1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়াঙ্গুনে ছিটকে পড়ল বিমান

৮ মে ২০১৯

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় ছিটকে পড়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন৷

আহত এক নারী যাত্রীকে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরাছবি: Getty Images/AFP/M. K. Soe

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানটি ছিটকে পড়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ ‘বৈরি আবহাওয়ার কারণে' এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ৷

‘‘একজন পাইলট, একজন বিমানবালা এবং বাকি ১৭ জন যাত্রী কিছুটা আহত হয়েছেন,'' এএফপিকে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা৷ ‘‘বিমান বন্দরটির টার্মিনাল-৩ এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটেছে৷ সেখানকার কার্গো রানওয়েতে অবতরণ করছিল উড়োজাহাজটি৷''

বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকায় বিমানের বাংলাদেশ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহীনা আক্তার ৷

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিমানের ফ্লাইট বিজি ০৬০-এ মোট আরোহী ছিলেন ৩৩ জন৷

ছিটকে পড়া বিমানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে৷ বাংলাদেশ, মিয়ানমার, ক্যানাডা, চীন, ভারত, ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ৩১ জন যাত্রী ওই বিমানটিতে ছিলেন বলে এএফপির খবরে উল্লেখ করা হয়৷

আরো পড়ুন: হায় বিমান বাংলাদেশ!

বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেনি ইয়াঙ্গুন বিমান বন্দর কর্তৃপক্ষ৷ তবে তারা বলছে, প্রচুর বৃষ্টিপাতের কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' রানওয়ে বন্ধ রাখা হয়েছে৷ এছাড়া এই বিমানবন্দরে আসতে থাকা অন্য উড়োজাহাজগুলো নাইপিদোর দিকে ফেরত পাঠানো হয়েছে৷

এমবি/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ