1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদিদের আলোর উৎসব – হানুকা

৩ ডিসেম্বর ২০১০

ভারতীয়দের ক্ষেত্রে যেমন দীপাবলি, ইহুদিদের সংস্কৃতি আর সত্তার সঙ্গে ঠিক সেভাবেই জুড়ে আছে ‘হানুকা'৷

শিশুদের কাছে ‘হানুকা' এক দারুণ মজার উৎসবছবি: AP

ঐতিহাসিকভাবে অবশ্য আনুমানিক ১৬৫ খৃষ্টপূর্বাব্দে গ্রীকদের বিরুদ্ধে ইহুদি জাতির বেশ কিছু যুদ্ধ জয়কে স্মরণ করে শুরু হয়েছিল এই উৎসব৷ কারণ, সেই সমস্ত যুদ্ধ জায়গা বা সম্পদ নিয়ে ছিলনা৷ যুদ্ধ হয়েছিল মূলত ধর্মচর্চা আর ইহুদি ধর্মবিশ্বাস পালনের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য৷

সে যাই হোক, আজ কিন্তু ইসরায়েলে বলুন বা অ্যামেরিকায় বলুন ইহুদি সম্প্রদায়ের মানুষরা সকলেই এই উৎসব উদযাপন করে থাকে৷ মোমবাতি জ্বালিয়ে, টেবিলে মজার মজার খাবার নিয়ে বসে আলোচনা চলে বর্তমান বিশ্বে কিভাবে নিজস্ব সংস্কৃতি রক্ষা করা যায় - তা নিয়ে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ