1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

ইস্তাম্বুলের অন্যতম আকর্ষণ গ্র্যান্ড বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪

ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের পরিচিতি বিশ্বব্যাপী৷ প্রতিদিন প্রায় চার লাখ মানুষ ঐ বাজারে যান৷ বিশ্বের অন্যতম পুরনো এই বাজার ইউরোপের সবচেয়ে বড়৷

দুই পাশে অসংখ্য দোকানসহ গ্র্যান্ড বাজারে ক্রেতাদের ভিড়
পর্যটকদের আকর্ষণ করে এমন প্রায় সবকিছুই পাওয়া যায় গ্র্যান্ড বাজারেছবি: Muhammed Enes Yildirim/Anadolu/picture alliance

তুর্কি ভাষায় ‘কাপালা চার্শা’ নামে পরিচিত গ্র্যান্ড বাজার যেন শহরের মধ্যে আরেকটি শহর৷ ৬০টির বেশি লেন থাকা এই বাজারে প্রায় ৩,৬০০ দোকান আছে৷ প্রায় ২৫ হাজার মানুষ এসব দোকান চালান৷

বাজারে ঢোকার জন্য আছে ২১টি প্রবেশপথ৷

একজন ক্রেতা বললেন, ‘‘মাঝেমধ্যে একটু সমস্যার মনে হয়, কারণ, অনেক মানুষ আর শব্দ৷ তবে এক জায়গায় অনেক কিছু পাওয়া যাওয়ার বিষয়টি দারুণ৷''

আরেকজনের বক্তব্য, ‘‘এখানে যারা কাজ করেন, তারা খুব ভালো আর ফ্রেন্ডলি৷’’

পর্যটকদের আকর্ষণ করে এমন প্রায় সবকিছুই পাওয়া যায়৷ কার্পেট থেকে শুরু করে ডিজাইনার ব্র্যান্ড, আসল কিংবা নকল, মশলা ও স্যুভেনির, যা আপনি এই বাজারে যাওয়ার আগে কেনার কথা কখনও ভাবেননি৷

যে বাজারে ঢোকার ২১ প্রবেশপথ

04:03

This browser does not support the video element.

গ্র্যান্ড বাজারের প্রতিটি দোকানের একটা গল্প আছে৷ হাশিম গ্যুরেলি পাঁচ দশক ধরে দোকান চালাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমার বয়স যখন তিন তখন থেকেই আমার বাবা আমাকে এই দোকানে নিয়ে আসা শুরু করেছিলেন৷ এখন আমার বয়স ৫৫৷ আমি কার্পেটের সঙ্গে বেড়ে উঠেছি৷ আমরা বলি, কার্পেটের ধুলার সঙ্গে বেড়ে ওঠা৷ এই বাজারের মানে আমার কাছে কী? আমার পৃথিবী৷’’

১৫ শতক থেকে এই বাজার চালু আছে৷ সেই সময় দ্বিতীয় সুলতান মেহমেত কনস্টানটিনোপোল জয় করার পর এটি প্রতিষ্ঠা করেছিলেন৷ শুরুতে কাপড় ও অলংকার ব্যবসার জন্য এটি চালু করা হয়েছিল৷ পরের কয়েক শতকে এটি বৈশ্বিক বাণিজ্যিক হাবে পরিণত হয়েছে, যেটি এখন ইস্তাম্বুল নামে পরিচিত৷

গ্র্যান্ড বাজারে কত মানুষ যায় তার কোনো আনুষ্ঠানিক হিসাব নেই৷ তবে ধারণা করা হয় প্রতিদিন প্রায় চার লাখ মানুষ গ্র্যান্ড বাজারে যান৷ সেই হিসেবে এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য৷

গ্র্যান্ড বাজারে দরাদরি কর পণ্য কিনতে হয়৷ সেখানকার এক দোকানি ইয়াসিন জানান, ‘‘বেশিরভাগ দোকানি জানেন আপনারা পর্যটক৷ আপনি দাম জিজ্ঞেস করলে তারা ৫০ বা ১০০ টাকা বেশি বলবে, কারণ, তারা জানেন, আপনারা দরাদরি করবেন, কারণ, এটা তুরস্কের ঐতিহ্য৷’’

গ্যোনা কেটেল্স/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ