1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়াবা পাচারে নতুন রুট, নতুন কৌশল

৫ এপ্রিল ২০১৯

বাংলাদেশ ইয়াবাবিরোধী অভিযান ও ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমপর্ণের পরও ইয়াবা পাচার থামছে না৷ বরং ইয়াবা পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে, বাহক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে৷

ছবি: picture-alliance/epa/Barbara Walton

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে হেলিকপ্টারে করে ইয়াবা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এ নিয়ে ছয়টি বেসরকারি হেলিকপ্টার সার্ভিসের মালিকদের সঙ্গে বৈঠকও করেছেন৷ গঠন করা হয়েছে তদন্ত কমিটি৷ আর অভ্যন্তরীণ বিমান পরিবহনের যাত্রীদের এই সন্দেহের বাইরে রাখা হয়নি৷ এজন্য নজরদারি ও নিরাপত্তা স্ক্যানিং আরো নিবিড় করতে বলা হয়েছে৷ বেসরকারি হেলিকপ্টার গুলোকে উড্ডয়নের ৬ ঘণ্টা আগে সিভিল এভিয়েশনের অনুমতি নিতে হয়৷ দেখা গেছে তারা এই অনুমতি নেয়না৷ যাত্রীদেরও তেমন নিরাপত্তা তল্লাশি করা হয়না৷ এই দুটোই আইন অনুযায়ী কড়াকড়ি করতে বলা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ৩ এপ্রিল সংবাদমাধ্যমকে জানান যে হেলিকপ্টারে এবং উড়োজাহাজের যাত্রীদের মাধ্যমে মাদক, বিশেষ করে ইয়াবা পাচারের গোয়েন্দা তথ্য আছে৷ হেলিকপ্টারের যাত্রীদের যথাযথ স্ক্যানিং না করায় তারা এই সুযোগ নিচ্ছে৷

‘ইয়াবার মূল ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে’

This browser does not support the audio element.

ইয়াবা পাচারের আরো কৌশল

এদিকে গত ২৯ মার্চ কক্সবাজারের টেকনাফে ১৩ রোহিঙ্গার পেটের ভেতর থেকে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ টেকনাফ সীমান্ত অতিক্রম করা ২৩ রোহিঙ্গাসহ ২৬ জনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর৷ এক্সরে করে এদের মধ্যে ১৩ রোহিঙ্গার পেটে ইয়াবা নিশ্চিত হওয়া যায়৷ তাদের প্রত্যেকের পেটে ৩ হাজার পিসেরও বেশি ইয়াবা পাওয়া যায়৷

আর ৩ এপ্রিল দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মেডিকেল কলেজ মর্গে এক নারীর লাশের ময়নাতদন্ত করতে গিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়৷ ৪০ বছর বয়সি ওই নারীর পরিচয় পাওয়া যায়নি৷ কে বা কারা হাসপাতালে তার লাশ রেখে যায়৷ একদিন আগে সন্ধ্যার দিকে দুজন লোক এই নারীকে হৃদরোগ ইস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করলে ওই দুজন অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা বলে বেরিয়ে গিয়ে আর ফেরেনি৷ ওই নারীর পেটে মোট ৫৭ প্যাকেট ইয়াবা পাওয়া যায়৷

এর আগে কক্সবাজারে মাছের পেটে করেও ইয়াবা পাচারের ঘটনা ঘটেছে৷ আর ডাব, কাঠাল, তরমুজসহ নানা ফলের মধ্যেও ইয়াবা পাচার হচ্ছে৷

‘টেকনাফে ২ লাখ মানুষ তার মধ্যে ৮০ ভাগ ইয়াবা ব্যবসায় জড়িত’

This browser does not support the audio element.

থামছেনা ইয়াবা

শুক্রবার ভোর রাতেও কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা৷ ভোররাত চারটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ফাইসাখালী ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার মোরাপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়৷ তবে কেউ আটক হয়নি৷

গত বছরের মে মাস থেকে বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু হয়৷ এপর্যন্ত এই অভিযানে শুধু কক্সবাজার এলাকায়ই ‘বন্দুকযুদ্ধে' ৬৩ জন নিহত হয়েছেন৷ এই পরিস্থিতিতে গত ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারে ১০২ জন মাদক পাচারকারী আত্মসমর্পণ করেন৷ কিন্তু তারপরও থামছেনা ইয়ারা পাচার ও ইয়াবা কারবার৷

আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, শুধু ফেব্রুয়ারি মাসেই কক্সবাজারে ১১ লাখ ২০ হাজার ২৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে৷ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ৩১৩ জনকে গ্রেপ্তার এবং ১৫৫টি মামলা করা হয়েছে৷ মার্চ মাসেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি৷ মার্চে শুধু টেকনাফের সীমান্ত এলাকা থেকে ১১ লাখ ৭৩ হাজার ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি৷

কেন থামছেনা ইয়াবা পাচার

কক্সবাজারের সাংবাদিক আব্দুল আজিজ ডয়চে ভেলেকে জানান, ‘‘মাদকবিরোধী অভিযানে কোনো ইয়বা গডফাদার বা মূল ব্যবসায়ীদের কেউ গ্রেপ্তার হয়নি৷ আর যারা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে গডফাদাররা নেই৷ তারা মূলত ক্যারিয়ার৷ ফলে ইয়াবার মূল ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে৷ তারা রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে বলতে গেলে প্রকাশ্যেই আছে৷ ফলে ক্যারিয়ার হিসেবে নতুন অনেক লোক যুক্ত হয়েছে৷ কৌশলে পরিবর্তন হয়েছে, রুট বদলেছে৷''

‘ইয়াবা তারা পেটে পরিবহণ করে’

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘নাফ নদী এবং সমুদ্রপথে ইয়াবা ঢুকছে কক্সবাজারে৷ আর এখন উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ইয়াবা বহনে৷ ইয়াবা কারবার এবং পাচার একটুও কমেনি৷ আজকেও (শুক্রবার) কক্সবাজারে দেড়লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে৷''

কক্সবাজরের একটি স্থানীয় সূত্র জানায়, ‘‘মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীদের একাংশ এখন আর কক্সবাজারকে মধ্যবর্তী এলাকা হিসেবে ব্যবহার করছেনা৷ তারা তাদের যোগাযোগের মাধ্যমে সরাসরি ঢাকা বা উত্তরবঙ্গে ইয়াবা পাঠাচ্ছে৷ আর যারা প্রথমে কক্সবাজারে নিয়ে আসে তারা রোহিঙ্গাদের শিবিরগুলো ইয়াবা মজুদ রাখার জায়গা হিসেবে ব্যবহার করছে৷ স্থানীয় ব্যবসায়ীরা রোহিঙ্গাদের নিরাপদ মনে করে তাই এখন তাদের এই অবৈধ মাদক ব্যবসায় ব্যবহার করা হচ্ছে৷''

রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বেই আটক ১৩ রোহিঙ্গার পেট থেকে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘ওই ১৩ জন রোহিঙ্গা এর আগে কখনো বাংলাদেশে আসেননি৷ এবারই তারা প্রথম পেটের মধ্যে করে ইয়াবা নিয়ে কক্সবাজারে আসে৷ তবে তাদের সঙ্গে বাংলাদেশে থাকা দুজন রোহিঙ্গাও ছিল৷ ছিল স্থানীয় লোক৷ ফলে এটা স্পষ্ট যে ওই ১৩ রোহিঙ্গাকে তারা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করেছে৷ মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের দিয়ে এখন ব্যবসায়ীরা সরাসরি ইয়াবা পাচার করছে বাংলাদেশে৷''

তিনি বলেন, ‘‘রোহিঙ্গা ক্যাম্পগুলোকে এখন ইয়াবা মজুদের কাজে লাগানো হচ্ছে৷ কিন্তু ক্যাম্পে অনেক লোকজন থাকে, সেনসেটিভ এরিয়া, তাই চাইলেই আমরা ক্যাম্পে অভিযান সবসময় চালাতে পারিনা৷ আর অনেক লোক থাকায় তারা টের পেয়ে যায়৷ তারপরও আমরা টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারীসহ কয়েকজন রোহিঙ্গাকে ইয়রাবাসহ আটক করেছি৷''

সোমেন মন্ডল বলেন, ‘‘রোহিঙ্গাদের কক্সবাজার থেকে দেশের অন্য এলাকায় ইয়াবা পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে৷ তারা ক্যাম্পে বসেই ইয়াবা পেটের ভেতর ঢুকায়৷ একজন দুই থেকে আড়াই হাজার পিস ইয়াবা পেটে ঢুকাতে পারে৷ তাদের আসলে ব্যবহার করা হচ্ছে৷ এর পেছনে এখানকার ইয়াবা ব্যবসায়ীরা আছে৷''

তিনি জানান, ‘‘আমরা যেসব রোহিঙ্গাদের আটক করি তাদের জিজ্ঞাসা করে মূল ব্যবসায়ীদের নাম জানতে পারিনা৷ আসলে ওরাও জানেনা৷ ওরা কাজ করে কোড বা সংকেতের ওপর৷''

হেলিকপ্টার ও বিমানে করে ইয়াবা পাচার প্রসঙ্গে সোমেন মন্ডল বলেন, ‘‘আমাদের কাছে হেলিকপ্টার ও বিমানে করে ইয়াবা পাচারের গোয়েন্দা তথ্য আছে৷ আমরা এর আগে কয়েকদফায় আটকও করেছি৷ তবে এটা যাত্রীরা যেখানে নামে সেখান থেকে ধরা সহজ৷ কারণ ইয়াবা তারা পেটে পরিবহণ করে৷ তাই নিশ্চিত না হয়ে আটক করা যায়না৷ আর নিশ্চিত হওয়ার পথ হল এক্স-রে করা৷ এখন আমরা যদি এখান (কক্সবাজার) থেকে আটক করি তারপর যদি এক্সরেতে না পাওয়া যায় তাহলে যাত্রীর টিকেট ও যাত্রা দু'টিই বাতিলের ক্ষতিপূরণ চাইতে পারেন তিনি৷''

চাহিদা কমেনি, চাই সামাজিক আন্দোলন

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা অনেক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছি৷ কিন্তু আরো অনেক বাইরে রয়ে গেছেন৷ অনেক ইয়াবা ব্যবসায়ী আছে যাদের মানুষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে জানেনা৷ ধরেন টেকনাফে ২ লাখ মানুষ তার মধ্যে ৮০ ভাগ কোনো না কোনোভাবে ইয়াবা ব্যবসায় জড়িত৷ এত বিপূল সংখ্যক লোককেতো আইনের আওতায় আনা কঠিন৷ আমরা দেখেছি অনেকেই জানতেন না যে এটা ইয়াবা৷ তারা মাল (পণ্য) নিয়ে আসতেন৷ মাল সরবরাহ করতেন, জানতেন না ইয়াবা৷ এখন তারা জানছেন৷''

তিনি বলেন, ‘‘যারা এখনো বাইরে আছে তারা কৌশল পরিবর্তন করছে, রুট পরিবর্তন করছে৷ আর নতুন লোকজনকে যুক্ত করছে৷ তারপরও ইয়াবা পাচার অনেক কমেছে, বন্ধ হয়নি সত্য৷''

এই পুলিশ কর্মকর্তার মতে, ‘‘এর আরেকটা দিক হচ্ছে চাহিদা৷ ইয়াবার চাহিদাতো কমেনি৷ সারাদেশেই আছে৷ ফলে ইয়াবা চোরাকারবারিরা তাদের ব্যবসার নতুন পথ খুঁজে নিচ্ছে৷ এটা বন্ধ করতে হলে প্রয়াজন সামাজিক আন্দোলন৷ মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন দরকার, আমরা সেটাও গড়ে তোলার চেষ্টা করছি৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ