1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়ানুকোভিচের বিরুদ্ধে পরোয়ানা

২৪ ফেব্রুয়ারি ২০১৪

সংসদে অভিসংশনের মাধ্যমে অপসারিত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রবিবারই কিয়েভ ছাড়েন৷ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ওলেকসান্ডার তুর্চিনভ৷ ইউক্রেনে নতুন নির্বাচন হবে আগামী ২৫শে মে৷

Ukraine Viktor Janukowitsch Porträt ARCHIV
ছবি: picture-alliance/dpa

গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ অবশেষে স্তিমিত হয়েছে৷ ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যস্থতায় ইউক্রেন সরকার এবং বিরোধীদের মধ্যে সমঝোতা হওয়ার পর, সংসদে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে অভিসংশন প্রস্তাব উত্থাপন করা হয়৷ প্রস্তাবটি পাশ হলে ইয়ানুকোভিচ রাজধানী কিয়েভ ছেড়ে দেশের পূর্বাঞ্চলের দিকে চলে যান৷ সেখান থেকে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন বলেও বার্তাসংস্থাগুলো জানিয়েছে৷ তবে সীমান্তরক্ষীদের বাধার মুখে তাঁর সে চেষ্টা ব্যর্থ হয়৷ বার্তা সংস্থা ডিপিএ-র দেয়া খবর অনুযায়ী, ইউক্রেন পুলিশ সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷

এদিকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ওলেকসান্ডার তুর্চিনভ৷ তবে সরকার গঠনের আগেই দেশের অর্থনৈতিক সংকট নিরসনেরও উদ্যোগ নিতে হচ্ছে৷ দীর্ঘ রাজনৈতিক সংকটের কারণে দেখা দেওয়া অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার উপায় খুঁজতে সংসদে বিশেষ অধিবেশন বসেছে৷ ইইউ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে৷ ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন সোমবার ইউক্রেন সফরে আসছেন৷ তাঁর এ সফরের উদ্দেশ্যও, পূর্ব ইউরোপের সংকটপূর্ণ দেশটিকে অর্থনৈতিক সহায়তা দেয়ার বিষয় নিয়ে আলোচনা করা৷

রবিবার ইউক্রনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তুর্চিনভ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ এ সময় ম্যার্কেল ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের আস্থাভাজন এবং আঞ্চলিক সুসম্পর্ক স্থাপনে সক্ষম সরকার গঠনের ওপর জোর দেন৷

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি অথবা রাশিয়ার নেতৃত্বে শুল্ক ইউনিয়ন – এই দুই বিকল্পের মধ্যে রাশিয়ার প্রস্তাবে সম্মতি দিয়ে গত নভেম্বরে সংকটে পড়েছিল ইউক্রেন সরকার৷ সরকারের এ সিদ্ধান্তে প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা৷ লাগাতার বিক্ষৈাভের মুখে একে একে ভেঙে পড়ে সরকারের সব প্রতিরোধ৷ বিক্ষোভ থামাতে গত সপ্তাহে ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে হামলা চালায় পুলিশ৷ হামলায় এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷

এসিবি/ডিজি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ