1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদিবিদ্বেষ কমাতে জার্মান প্রেসিডেন্টের উদ্যোগ

২ মে ২০১৮

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইহুদিবিদ্বেষ বেড়েছে৷ ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা রুখতে শিয়া মুসলমানদের নেতাদের সঙ্গে কথা বলেছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার৷ জানতে চেয়েছেন, নিজেদের সম্প্রদায়ে ইহুদিবিদ্বেষ কমাতে কী করছেন তাঁরা?

Bundespräsident Steinmeier trifft Schiiten
ছবি: picture-alliance/dpa/M.Kappeler

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ব্যাপকতা ফুটে উঠেছে বেশ কিছু ঘটনায়৷ কয়েকদিন আগে ইহুদিদের বিশেষ টুপি পরা দুই ব্যক্তির ওপর এক সিরীয় মুসলমানের হামলার ভিডিও সমালোচনার ঝড় তোলে৷ এর আগে গানের কথায় ইহুদিবিদ্বেষী বক্তব্য থাকায় সংগীত বিষয়ক একটি পুরস্কার প্রদানও বাতিল হয়েছে৷

ইহুদিবিদ্বেষ ক্রমাগত বেড়ে চলায় জার্মান সরকার উদ্বিগ্ন৷ প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার গত কিছুদিন ধরে সব ধর্মের নেতাদের সঙ্গে কথা বলছেন৷

ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট খ্রিষ্টানদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷ গির্জার যাজকদেরও সমাজে ইহুদিদের প্রতি সম্মান এবং সহানুভূতি বাড়ানোয় ভূমিকার রাখার অনুরোধ জানিয়েছেন৷ গত সপ্তাহে শিয়া মুসলমানদের নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করেছেন স্টাইনমায়ার৷ এ সব বৈঠকে একটাই অনুরাধ ছিল জার্মান প্রেসিডেন্টের, ‘‘ আপনারা ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখুন৷''

অবশেষে শিয়া মুসলমানদের সংগঠন শিয়াইট কনগ্রেগেশন ইন জার্মানি (আইজিএস)-এর সঙ্গেও বৈঠক হলো সোমবার৷ বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে আইজিএস-এর নেতাদের উদ্দেশ্যে স্টাইনমায়ার বলেন, ‘‘এমন নয় যে, ইহুদিবিদ্বেষের সমস্যা শুধু মুসলমানদের মাঝেই দেখা গেছে৷ তবে এটা ঠিক, এ প্রবণতা মুসলমানদের মাঝেই বেশি৷'' তারপর তিনি শিয়া নেতারা নিজেদের সম্প্রদায়ের মানুষদের মধ্যে অন্য  ধর্মের প্রতি সহিষ্ণুতা বাড়ানোর জন্য কী কী করছেন, তা জানতে চান৷ জানা গেছে, উপস্থিত শিয়া নেতারা তখন ধর্মীয় উগ্রতা কমাতে তাঁদের বেশ কিছু উদ্যোগ এবং পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্টকে৷ প্রায় ২ লক্ষ ৮০ হাজারের মতো শিয়া মুসলমান রয়েছে জার্মানিতে৷ মোট মুসলিম জনসংখ্যার প্রায় সাত ভাগ তাঁরা৷

এসিবি/ডিজি (কেএনএ, ডিপিএ, রয়টার্স)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ