1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে নতুন প্রেসিডেন্ট

২৫ ফেব্রুয়ারি ২০১২

ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি৷ আগামী দুই বছর রাজনৈতিক সংস্কারে নেতৃত্ব দেবেন তিনি৷ এদিকে শপথের কয়েক ঘন্টা পরই দক্ষিণাঞ্চলে আত্মঘাতী হামলা চালালো আল কায়েদা৷

ALTERNATIVER AUSSCHNITT Yemen's newly elected Abd-Rabbu Mansour Hadi waves as he arrives to take the oath in parliament in Sanaa February 25, 2012. Hadi took the constitutional oath to become Yemen's new president on Saturday, formally removing Ali Abdullah Saleh from power after a year of protests that paralysed the impoverished Arabian Peninsular country. REUTERS/Khaled Abdullah (YEMEN - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

ইয়েমেনে দীর্ঘ ৩৩ বছরের সালেহ অধ্যায়ের অবসান ঘটলো৷ প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বক্তব্য রাখেন মানসুর হাদি৷ তিনি তার উদ্বোধনী ভাষণে ইয়েমেনের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার কথা বলেছেন৷ এছাড়া বলেছেন, গত কয়েক মাস ধরে দেশটিতে যে সঙ্কট চলে আসছে তার ফলে বহু মানুষ দেশছাড়া হয়েছে৷ তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে৷ তবে নতুন প্রেসিডেন্ট মানসুর হাদি তাঁর এক নম্বর কাজ হিসেবে ঠিক করেছেন আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াকে৷ তিনি বলেন, আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ আমাদের জাতীয় এবং ধর্মীয় দায়িত্ব৷

তার এই বক্তব্যের পরই ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হলো৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল কায়েদা ইতিমধ্যে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের হাদরামাউত এলাকার প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ নিহতদের অনেকেই রিপাবলিকান গার্ড এর সদস্য বলে জানা গেছে৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, আল কায়েদা ক্রমেই ইয়েমেনে শক্ত ঘাঁটি গেড়ে বসছে৷ তবে আল কায়েদার বাইরেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে নতুন প্রেসিডেন্টের জন্য৷ যেমন ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিদ্রোহ দমন, শিয়া-সুন্নি বিভেদ দূর করা৷

ইয়েমেনের সংসদছবি: Reuters

আরব জাহানে পুনর্জাগরণ শুরু হওয়ার পর এই নিয়ে চারটি দেশে ক্ষমতার পালাবদল ঘটলো৷ এর আগে তিউনিশিয়া ও মিশরে গণঅভ্যুত্থান এবং লিবিয়াতে সশস্ত্র গৃহযুদ্ধ ঘটলেও ইয়েমেনে এই পালাবদল হয়েছে ভিন্নভাবে৷ এখানে সৌদি আরবের মধ্যস্থতায় ক্ষমতা ছাড়তে রাজি হন সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ, যদিও তাঁরও বিরুদ্ধে প্রবল গণআন্দোলন চলছিলো৷ এছাড়া যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘও সালেহ-র নিরাপদ বিদায় নিশ্চিত করতে সহায়তা করে৷ তাই স্বাভাবিকভাবে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে তারা৷ ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি জামাল বেনোমার বলেছেন, এখন সময় ঐকমত্য এবং পুনর্গঠনের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ