1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্ট ওয়েস্টে হামলাকারীরা কারা?

৭ আগস্ট ২০১৮

ভিডিওটিতে দেখা যায়, একদল উঠতি বয়সি তরুণ বিশ্ববিদ্যালয়ের গেট ও ভবনের উপর ইট পাটকেল ছুঁড়ছে৷ লাঠি দিয়ে আঘাত করছে৷

Bangladesch Proteste von Studenten in Dhaka
ছবি: Getty Images/AFP/M. uz Zaman

সময় টিভির ইউটিউব পেজে ভিডিওটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় পৌঁনে এক লাখ বার দেখা হয়ে যায়৷ ভিডিওটিতে যেসব বালক বা তরুণদের দেখা যায়, তাদের দেখে প্রশ্ন ওঠে যে, এরা কেন হামলা করছে? কিংবা এদের কারা ব্যবহার করছে?

 

সোমবার এর আগে রাজধানীর রামপুরার আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন৷ বেলা পৌনে এগারটার দিকে শুরু হয় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ৷ পুলিশ টিয়ার শেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ৷

এ সময় একদল যুবক লাঠি হাতে তাদের ধাওয়া দেন৷ তারা মেরুল বাড্ডার দিক থেকে এসে ধাওয়া দেন৷ যুবকরা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন এবং সাধারণ পথচারীদের ওপর চড়াও হন বলে জানিয়েছে বিডিনিউজ৷ এ সময় স্কুলের পোশাক পরিহিত দু'জনকে পেটাতে দেখেন সেখানে উপস্থিত নিউজ পোর্টালটির প্রতিবেদক৷

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ বলেছে যে, লাঠি হাতে সেই যুবকদের মধ্যে বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদেরও দেখা যায়৷

এরপর পুলিশের পাশাপাশি সেখানে র‌্যাব ও এপিবিএন সদস্যরাও অবস্থান নেন৷ তারা শিক্ষার্থীদের চলে যেতে বলেন৷ কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে দেন৷

পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে৷ ইউনিভার্সিটির ভেতরে চলে যায় শিক্ষার্থীরা৷ লাঠি হাতে রাস্তায় অবস্থান নেয়া যুবকরা তখনও ইউনিভার্সিটির দিকে ঢিল ছুঁড়ছিলেন৷

সেখান থেকে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে অল্প বয়সি এই তরুণ যুবকদের দেখা যায় ইস্ট ওয়েস্টের দিকে ঢিল ছুঁড়তে৷

জেডএ/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ