1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইসলাম বিতর্ক’ বইয়ের লেখকের বিরুদ্ধে চার্জশিট

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২২ অক্টোবর ২০১৬

বইমেলা থেকে আটক ব-দ্বীপ প্রকাশন-এর মালিক শামসুজ্জোহা মানিকসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে চার্জশিট দিয়েছে পুলিশ৷ আদালতে দেয়া এই চার্জশিটের ভিত্তিতে মামলার বিচার শুরু হবে বলে জানা গেছে৷

Ekushey Büchermesse 2012 in Dhaka, Bangladesch
ছবি: DW

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা আছে অভিযোগে অমর একুশে বইমেলা চলাকালে গত ১৫ ফেব্রুয়ারী রাতে ব-দ্বীপ প্রকাশন-এর স্টল থেকে ‘ইসলাম বিতর্ক' নামের বইটির সব কপি জব্দ করে পুলিশ৷ আটক করে বই-এর লেখক ও ব-দ্বীপ প্রকাশন-এর মালিক শামসুজ্জোহা মানিক, ছাপাখানা শব্দকলি প্রিন্টার্সের মালিক তসলিম উদ্দিন কাজল ও ব-দ্বীপ প্রকাশন-এর বিপণন শাখার প্রধান শামসুল আলমকে৷ তাদের বিরুদ্ধে তখন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা করা হয়৷

Azad - MP3-Stereo

This browser does not support the audio element.

এছাড়া ওই সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা আছে কি না তা অনুসন্ধানে ব-দ্বীপ প্রকাশন-এর আরো পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়৷ সেগুলো হলো, আর্যজন ও সিন্ধু সভ্যতা, জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার, ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা, ইসলামে নারীর অবস্থা এবং নারী ও ধর্ম৷

মামলার তদন্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এক মাস আগে আদালতে আইসিটি আইনের ৫৭(২) ধারায় চার্জশিট দিয়েছি৷ আদালত এখনো আমাদের ডাকেনি৷ চার্জশিটের ওপর শুনানি শেষে এই মামলার বিচার শুরু হবে বলে আশা করছি৷''

Biswas - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘আমরা তার লেখায়, বইয়ে মহানবী ও ধর্মীয় অবমাননার প্রমাণ পেয়েছি৷ বাকি দু'জন তার অপরাধের সহযোগী৷'

আসামিরা কে কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘শামসুজ্জোহা মানিক ছাড়া বাকি দু'জন জামিনে আছেন৷ মানিক জামিন পেয়েছেন কিনা আমার জানা নেই৷ আদালতে খোঁজ নিয়ে জানাতে পারব৷''

শামসুজ্জোহা মানিকের মামলা দেখাশোনা করেন আখতারুজ্জামান আজাদ নামে একজন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘মানিক এখনো জেলে আছেন৷ আমরা হাইকোর্ট থেকে জামিনের চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি৷ আবারো জামিনের চেষ্টা করবো৷ চার্জশিট হয়েছে বলে শুনেছি৷ আমরা আইনজীবীর সঙ্গে কথা বলব৷''

Ahsan - MP3-Stereo

This browser does not support the audio element.

এদিকে, যে দু'জন জামিনে আছেন তাদের মধ্যে একজন শামসুল আলম ব-দ্বীপ প্রকাশন-এর মালিকের ছোট ভাই৷ তিনিই ছিলেন প্রকাশনীর বিপণন কর্মকর্তা৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি এবং প্রিন্টার্সের মালিক এক দেড় মাসের মধ্যে জামিন পেলেও ভাই এখনো জামিন পাননি৷ মামলাটির চার্জশিটও দিয়েছে৷ আসলে আমরা বইমেলার সময় হুমকি পেয়ে শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিলাম৷ কিন্তু পুলিশ আমাদের উল্টো গ্রেপ্তার করে মামলা দেয়৷ জানিনা কবে এই মামলা থেকে মুক্তি পাব৷''

তিনি আরো বলেন, ‘‘পুলিশ ওই সময়ই প্রকাশনার অফিস সিলগালা করে দেয়, এখনো সিলগালা করা আছে৷''

প্রসঙ্গত, শামসুজ্জোহা মানিকের মুক্তির জন্য সম্প্রতি কিছু কর্মসূচি পালিত হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুক্তির দাবিতে সেচ্চার কেউ কেউ৷ তাদেরই একজন শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা তাঁর মুক্তির জন্য কয়েকদিন আগেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি৷ তিনি সৃজনশীল প্রকাশ সমিতির সদস্য৷ তারা তাঁর মুক্তির জন্য তেমন কিছু করছেনা৷ এজন্য তাদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে৷ সরকারের সঙ্গে তার মুক্তির জন্য যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি৷''

Alam - MP3-Stereo

This browser does not support the audio element.

তথ্যপ্রযুক্তি আইনে ৫৭(১) ধারায় অপরাধের ধরণ এবং ৫৭(২) ধারায় শাস্তির বিধান দেয়া আছে৷ ৫৭-এর ১ উপধারায় বলা হয়, ‘‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সমপ্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসত্‍ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷''

আইসিটি এক্টের ৫৭ ধারার ২ উপধারায় বলা হয়, ‘‘কোনো ব্যক্তি উপধারা (১) এর অধীনে অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং ন্যূনতম সাত বত্‍সর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ