সাড়ে তিন ঘণ্টা ধরে চলল ইয়াসের তাণ্ডব। বিপর্যস্ত ওড়িশার বালেশ্বর। এখানেই আছড়ে পড়েছিল ইয়াস।
বিজ্ঞাপন
সকাল সওয়া নয়টা। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল ওড়িশার বালেশ্বরে। শুরু হলো প্রায় ১৫৫ কিলোমিটার বেগে ঝড়। ভিডিওতে দেখা গেছে, সেই ঝড়ের তাণ্ডব। মুহূর্তের মধ্যে গাছের সব ডালপালা উড়ে চলে গেল। মনে হলো, কেউ যেন মুড়িয়ে দিল গাছটাকে। কাঁচা বাড়ি ভেঙে পড়ল। সঙ্গে প্রবল বৃষ্টি।
কিছুক্ষণের মধ্যেই বালেশ্বর শহরের রাস্তায় কোমর সমান জল দাঁড়িয়ে গেল। গাছ চাপা পড়ে একটি বছর ছয়েকের বাচ্চা মারা গেছে। বালেশ্বরের ভিতরের সব রাস্তা গাছ পড়ে বন্ধ। বাইরে যাওয়ার সড়কও গাছ পড়ে বন্ধ। রাস্তার দুই পাশে মাঠঘাট সব জলে ভরা। কাঁচা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
ইয়াসের দাপট, সমুদ্রের জল শহরে
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ভেসে গিয়েছে ইয়াসের দাপটে। সমুদ্রের জলে ভাসছে দিঘা। সুন্দরবনও ক্ষতিগ্রস্ত।
ছবি: Bitan Chattopadhyay
উত্তাল সমুদ্র
মঙ্গলবার বিকেল থেকেই উত্তাল সমুদ্র। বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের দিঘায় সমুদ্রের জল শহরে ঢুকে পড়ে।
ছবি: Rupak De Chowdhuri/REUTERS
মন্দারমণি, তাজপুরেও জল
সমুদ্রের জলে ভাসছে মন্দারমণি, তাজপুরও। শহর থেকেও সাধারণ মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
ছবি: Ahmer Jawed/REUTERS
২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনো পর্যন্ত মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবি: Rupak De Chowdhuri/REUTERS
ভাসছে সুন্দরবন
একদিকে ঝড়, অন্যদিকে ভরা কোটাল, বাঁধ ভেঙে নোনা জল ঢুকতে শুরু করেছে সুন্দরবনের গ্রামগুলিতে।
ছবি: Dibayangshu Sarkar/AFP/Getty Images
কলকাতায় বৃষ্টি
বুধবার সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে কলকাতায়। গঙ্গাও উত্তাল।
ছবি: Bitan Chattopadhyay
নেমেছে সেনা
কলকাতা থেকে বিভিন্ন জেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনা। বেহালায় দুই কোম্পানি সেনা রাস্তায় অপেক্ষা করছে।
ছবি: Rupak De Chowdhuri/REUTERS
ভাঙছে গাছ
বিভিন্ন জেলা থেকে গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তিন ঘণ্টা ধরে ঝড়ের ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্ব মেদিনীপুরের একাধিক শহর এ ভাবেই জলমগ্ন। সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয় শিবিরে।
ছবি: Bitan Chattopadhyay
8 ছবি1 | 8
অনেক বাড়ির চাল উড়ে গেছে। সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলেছে। বালেশ্বর, ধামড়া, ভদ্রক সহ ওড়িশার বিস্তীর্ণ এলাকা ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছে। জগতসিংপুরেও ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।