1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসির তফসিল বিএনপির প্রত্যাখ্যান

১৫ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশন (ইসি) একতরফাভাবে তামাশার তফসিল ঘোষণা করেছে মন্তব্য করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি৷

Bangladesch | Große Gebäude in Dhaka | Wahlkommission Bhawan Dhaka
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়৷ছবি: Mortuza Rashed/DW

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়ালি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনার জাতির সঙ্গে মশকরা করেছেন৷ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীত্বে থাকবেন, তার নেতৃত্বে সরকার থাকবে আর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার৷ আমি মনে করি, এটি সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা, ভণ্ডামি এবং মেকি৷’’

(ফাইল ছবি) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তফসিল নিয়ে বিএনপির অবস্থান জানান রুহুল কবির রিজভী৷ছবি: bdnews24.com

‘‘গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশা তফসিল ঘোষণা করেছে৷ শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি৷’’, বলেন তিনি৷

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘‘আমরা আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে, তার পুরো দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে, আওয়ামী লীগ সরকারকেই বহন করতে হবে৷’’

তিনি বলেন, ‘‘মানুষ ১৫ বছরের অত্যাচারের জবাব দিতে ঘুরে দাঁড়িয়েছে, ভাত ও ভোটের অধিকারের জন্য মাঠে নেমেছে৷’’

জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, আরও কঠিন থেকে কঠিনতর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷ 

কেএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ