1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলামের অপব্যাখ্যাকারী'দের বিরুদ্ধে আরো মরিয়া যুক্তরাষ্ট্র

২০ ফেব্রুয়ারি ২০১৫

যাঁদের মারা হচ্ছে তাঁদের প্রায় সবাই মুসলমান৷ যাঁদের ধর্ষণ করা হচ্ছে সেই নারীরাও মুসলমান৷ তাই বারাক ওবামা মনে করেন, ওই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই মানে ইসলামের বিরুদ্ধে নয়, বরং ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে লড়াই৷

USA Gipfel zu Cybersecurity Netzsicherheit Stanford University
ছবি: Reuters/K. Lamarque

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দেয়ার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক৷ কয়েক মাস ধরেই দু'দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল৷ অবশেষে বৃহস্পতিবার আঙ্কারায় চুক্তি সাক্ষরিত হলো৷

তবে আঙ্কারার চুক্তি স্বাক্ষরের খবরকে ছাপিয়ে গেছে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে বারাক ওবামার বক্তব্য৷ বুধবার হোয়াইট হাউজে শুরু হয়েছে ধর্মীয় উগ্রপন্থাবিরোধী তিন দিনের এক বিশেষ সম্মেলন৷ সম্মেলনে বিশ্বের ৬৫ টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷ সম্প্রতি পাশ্চাত্যের কয়েকটি দেশে সন্ত্রাসী হামলার পর ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়৷ সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বক্তব্য রাখেন৷

ইসলামের নামে বিভিন্ন দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা ইসলামি জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবামা৷ যুক্তরাষ্ট সিরিয়া ও ইরাকে আইএস-এর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে৷ পাশ্চাত্য এবং মধ্যপ্রাচ্যে সিরিয়া, ইরাক ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও অংশ নিচ্ছে সেই হামলায়৷ হামলা শুরুর পর থেকে আইএস-এর অগ্রযাত্রা অনেকটাই ব্যাহত৷ তবে ওবামা মনে করেন, শুধু যুদ্ধ করে আইএস এবং বিশ্বের অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনকে হারানো যাবে না৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: picture-alliance/dpa/S. Kolli

নির্দয়, নিষ্ঠুর, বিভৎস সন্ত্রাস চালিয়েও ইসলামি জঙ্গিরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই দাবি করে – ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের অন্যান্য দেশ৷ ওবামা বলেন, এটা চরম মিথ্যাচার৷ ইসলাম সন্ত্রাসকে অনুমোদন করে না৷ সুতরাং ইসলামের নামে সন্ত্রাস করলে আর সেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলে সেটা কখনোই ইসলামের বিরুদ্ধে লড়াই হতে পারে না, এটা শুধুই ইসলামের অপব্যাখ্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই৷

সম্মেলনে নিজের বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হবার আহ্বান জানান৷ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকল পেশার মুসলমানদেরও শরিক হওয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা, তাদের অপপ্রচারকে মোকাবেলা করা সব মুসলমানেরও দায়িত্ব৷ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কোনো অঞ্চলের বিরুদ্ধে অন্য কোনো অঞ্চলের, কিংবা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো অঞ্চল বা দেশের লড়াই নয় বলেও মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ