1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব গায়িকা

১০ এপ্রিল ২০১২

ইসরায়েলে বসবাসরত সংখ্যালঘু আরব তরুণী জিতে নিলেন ইহুদি সংগীতের এক শীর্ষ পুরস্কার৷ এই সিদ্ধান্তের ফলে সমালোচনায় পড়েছে আয়োজকরা৷ তবে সমালোচকদেরকেও কড়া জবাব দিয়েছেন উপস্থাপক গোলান৷

Israeli Arab rappers, from right to left, DJ Charley Shaby, 25, Richy Shaby, 20, Wassim Akar, 22, and Mahmoud Shalaby, 20, record part of a chorus for a song at their home in the Israeli Arab town of Akko in northern Israel Tuesday, May 28, 2002. Rap music, born of inner-city poverty and the struggles of black Americans, has been adopted by youth around the world. For the increasingly embittered younger generation of Israel's Arabs, it has become a new weapon of sorts. (AP Photo/Elizabeth Dalziel)
ইসরায়েলে এমন আরব ব়্যাপারদের পর এবার এলেন নিসরেনছবি: AP

নিসরেন কাদের৷ ২৫ বছর বয়সি এই তরুণী ইসরায়েলি আরব৷ বসবাস করেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা'য়৷ এই আরবি নারীই জয় করেছেন ইসরায়েলের জনপ্রিয় একটি সংগীত প্রতিযোগিতা'র বিজয়ীর মুকুট৷

‘এইয়াল গোলান ইজ কলিং ইউ'- নামে গত ক'মাস আগে একটি সংগীত প্রতিযোগিতার আয়োজন করে ইসরায়েলি এক টিভি চ্যানেল৷

ইহুদিদের সংগীতের ঐতিহ্যবাহী ধারা ‘মিজরাহি' গানের প্রতিযোগিতার এই আসরটি প্রায় তিন মাস ধরে চলে৷ তার পর গত মার্চে চূড়ান্ত ফলাফলে শীর্ষ বিজয়ীর নাম হিসেবে উঠে আসে নিসরেন কাদের এর নাম৷

পুরস্কার অর্জনের পর বার্তা সংস্থা এপি-কে দেয়া সাক্ষাৎকারে নিসরেন বলেন,‘‘আমি ভীষণ আনন্দিত ও গর্বিত৷ কারণ আমি হলাম প্রথম আরব যে এই পুরস্কার অর্জন করেছে৷''

নিসরেন আরো বলেন, ‘‘আরব ও ইহুদিদের মাঝে ভীষণ দ্বন্দ্ব ভরা সম্পর্ক৷ তাই, আমার মতো একজন আরবি সংখ্যালঘুকে তারা শীর্ষ আসনের জন্য মনোনীত করবে, এটা আমি ভাবতেও পারি নি৷''

‘এইয়াল গোলান ইজ কলিং ইউ' এর উপস্থাপক এইয়াল গোলান-ও এপি-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘নিসরেন-কে বিজয়ী হিসেবে ঘোষণা করায় অনেকেই আমার সমালোচনা করছে৷ তাদের মতে, সংখ্যালঘু আরব নারী নিসরেনকে ইহুদিদের এতো বড় একটা পুরস্কার দেয়া উচিত হয় নি৷''

তবে, সমালোচকদের কথাকে মোটেই পাত্তা দেন নি গোলান৷ সবার মুখের উপর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘অসাধারণ গানের গলা, দরদমাখা সুর আর নিপুণ গায়কীর গুণে নিসরেন-ই এই আসরের সবার চেয়ে সেরা৷ তাই এ পুরস্কার একমাত্র তারই প্রাপ্য৷''

ইসরায়েল-ফিলিস্তিনি বা ইহুদি-আরব সম্পর্কের তিক্ত রাজনৈতিক দিককে সামনে এনে যারা সমালোচনা করছেন, তাদেরকেও কড়া জবাব দিয়েছেন উপস্থাপক গোলান৷ তিনি বলেছেন, ‘‘আমি এখানে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করছি না৷ ইহুদি হোক আর আরব-ই হোক, শেষ বিচারে আমার কাছে সে একজন শিল্পী-ই৷''

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ