1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্তাম্বুলে বিমান দুর্ঘটনা: নিহত তিন

৬ ফেব্রুয়ারি ২০২০

তুরস্কের ইস্তাম্বুলে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়লে তিন জন নিহত ও ১৭৯ জন আহত হয়৷

ছবি: Reuters/M. Sezer

১৮৩ জন যাত্রী নিয়ে বুধবার বন্দর শহর ইজমির থেকে ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে নামছিল তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি৷ এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এটি ভেঙে পড়ে৷

পেগাসাস এয়ারলাইনস তুরস্কের একটি সুলভ বিমানসংস্থা৷ গত মাসেও তাদের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ একই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে৷ তবে সেসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি৷ 

তার আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি পেগাসাস বোয়িং ৭৩৭ তুরস্কের ট্র্যাবসন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে৷ এসময়ও হতাহতের কোন ঘটনা ঘটেনি৷

বুধবারের দুর্ঘটনার বিষয়ে ইস্তাম্বুলের গভর্ণর আলি ইয়েরলিকায়া জানান, অবতরণের সময় পাইলট বিমানটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে তা রানওয়ে থেকে ছিটকে গিয়ে ৩০ মিটার গভীর একটি খাদে আছড়ে পড়ে৷

যাত্রীদের বেশিরভাগই ছিল তুরস্কের নাগরিক৷ বিমানটিতে আরো ২২ বিদেশি নাগরিক এবং বেশ কয়েকজন শিশুও ছিল৷

দুর্ঘটনার সময়ের কথা স্মরণ করে ওই বিমানের যাত্রী ডোগাস বিলজিক বলেন, রানওয়েতে নামার ২০-৩০ সেকেন্ড পর বিমানটি হঠাৎ রানওয়ে থেকে ছিটকে পড়ে৷ আচমকা সিটের পাশে একটি ফাটল তৈরি হলে তিনি বেরিয়ে আসতে পারেন৷ 

এদিকে দুর্ঘটনার পর পর জরুরি উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকর্মীরা৷ ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের অবতরণ বন্ধ করে দেওয়া হয়৷

তুরস্কের বেসামরিক বিমান পরিবহন এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কীভাবে এ ধরনের বোয়িং ভেঙে পড়ল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা৷

উল্লেখ্য, ২০ বছর ধরে বিমান পরিচালনায় জড়িত থাকা পেগাসাস এয়ারলাইন্সের ৮৩টি এয়ারক্রাফট, ৪৭টি বোয়িং ও ৩৬টি এয়ারবাস রয়েছে৷ 

আরআর/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ