1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামীকরণবিরোধী সম্মেলনের বিরুদ্ধে কোলন সরব

আব্দুল্লাহ আল-ফারুক১৯ সেপ্টেম্বর ২০০৮

রাইন নদীবর্তী উদার শহর বলে পরিচিত কোলনে দক্ষিণপন্থীদের তথাকথিত ইসলামীকরণবিরোধী একটি আন্তর্জাতিক সম্মেলন হবার মুখে তার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের নানা গোষ্ঠী৷

ইসলামীকরণবিরোধী সম্মেলনছবি: AP

সম্মেলনের মূল আয়োজন শনিবার৷

দুদিনের এই কোলন সম্মেলনের আয়োজক দক্ষিণপন্থী বলে অভিহিত একটি সংগঠন প্রো কোলন৷ যাদের উপস্থিত থাকার কথা তাদের মধ্যে রয়েছে বেশ কিছু বিতর্কিত নাম৷ ইউরোপের উগ্র দক্ষিণপন্থী শিবিরের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগের কথা প্রায়শই আলোচিত হয়ে থাকে৷ যেমন বেলজিয়ামের উগ্র দক্ষিণপন্থী ভ্লামস বেলাং পার্টির প্রধান ফিলিপ দ্যভিন্টার, অস্ট্রিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্দ্রেয়াস মোয়েত্‌সলার, যাঁকে বড্ড বেশি উগ্রপন্থী হবার কারণে অস্ট্রিয়ার ফ্রিডম পার্টি থেকে বের করে দেয়া হয়েছিল৷ আরো থাকছেন ইটালির অভিবাসী বিরোধী নর্দার্ন লীগের রাজনীতিক মারিও বরঘেজিও৷

শহরের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা চান না ইসলামীকরণবিরোধী সম্মেলন হোকছবি: AP

প্রো-কোলন গোষ্ঠী কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় মিনার সমেত একটি মসজিদ নির্মাণের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ এই মসজিদ তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই নগরের পৌরসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনুমোদন করেছেন৷ নির্মাণ কাজ শেষ হলে এই মসজিদ হবে ইউরোপের বৃহত্তম মসজিদগুলির একটি৷ কোলনের খোদ শীর্ষ মেয়র ফ্রিত্‌স শ্রামা দক্ষিণপন্থী মহলের এই উদ্যোগের সমালোচনা করেছেন৷ তিনি কোলন শহরের শত শত ছরের বহু সাংস্কৃতিক ঐতিহ্যের উল্লেখ করে বলেছেন, এ শহরে ইহুদী, খ্রিস্টান, মুসলমান ও অন্যান্য ধর্মের মানুষদের স বার জন্য স্থান আছে৷ শহরের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা চান না এখানে এই সম্মেলন হোক৷

প্রো কোলন বন্ধ হোকছবি: picture-alliance/ dpa

বার্লিনে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ শুক্রবার এই সম্মেলনের সমালোচনা করে বলেছেন, এই প্রো-কোলন মুসলমান এবং যারা মুসলমান নয় তাদের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে৷

প্রোকোলন গ্রুপ আশা করছে, ইউরোপের বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের মত লোক এই সম্মেলনে অংশ নেবে৷ শহরের কেন্দ্রস্থলে অভিবাসনবিরোধী একটি সমাবেশও তাদের করার কথা৷ তবে শীর্ষ মেয়র শ্রামা আশা করছেন, দক্ষিণপন্থীদের এই সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৪০,০০ থেকে ৬০ হাজারের মত মানুষ সমবেত হবে৷ আসবে ইউরোপের অন্যান্য দেশ থেকেও সমর্থক৷

কোলনের এহরেনফেল্ড এলাকায় পরিকল্পিত মসজিদের সামনে আজ কয়েক শো মানুষ মানববন্ধন করে তথাকথিত ইসলামীকরণবিরোধী সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন৷ প্রায় হাজার তিনেক পুলিশ শান্তি রক্ষার জন্য সক্রিয় থাকছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ