1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে হরতাল

২৩ সেপ্টেম্বর ২০১২

বাংলাদশে ১২ টি ইসলামি রাজনৈতিক দলের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে৷ ঢাকাসহ সারা দেশে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছাড়া হরতাল ছিল শান্তিপূর্ণ৷ স্বরাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন, এই হরতালের পেছনে বিএনপির হাত আছে৷

ছবি: Reuters

মুসলমানদের মহানবী হযরত মোহাম্মদকে (স.) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবমাননকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে শনিবার বাধা দেয়ার প্রতিবাদে আজকের হরতাল কর্মসূচি পালন করে ১২টি ইসলামি দল৷

হরতাল চলাকালে তারা রাজধানীর কয়েকটি এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ মির হাজারীবাগ এলাকা থেকে প্রায় ৪০ জন মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়৷ মিরপুরে পুলিশের সঙ্গে তাদের কিছু সময়ের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷ মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন৷

এই হরতালে সমর্থন দেয়া ইসলামী ঐক্যজোটের প্রধান মুফতি ফজলুল হক আমিনী ১২টি ইসলামি দলে কারা আছেন তা নিশ্চিত করতে পারেননিছবি: MUNIR UZ ZAMAN/AFP/GettyImages

হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল কম৷ তাই যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হয়৷ বিমান, রেল ও লঞ্চ চলাচাল স্বাভাবিক থাকলেও দূর পাল্লার বাস এবং মিনিবাস চলাচল করেনি৷ ব্যবসায়ীরা দোকান পাট তেমন খোলেননি৷ তবে সরকারি অফিস আদালত খোলা ছিল যথারীতি৷

রবিবারের এই হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এসম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে

এই হরতালে সমর্থন দেয়া ইসলামী ঐক্যজোটের প্রধান মুফতি ফজলুল হক আমিনী ১২টি ইসলামি দলে কারা আছেন তা নিশ্চিত করতে পারেননি৷ স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর অবশ্য বলেছেন, এই হরতালের পেছনে একটি বড় রাজনৈতিক হাত আছে৷ তিনি বলেন, সেকারণেই উত্তরাঞ্চলে সেই দলের নেত্রীর সফর থাকায় তিন জেলা হরতালের বাইরে আছে৷

হরতালে রবিবার পিকেটারদের তেমন না দেখা গেলেও পুলিশ ছিল সক্রিয়৷ জামায়াতে ইসলামীসহ ইসলামি রাজনৈতিক দলগুলোর অফিস পুলিশ সকাল থেকেই ঘিরে রাখে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ