থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইস্তফা দেয়ার জন্য তিনদিন সময় দিল বিক্ষোভকারীরা। জবাবে সরকার জরুরি অবস্থা তুলে নেয়ার কথা জানালো।
বিজ্ঞাপন
জরুরি অবস্থা জারি করেও লাভ হয়নি। থাইল্যান্ডে বিক্ষোভ কমা দূরস্থান, বরং আরো বেড়েছে। রাস্তায় প্রচুর পুলিশ ও নিরাপত্তা কর্মী ছিলেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীদের দমানো যায়নি। হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন। গত তিন মাস ধরে ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবি, প্রাক্তন সেনা কর্তা ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চেন ওছা জালিয়াতি করে ভোটে জিতেছেন। তাই প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হবে এবং সেটাও তিনদিনের মধ্যে। তাঁর কাছে ইস্তফার ফর্ম পাঠিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, তিনদিন সময় দেয়া হলো। তার মধ্যে তাঁকে ইস্তফা দিতে হবে। না হলে আবার বিক্ষোভে নামবেন তাঁরা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি প্রথমে উত্তেজনা কমাবার চেষ্টা করবেন। কোনো হিংসা না হলে তিনি জরুরি অবস্থাতুলে নিতেও রাজি।
বিক্ষোভের এক প্রধান নেত্রী জানিয়েছেন, তাঁরা মতবদল করছেন না। বিক্ষোভের রাস্তা থেকেও সরছেন না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী ইস্তফা না দিচ্ছেন, ততক্ষণ বিক্ষোভ চলবে। তবে এই বিবৃতি দেয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। যখন পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে, তখন তিনি বলেন, ''আমি চিন্তিত। এটা সরকারের খেলা।''
সংবিধানে রাজতন্ত্রের ক্ষমতা হ্রাস ও নতুন নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে চলছে ছাত্রদের আন্দোলন৷ বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের ধড়পাকড় শুরু করেছে সরকার৷
ছবি: Reuters/J. Silva
তিন আঙুলের স্যালুটে
থাইল্যান্ডের রাজধানী ব্যংককে গত কিছুদিন ধরে ছাত্র আন্দোলন চলছে৷ ১৯ আগস্ট কিং মংকুট’স ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে৷ এ সময় তিন আঙুলের স্যালুট প্রদর্শন করেন তারা৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ক্ষমতা দখলের পর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের প্রতীক হয়ে উঠে এই স্যালুট৷
ছবি: Reuters/J. Silva
রাজতন্ত্রের বিরোধিতা
এই আন্দোলনে শুধু সরকার নয়, রাজতন্ত্রের বিপক্ষেও কথা বলছেন বিক্ষোভকারীরা৷ রাজা মহাভিজিরালোংকর্নের ক্ষমতা হ্রাস আর এজন্য সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা৷ আন্দোলনকারীরা মনে করেন রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতাই বারবার সামরিক অভ্যুত্থানের জন্ম দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে৷
ছবি: Reuters/J. Silva
ভেঙেছে ট্যাবু
একসময় থাইল্যান্ডের রাজতন্ত্র কিংবা রাজার বিপক্ষে প্রকাশ্যে কথা বলা অকল্পনীয় ছিল৷ কিন্তু গত জুলাইতে এই ট্যাবু ভেঙে দিয়েছেন কয়েকজন আন্দোলনকারী৷ তাদের মধ্যে অগ্রগামী ৩৬ বছর বয়সি আইনজীবী আনোন নাম্পা৷ রাজাকে অবমাননা করা হলে ১৫ বছরের জেল হতে পারে- এমন আইন সত্ত্বেও তিনি ভয় পান না৷ বুধবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন আন্দোলনকারীদের এই পথিকৃৎ৷
ছবি: Reuters/C. Thirasupa
ছাত্র বিক্ষোভ
সরকারবিরোধী এই আন্দোলনের নেতৃত্বে এখন দেশটির শিক্ষার্থীরা৷ একমাস ধরে নিয়মিত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন৷ ছাত্রদের নেতা পারিক চিওয়ারাক রাজতন্ত্রের পুনর্গঠনে এরইমধ্যে ১০ দফা দাবি তুলে ধরেছেন৷
ছবি: Reuters/C. Thirasupa
আলো আসবে
এখন পর্যন্ত ছাত্রদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ৷ নানা কর্মসূচি আর প্রতীকী কার্যক্রমে আন্দোলন চাঙ্গা রাখছেন তারা৷ সমাবেশে প্রায়শই তারা মোবাইলের ফ্ল্যাশ জালিয়ে তা প্রদর্শন করছেন৷
ছবি: Reuters/J. Silva
ট্যাংকের জোরে ক্ষমতা
২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন প্রায়ুথ চান-ওচা৷ ২০১৯ সালের জুলাইতে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি৷ তবে সেই নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে৷ বিক্ষোভকারীরা মনে করে, ভোট নয় ট্যাংকের জোরেই ক্ষমতা দখল করে আছেন প্রায়ুথ চান-ওচা৷
ছবি: Reuters/J. Silva
সাদা ফিতা
শুধু বিক্ষোভ সমাবেশের মাধ্যমে নয়, প্রতিনিয়তই প্রতিবাদ জারি রেখেছে শিক্ষার্থীরা৷ স্কুলের ব্যাগে সাদা ফিতাও তাদের গণতন্ত্রের দাবি তুলে ধরছে৷
ছবি: Reuters/J. Silva
বৈচিত্র্যপূর্ণ প্রতিবাদ
মুখে টেপ আর মেক-আপ, তিন আঙুলের স্যালুটে সরকারবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছেন এই তরুণী৷ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নতুন নির্বাচন আর সংবিধান পুনর্গঠনের দাবিতে রাস্তায় আছে ব্যাংককের মাহিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও৷
ছবি: Reuters/J. Silva
গণতন্ত্রের স্মৃতিসৌধে
আন্দোলনের মূল কেন্দ্র ব্যাংককের ‘ডেমোক্রেসি মনুমেন্ট’৷ রাত দিন সেখানে চলছে বিক্ষোভ৷
ছবি: Reuters/A. Perawongmetha
শান্তির কপোত
এই ছবিটি ১৬ আগস্টের৷ ডেমোক্রেসি মনুমেন্টের একটি সমাবেশে শান্তির প্রতীক সাদা কবুতরের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন আন্দোলনকারীরা৷
ছবি: Reuters/S. Z. Tun
প্রকৃত গণতন্ত্র চাই
২০১৯ সালের নির্বাচন দিয়ে আপাত গণতন্ত্রে ফিরেছে থাইল্যান্ড৷ কিন্তু আন্দোলনকারীরা মনে করেন, প্রকৃত গণতন্ত্র আসেনি৷ এক প্রবীণ পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই আসল গণতন্ত্রের দাবি জানাচ্ছেন৷
ছবি: Reuters/J. Silva
আর নয় স্বৈরতন্ত্র
১৯৩২ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি সামরিক অভ্যুত্থান হয়েছে দেশটিতে৷ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়ছে থাইল্যান্ড৷ বিক্ষোভকারীরা তার একটি স্থায়ী সমাধান চান৷ ‘থাইল্যান্ডে আর একনায়কত্ব নয়,’ প্ল্যাকার্ডে এমন দাবি তুলে ধরেছেন এক আন্দোলনকারী৷
ছবি: Reuters/S. Z. Tun
এলজিবিটি কমিউনিটি
এই আন্দোলনে যোগ দিয়েছে থাইল্যান্ডে এলজিবিটি কমিউনিটিও৷ রংচঙে পোশাক আর মেক আপে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে একজনকে৷
ছবি: Reuters/J. Silva
প্রধানমন্ত্রী সরব, রাজা নীরব
গত বছরের নির্বাচনে কারচুপি হয়েছে, আন্দোলনকারীদের এমন দাবি উড়িয়ে দিচ্ছেন প্রায়ুথ চান-ওচা৷ প্রধানমন্ত্রীর যুক্তি- সাড়ে ছয় কোটির বেশি জনগণের বেশিরভাগই বিক্ষোভকারীদের সঙ্গে একমত নন৷ তারা যাতে রাজতন্ত্র নিয়ে কোনো কথা না বলে, সে বিষয়েও সাবধান করে দেন তিনি৷ তবে রাজপ্রাসাদ থেকে এখনও আন্দোলন নিয়ে মুখ খোলেনি কেউ৷
ছবি: Getty Images/AFP/Ye Aung Thu
14 ছবি1 | 14
আগামী সপ্তাহে পার্লামেন্টের অধিবেশন ডেকেছে সরকার। সেখানে আগে বিক্ষোভকারীদের দাবি নিয়ে আলোচনা হবে। তারপর এই ব্যাপারে সিদ্ধান্তের কথা জানানো হবে বলে সরকার জানিয়েছে। অর্থাৎ, সরকার আরো সময় নিতে চাইছে।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি হলো, রাজতন্ত্রের ক্ষমতা কমাতে হবে। থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললে কড়া শাস্তির ব্যবস্থা আছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।