1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদি সম্প্রদায়কে ‘উপহার' বললেন জার্মান প্রেসিডেন্ট

৩ ডিসেম্বর ২০১৮

ইহুদিদের আলোর উৎসব উদযাপনে যোগ দিয়ে প্রেসিডেন্ট স্টাইনমায়ার জার্মানিতে ইহুদি বিদ্বেষের কালো অধ্যায়কে স্মরণ করেন৷ আবারো কোনো কোনো পর্যায়ে এই বিদ্বেষ দেখা যাচ্ছে বলে এর নিন্দাও জানান তিনি৷

Deutschland - Chanukka-Leuchter am Brandenburger Tor
ছবি: picture alliance/dpa/G. Fischer

ইহুদিদের আলোর উৎসব হানুক্কাহ শুরু হয়েছে রোববার৷ সেদিন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও বার্লিনে ইহুদি সম্প্রদায়ের মেয়র রাব্বি ইয়েহুদা টাইশটাল ইউরোপের সবচেয়ে বড় মেনোরাহের মোমবাতিতে আগুন জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন৷ এই মেনোরাহটি ৩৩ ফুট উঁচু৷

ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এই অনুষ্ঠানে স্টাইনমায়ার এ সময় ৮০ বছর আগেকার গণহত্যার কথা স্মরণ করেন৷

তিনি জার্মানির ইহুদি সম্প্রদায়কে ধন্যবাদ দিয়ে বলেন, ‘‘এটা আমাদের জন্য একটা উপহার যে আপনারা ইতিহাসের ফাটল মেরামতে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন৷''

হানুক্কাহ অর্থ উৎসর্গ করা৷ মেনোরাহ হলো এক রকমের মন্দির, যার মোমবাতিগুলো সবসময় জ্বলে৷ বার্লিনে প্রতিবছর আটদিনব্যাপী হানুক্কাহ উৎসব হয়৷ এ বছর এ আলোর উৎসবটি হচ্ছে ব্রান্ডেনবুর্গ গেটে৷

উৎসবে স্টাইনমায়ার বলেন,নাৎসিদের ইহুদি নিধনের ইতিহাসের কারণে জার্মানদের এর দায়িত্ব নিতে হবে৷ ‘‘এই দায়িত্ব কখনো শেষ হবে না,'' বলেন তিনি৷

সম্প্রতি জার্মানির অতি ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র কয়েকজন সদস্য হলোকস্ট ও নাৎসিদের অপরাধের ব্যাপারে দেশটির সাধারণের প্রায়শ্চিত্তমূলক মানসিকতার সমালোচনা করেন৷

জার্মানি ও ইউরোপের বিভিন্ন এলাকায়, রাস্তায়, স্কুলে ও অনলাইনে ইহুদিবিদ্বেষী নানা বক্তব্য সম্প্রতি দেখা গেছে৷ স্টাইনমায়ার এসব কর্মকাণ্ডের নিন্দা জানান৷

এ বছর হানুক্কাহ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷

জেডএ/এসিবি (এএফপি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ