মিছিলের অনুমতি দেয়নি সরকার। তা সত্ত্বেও কয়েকশ মানুষ রাস্তায় নেমেছিলেন প্রাইড ওয়াকে যোগ দিতে।
বিজ্ঞাপন
গত বছরই প্রাইড ওয়াকে নিষেধাজ্ঞা জারি করেছিল রিচেপ তাইয়েপ এর্দোয়ানের সরকার। এবার তা-ই গোড়াতেই প্রশাসন জানিয়ে দিয়েছিল, ইস্তাম্বুলে এই আয়োজন করা যাবে না। কিন্তু আয়োজকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন। মানুষ হাতে রংধনু রঙেরপতাকা নিয়ে নেমে পড়েছিলেন রাস্তায়। তারা বাগদাদ অ্যাভেনিউয়ে মিছিল শুরুও করে দিয়েছিলেন। সেখানে প্রায় ১০ মিনিট জমায়েত চলার পরে পুলিশ মিছিল আটকায়। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের সঙ্গে আয়োজকদের কথা কাটাকাটি হয়। এরপর ১৫ জন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। মিছিলও বন্ধ করে দেওয়া হয়।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো কলকাতা প্রাইড ওয়াক
শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। তখন ‘ফ্রেন্ডশিপ ওয়াক’ নামে শুরু হলেও আজ তা ‘রেইনবো প্রাইড ওয়াক’।
ছবি: Subrata Goswami/DW
সবচেয়ে পুরনো
দক্ষিণ এশিয়ার প্রাচীনতম প্রাইড ওয়াক শুরু হয়েছিল কলকাতাতেই। এবার তা ১৮ বছরে পড়ল।
ছবি: Subrata Goswami/DW
প্রচুর মানুষের যোগদান
কলকাতার ১৮ তম প্রাইড ওয়াকে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। ভালোবাসার লিঙ্গসাম্যের দাবিতে এই মিছিল ছিল বর্ণময়।
ছবি: Subrata Goswami/DW
বিভিন্ন রাস্তা ঘুরে
কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্টস থেকে শুরু হয়ে পার্কস্ট্রিট, শহরের অন্যতম ঐতিহ্যবাহী পথ ধরে এই ‘গৌরব যাত্রা’ হয়।
ছবি: Subrata Goswami/DW
কলকাতায় ডিসেম্বরে
সারা পৃথিবী জুড়ে জুন মাসেই প্রাইড মান্থ পালিত হলেও কলকাতার প্রাইড ওয়াক ডিসেম্বরেই হয়। আয়োজকদের বক্তব্য, গরম আর বৃষ্টির কারণে কলকাতায় জুন মাসে এই মিছিল করা একটু সমস্যার, তাছাড়া কলকাতায় যখন থেকে এই প্রাইড ওয়াক শুরু হয় জুন মাস তখনও আন্তর্জাতিক প্রাইড মান্থ হিসেবে চিহ্নিত হয়নি।
ছবি: Subrata Goswami/DW
মিছিলে বিদেশিরাও
মিছিলে অংশগ্রহণ করেছিলেন বেশকিছু বিদেশি পর্যটক। তারাও মিছিলে যোগ দেন।
ছবি: Subrata Goswami/DW
পতাকা নিয়ে
সাতরঙা রংধনু রঙের পতাকা নিয়ে মিছিলে যোগ দেন বহু উৎসাহী মানুষ। লিঙ্গসাম্যের দাবিতে সমাজের সঙ্গে লড়াইয়ে তাদের জয়ের উদযাপণ এভাবেই করতে চান তারা।
ছবি: Subrata Goswami/DW
লড়াই চলছে
মিছিলেই দেখা হয়ে যাওয়া বন্ধুকে হঠাৎ জড়িয়ে ধরে এক অংশগ্রহণকারী বলেন, সুপ্রিমকোর্ট রায় দিলেও মানুষের দৃষ্টিভঙ্গি এখনও বদলায়নি। পারিপার্শ্বিকতার সঙ্গে আমাদের লড়াই সর্বক্ষণের।
ছবি: Subrata Goswami/DW
ভালোবাসার প্রতীক
মিছিলে আসা দুই সমকামী বালিকা দেখান, কীভাবে তারা একে অপরের শরীরে এঁকে দিয়েছেন ভালোবাসার প্রতীক।
ছবি: Subrata Goswami/DW
অন্য গল্প
শ্রবণ, কিরণ আর অরিজিৎ- জানান তাদের প্রেমের গল্পটা অন্যরকম। বিবাহের প্রচলিত সংজ্ঞার বাইরে গিয়ে এটা ‘আ ম্যারেজ অফ থ্রি মেন’ তারা একত্রে এবার মিছিলে হাঁটেন।
ছবি: Subrata Goswami/DW
পরিচয় খুঁজে বের করা
চিত্রাঙ্গদা জানান, নিজেকে চিনতে পারার পর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন তিনি ভুল একটি শরীরে বসবাস করছেন। তার আসল পরিচয় তিনি একজন নারী।
ছবি: Subrata Goswami/DW
10 ছবি1 | 10
সাধারণত ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে অধিকাংশ মিটিং-মিছিল হয়। এদিন আগে থেকেই ওই জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। ফলে বাগদাদ রোডে মিছিল করেন এলজিবিটিকিউ নাগরিকেরা।
মিছিলের আয়োজকেরা ঘটনার পর জানিয়েছেন, 'প্রশাসন সমস্ত রাস্তা বন্ধ করে দিতে পারে। সকলের জীবন স্তব্ধ করে দিতে পারে। কিন্তু তারপরেও আমাদের দমানো যাবে না।'
এলজিবিটিকিউ আন্দোলন এবংপ্রাইড প্য়ারেড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তুরস্ক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা স্পষ্ট করেনি সরকার। এই ধরনের গ্রুপগুলিকে নিষিদ্ধ গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয় তুরস্কে। এর্দোয়ান তার বক্তৃতায় একাধিকবার বলেছেন যে, এই ধরনের আন্দোলন আসলে পারিবারিক নৈতিকতার পরিপন্থি। অথচ সমকামিতা তুরস্কে বেআইনি নয়। কিন্তু বাস্তবে দেখা যায়, এলজিবিটিকিউ কমিউনিটির উপর বার বার সেখানে অত্যাচার নেমে আসে।