1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলামের দোহাই দিয়ে ধর্ষণকে হাতিয়ার করছে আইএস'

১৪ আগস্ট ২০১৫

তুরস্কের সহায়তায় ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে অ্যামেরিকা৷ কিন্তু ভাবাদর্শগতভাবে আইএস-কে পরাজিত করার ক্ষেত্রে কি কোনো অগ্রগতি দেখা যাচ্ছে?

Symbolbild Reporter ohne Grenzen 2013 Türkei Platz 154
ছবি: dapd

সিএনএন-এর সাংবাদিক জিম স্কুটো আইএস বা আইসিস দমন অভিযান ব্যর্থ হচ্ছে কিনা, সে বিষয়ে একটি সাক্ষাৎকার নিয়েছেন৷

আইএস ইরাকে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে৷ সাদ্দাম হুসেনের আমলে কুর্দি এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রেক্ষাপটে বিষয়টির বাড়তি তাৎপর্য রয়েছে৷ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ কুর্দি বাহিনীকে উদ্ধৃত করে এই অভিযোগের উল্লেখ করেছেন৷

অস্কার রুসো এ বিষয়ে লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷

রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অ্যামেরিকা তদন্ত করে দেখছে৷ হিলেল নয়ার অবশ্য প্রশ্ন তুলেছেন, এই অভিযোগ যদি সত্য হয়, তার পরেও কি মার্কিন প্রশাসন আইসিস-এর ‘মূল মদতদাতা'-কে ১৫০ বিলিয়ন ডলার দেবে? অবশ্যই তাঁর ইঙ্গিত সৌদি আরবের দিকে৷

আইএস-এর কার্যকলাপের বিভিন্ন দিক সম্পর্কে নানা বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার করার প্রবণতাও বাড়ছে৷ এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রতিবেদনটির বিষয়বস্তু ধর্মের অপব্যবহার৷ বিশেষ করে ধর্ষণকে কীভাবে হাতিয়ার করা হচ্ছে, সেই বিষয়টি এই প্রতিবেদনে তিলে ধরা হয়েছে৷ তারেক ফাতাহ এই প্রতিবেদনটি শেয়ার করেছেন৷

বহুকাল বিলম্বের পর তুরস্ক সম্প্রতি আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে৷ মুটুলু চিভিরোলু একটি প্রতিবেদন শেয়ার করে তার একটি উদ্ধৃতি তুলে ধরেছেন৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান অতীতে আইএস বা আইসিস-পন্থি অবস্থানের বোঝা ঝেড়ে ফেলতে চাইছেন বলে তাতে দাবি করা হয়েছে৷

গোটা বিশ্ব থেকে আইএস যেভাবে যোদ্ধা ও সমর্থক আকর্ষণ করে চলেছে, তার পেছনে রয়েছে অত্যন্ত দক্ষ জনসংযোগ কৌশল৷ সাংবাদিক জাইদ বেঞ্জামিন এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ