1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে আরব জোটের বিমান হামলা চলছে

৩০ মার্চ ২০১৫

ইয়েমেনে পঞ্চম দিনের মতো চলছে সৌদি আরব ও তাদের মিত্র আরব দেশগুলোর সমন্বিত বিমান হামলা৷ হুতি বিদ্রোহীদের রুখতে এ হামলা চালানো হচ্ছে৷ হুতিদের হামলার মুখে প্রেসিডেন্ট দেশ ছাড়তে বাধ্য হন৷ তারপরই শুরু হয় বিমান হামলা৷

Kämpfe im Jemen
ছবি: picture-alliance/dpa/Yahya Arhab

সোমবার সকাল থেকে আবার ইয়েমেনের রাজধানী সানায় শুরু হয় সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোর বিমান হামলা৷ পাঁচ দিন ধরে চলছে এ হামলা৷ আরব জোট বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি ও তাঁর সরকারকে ক্ষমতায় ফেরানো এবং হুতি বিদ্রোহীদের বিতাড়িত করাই এ হামলার লক্ষ্য৷ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে বলেও জানিয়েছে তারা৷

রাজধানী সানাসহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চলই এখন শিয়া হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা সদস্যদের বড় একটি অংশও তাদের হয়ে লড়ছে৷ হামলার মুখে দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেন ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্ট হাদি৷ সেখান থেকে তিনি আরব লিগ সম্মেলনে যোগ দিয়েছেন৷

মিশরে অনুষ্ঠানরত এ সম্মেলনে হাদি বলেন, শিয়া অধ্যুষিত দেশ ইরানের মদতেই হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে৷ ইরান সরকার এবং হুতিরা অবশ্য শুরু থেকেই এই যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছে৷

হুতি বিদ্রোহী এবং তাদের সমর্থকদের বিক্ষোভ মিছিলছবি: GettyImages/STR/AFP

আরব লিগ সম্মেলনের প্রথম দু-দিনের মতো সোমবারের আলোচনাতেও বেশি গুরুত্ব পেয়েছে ইয়েমেন প্রসঙ্গ৷ আরব অঞ্চলের সংকট মোকাবেলার জন্য একটি যৌথ বাহিনী গঠনেও একমত হয়েছে ২২টি দেশের এই আঞ্চলিক জোট৷ তবে যৌথ বাহিনীতে আরব লিগের কয়টি সদস্য দেশের প্রতিনিধিত্ব থাকবে তা এখনো জানা যায়নি৷

২০১২ সালে প্রচণ্ড বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইয়েমেনের তখনকার প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ৷ তিনি ক্ষমতা ছাড়লেও দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই মুসলিম প্রধান দেশটিতে শান্তি ফেরেনি৷ বরং নির্বাচিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি হুতি বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছাড়ার পর সংকট আরো ঘনীভূত হয়েছে৷

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনি ও রবিবারের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছে৷ অনেক বিদেশি আটকা পড়েছেন ইয়েমেনে৷ ভারত এবং চীন তাদের আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে৷ সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, বাংলাদেশের বেশ কিছু নাগরিকও আতঙ্কে দিন কাটাচ্ছেন ইয়েমেনে৷ তাঁদের মধ্যে দু-জন দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার মাধ্যমে তাঁদের উদ্ধারকল্পে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ