্তমান সরকারের সমর্থন থাকা দরকার৷

টিউনিশিয়াতেও ঘটেছে জঙ্গি হামলার ঘটনা৷ মঙ্গলবার আলেজিরিয়ায় সীমান্তবর্তী শহর কাসেরিনে চার পুলিশকে গুলি করে হত্যা করে ইসলামী জঙ্গিরা৷

সবচেয়ে বড় হত্যা যজ্ঞের খবর এসেছে ইরাক থেকে৷ বিবিসি অনলাইনে পরিবেশিত এক খবরে বলা হয়, মঙ্গলবার ইরাকের বাগদাদিতে ৪৫ জনকে পুড়িয়ে মেরেছে আইএস৷ ইরাকের এক সামরিক কর্মকর্তা জানান, নিহতরা ইরাক সামরিক বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে৷

এসিবি/এসবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, বিবিসি অনলাইন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ