1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্তানবুলের আততায়ী এখনও ফেরার

৩ জানুয়ারি ২০১৭

তুর্কি কর্তৃপক্ষ সম্ভাব্য আততায়ীর নতুন ও আরো স্পষ্ট কিছু ছবি প্রকাশ করেছে৷ তুর্কি টেলিভিশনে সম্ভাব্য হত্যাকারীর এক ‘সেল্ফি ভিডিও' দেখানো হচ্ছে৷ কিন্তু আততায়ী এখনও অজ্ঞাত ও মুক্ত৷

ইস্তানবুলের নাইট ক্লাবে হামলা
ছবি: Getty Images/AFP/Y. Akgul

তুরস্কের পুলিশ সোমবার রাত্রে ইস্তানবুলে একটি অভিযান চালায়৷ অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয় ও অভিযান চলাকালীন আশপাশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি৷

ইতিপূর্বে রাষ্ট্রীয় আনাদোলু সংবাদ সংস্থা রাইনা নাইট ক্লাবে হামলায় জড়িত সন্দেহে আটজনকে আটক করার খবর জানায়৷ কিন্তু আততায়ী স্বয়ং দৃশ্যত তাদের মধ্যে নেই৷

হাবের তুর্ক দৈনিক জানিয়েছে যে, আততায়ী চীনের উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য বলে মনে করা হচ্ছে৷ সে নাকি কিছুদিন আগে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের কোনিয়া শহরে পৌঁছায়৷ পরিবারের সদস্যদের আটক করা হয়েছে৷

তুরস্ক আইএস-এর বিরুদ্ধে আগের মতোই সক্রিয়

তুরস্কের সামরিক বাহিনী উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে৷ মঙ্গলবার তুর্কি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সোমবার বিভিন্ন সংঘর্ষে ও কামানের গোলাবর্ষণে ১৮ জন আইএস যোদ্ধা নিহত ও ৩৭ জন আহত হয়েছে৷

গত ২৪ ঘণ্টার কার্যকলাপের বিবরণ দিতে গিয়ে সামরিক বাহিনী জানায়, তুর্কি জঙ্গিজেটের আক্রমণে আইএস-এর চারটি ‘টার্গেট' ধ্বংস হয়েছে৷ এছাড়া রুশ জঙ্গিজেট ডাইর কাক-এ আইএস যোদ্ধাদের উপর বোমা ফেলেছে - স্থানটি আইএস-নিয়ন্ত্রিত আল-বাব শহর থেকে মাত্র আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে৷

আইএস-এর নীতি পরিবর্তন? 

বিশ্লেষকরা ইস্তানবুলের নাইট ক্লাবে আক্রমণ ও আইএস-এর দাবির মধ্যে আইএস-এর নীতি ও অবস্থানের একটা পরিবর্তন দেখছেন৷ ডিসেম্বরের ২২ তারিখে প্রকাশিত একটি প্রোপাগান্ডা ভিডিওতে তুরস্কের উপর আক্রমণের আহ্বান জানায় আইএস৷ এমনকি সেই ভিডিওতে তুর্কি সৈন্যদের জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার ফুটেজও ছিল৷ তুর্কি কর্তৃপক্ষ সাময়িকভাবে ভিডিওটির প্রচার রোখার চেষ্টা করলেও, ভিডিওটির প্রামাণ্যতা কোনোকালেই স্বীকার করেনি৷

তাদের তুরস্কে বিভিন্ন ‘সেল' আছে বলে আইএস দাবি করে থাকে; আইএস নিয়মিত তুর্কি ভাষায় প্রচারণা চালায়; এছাড়া আইএস-এর শত শত তুর্কি সদস্য আছে, বলে মনে করা হয়ে থাকে৷ কিন্তু ২০১৬ সালের মার্চে এক সিরীয় সাংবাদিক হত্যা ও দিয়ারবাকির প্রদেশে রায়ট পুলিশের উপর আক্রমণ ছাড়া আইএস তুরস্কে বিশেষ কোনো আগ্রাসন বা আক্রমণের দায় স্বীকার করেনি৷

কাজেই রাইনা নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করাটা আইএস-এর পক্ষে নীতি পরিবর্তনের সামিল৷ আইএস যে এখন আল-বাব, রাকা, মোসুল, সর্বত্র কোণঠাসা, এটা তারই প্রমাণ, বলছেন বিশ্লেষকরা৷ অন্যত্র আঘাত হেনে বা আঘাত হানার দাবি করে নিজেকে পুনরায় জাহির করার চেষ্টা করছে ইসলামিক স্টেট৷

এসি/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ