সম্প্রতি ইউরোপে একের পর এক হামলার উদ্দেশ্য যদি খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে, সেই ষড়যন্ত্র বানচাল করতে রবিবার এক অভিনব উদ্যোগ দেখা গেলো৷ ফ্রান্স ও ইটালিতে অসংখ্য মুসলিম গির্জায় প্রার্থনা করলেন৷
বিজ্ঞাপন
গত মঙ্গলবার ফ্রান্সের রুয়্যাঁ শহরে ৮৫ বছর বয়স্ক গির্জার যাজককে নির্মমভাবে হত্যা করেছিল চরম ইসলামপন্থি ভাবধারায় উদ্বুদ্ধ দুই কিশোর৷ সেই ঘটনার পর শহরের খ্রিষ্টান সমাজের সঙ্গে সংহতি প্রকাশ করতে এগিয়ে এলেন মুসলিমরা৷ রবিবার গির্জায় প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন মুসলিম সমাজের প্রায় ১০০ প্রতিনিধি৷ রুয়্যাঁ শহরের আর্চবিশপ ডোমিনিক ল্যব্র্যাঁ সব খ্রিষ্টানদের নামে তাঁদের ধন্যবাদ দেন৷
দক্ষিণের নিস শহরেও দেখা গেল একই দৃশ্য৷ স্থানীয় ইমাম ওটামান আইসাউয়ি এক প্রতিনিধিদলের সঙ্গে ক্যাথলিক মাস বা প্রার্থনায় অংশ নেন৷ তিনি বলেন, আতঙ্ক ও বর্বরতার জবাব হলো ঐক্য৷
ফ্রান্সের বর্দো শহরে নোত্র দাম গির্জায় স্থানীয় ইমামের নেতৃত্বে এক প্রতিনিধিদলকে স্বাগত জানাতে গিয়ে রেভারেন্ড জঁ রুয়ে বলেন, এমন এক দিনে মুসলিমদের দেখানো উচিত, যে আমরা ইসলামের সঙ্গে কট্টর ইসলামপন্থি ভাবধারাকে মিলিয়ে ফেলি না, যেমনভাবে মুসলিমের সঙ্গে জিহাদিদের গুলিয়ে ফেলি না৷
স্বয়ং পোপ ফ্রান্সিস-ও এ দিন স্পষ্ট ভাষায় বলেন, ইসলাম মানেই সন্ত্রাসবাদ নয়৷ তাঁর মতে, ইসলামের নামে হিংসার কথা বললে ক্যাথলিক ধর্মের নামে হিংসার কথাও বলতে হয়৷ পোপ মনে করিয়ে দেন, প্রতিদিন ইটালির সংবাদপত্রে অসংখ্য হিংসাত্মক ঘটনার খবর পড়েন তিনি৷ যারা এমন কাজ করে, তারাও ক্যাথলিক৷ উল্লেখ্য, ফ্রান্সের রুয়্যাঁ শহরে যাজক হত্যার ঘটনার নিন্দা করার সময়ে পোপ ‘ইসলাম' শব্দটি মুখে আনেন নি৷ তাঁর মতে, সব ধর্মেই হাতে গোনা কিছু মৌলবাদী রয়েছে৷ ক্যাথলিক ধর্মও তার ব্যতিক্রম নয়৷
ইটালিতেও রবিবার রোম, মিলান, নেপলস ও পালের্মো-সহ একাধিক শহরে মুসলিমরা গির্জায় গিয়ে প্রার্থনাসভায় অংশ নেন৷
রমজান মাসে বিশ্বজুড়ে যেসব সন্ত্রাসী হামলা
২০১৬ সালের রমজান মাসে বিশ্বের বিভিন্ন স্থানে ভয়াবহ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে৷ যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, বাংলাদেশ, ফ্রান্সসহ বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অনেকে৷ ছবিঘরে থাকছে সেসব ঘটনার কথা৷
ছবি: picture-alliance/dpa/Saudi Press Agency
বাংলাদেশ
রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে ১ জুলাই রাতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এর পরদিনই ছিল শব-এ কদর৷ ঐ হামলায় ১৮ বিদেশিসহ ২৮ জন নিহত হয়৷ এর মধ্যে ৫ জন জঙ্গি৷ স্বাধীনতার পর বাংলাদেশে এটাই প্রথম ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা৷
ছবি: Getty Images/AFP/T. Kitamura
ইরাক
রমজান মাসের শেষের দিকে ৩ জুলাই ইরাকের রাজধানী বাগদাদ শহরের কেন্দ্রস্থলে কারাদা এলাকায় জোরালো বিস্ফোরণ ঘটে৷ সেই আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ৷ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস৷
ছবি: picture-alliance/AP Photo/H. Mizban
যুক্তরাষ্ট্র
১২ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে ওমর মতিন নামে এক তরুণ সমকামীদের নৈশক্লাবে ঢুকে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনায় স্তব্ধ হয় পুরো বিশ্ব৷ এক্ষেত্রেও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস ঘটনার দায় স্বীকার করে৷
ছবি: picture-alliance/dpa/G. George Wilson
তুরস্ক
২৮ জুন রাতে তিনজন আত্মঘাতী বোমারু ইস্তানবুলে আতাতুর্ক বিমানবন্দরে ঢুকে সুইসাইড বেল্ট ফাটানোর আগে এলোপাথাড়ি গুলি চালায়৷ এতে নিহত হয় ৪২ জন৷
ছবি: picture alliance/AA/I. Terli
ইয়েমেন
২৮ জুন ইয়েমের আল মুকাল্লায় আটজন আত্মঘাতী বোমা হামলাকারী সাতটি ভিন্ন স্থানে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে৷ আইএস এ সব হামলার দায় স্বীকার করলেও, সরকার এ পিছনে আল-কায়েদার হাত রয়েছে বলে ধারণা করছে৷
ছবি: picture-alliance/dpa/Y. Arhab
সৌদি আরব
৪ জুলাই, ঈদ-উল-ফিতরের মাত্র ১ দিন আগে, মুসলিম দুনিয়ার দ্বিতীয় পবিত্রতম স্থান, নবী মোহম্মদের মসজিদের কাছে ইফতারের সময় এক আত্মঘাতী বোমা হামলায় আততায়ী ছাড়া চারজন পুলিশ কর্মকর্তা নিহত হন৷ এদিন কাতিফ ও জেদ্দাতেও আক্রমণ ঘটে৷
ছবি: Reuters
ফ্রান্স
১৩ জুন, রমাজন মাসের সপ্তম দিন প্যারিসের উপকণ্ঠে মানিয়ঁভিল শহরে একই পরিবারের দুই সদস্যকে হত্যা করে এক আততায়ী৷ এক্ষেত্রেও জঙ্গি গোষ্ঠী আইএস এই হত্যার দায় স্বীকার করে৷ পুলিশের গুলিতে অবশ্য সেই আততায়ীর মৃত্যু হয়৷