ইয়েমেনের ১ কোটি ৪০ লাখ মানুষ খুব শিগগিরই ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা৷ গৃহযুদ্ধের কারণে দেশটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে৷
বিজ্ঞাপন
জাতিসংঘের ত্রাণবিভাগের প্রধান মার্ক লোকক জানিয়েছেন, ইয়েমেনের জনসংখ্যার অর্ধেক দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে এবং তাঁদের আর কিছুদিন পর পুরোপুরি ত্রাণের উপর নির্ভর করতে হবে৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ‘‘ইয়েমেনের বর্তমান পরিস্থিতি থেকে এটা পরিষ্কার যে, দেশটিতে দুর্ভিক্ষ আসন্ন এবং এ ধরনের কাজে আমরা যারা নিয়োজিত আছি, তারা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি৷'' এ সময় তিনি হোদাইদাহ বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ করতে না দেয়ার সমালোচনা করে বলেন, স্থানীয় রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন করছে৷ ইয়েমেনের ৯০ শতাংশ খাবার আমদানি করতে হয়৷
গত ২০ বছরে জাতিসংঘ মাত্র দু'বার দুর্ভিক্ষ ঘোষণা করেছিল৷ ২০১১ সালে সোমালিয়ায় এবং গত বছর দক্ষিণ সুদানে৷ লোকক বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওই দুই দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ হবে৷
আরব বসন্তের সময় থেকেইয়েমেনে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে৷২০১৪ সাল থেকে পরিস্থিতির আরো অবনতি হয়েছে৷ সে বছর হুতি বিদ্রোহীরা রাজধানী সানা'র নিয়ন্ত্রণ নেয়৷ ২০১৫ সালে সৌদি আরব শিয়া বিদ্রোহীদের দমনে সামরিক হামলা শুরু করে৷ তখন থেকে এ পর্যন্ত হামলায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, লাখো মানুষ গৃহহীন হয়েছে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
অন্তত হাসতে পারছে মেয়েটি
বয়স তার ১৮৷ কিন্তু ওজন মাত্র ১৬ কেজি৷ তাও গত দেড় মাসের চিকিৎসায় ওজন পাঁচ কেজি বেড়েছে বলে৷ ছবিঘরে থাকছে সাঈদা আহমেদ বাঘিলির কথা৷
ছবি: Reuters/K. Abdullah
অবশেষে মুখে হাসি
গত অক্টোবরে সাঈদা আহমেদ বাঘিলিকে যখন ইয়েমেনের হোডাইডা শহরের আল থাওরা হাসপাতালে ভর্তি করা হয় তখন ১৮ বছরের মেয়েটির ওজন ছিল মাত্র ১১ কেজি৷ সহজে চোখ খোলা রাখতে পারত না সে৷ দাঁড়াতেও পারত না৷ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা শেষে এখন অন্তত সে হাসতে পারছে৷
ছবি: Reuters/A. Zeyad
তবে ঐটুকুই
হ্যাঁ৷ সে যে হাসতে পারছে সেটুকুই উন্নতি বলা হয়৷ কারণ এখনও তার শরীর বেশ খারাপ৷ হাড়গোড়ের অবস্থাও ভঙ্গুর৷ অবস্থা যে কোনোদিন স্বাভাবিক হতে পারে, সে আশা করছেন না ডাক্তাররা৷
ছবি: Reuters/A. Zeyad
আগে যেমন ছিল
প্রথম দু’টি ছবি আর ‘ক্যাপশন’ পড়ার পর যাঁরা বাঘিলি আগে দেখতে কেমন ছিল জানতে চান তাদের জন্য এই ছবি৷ অক্টোবরে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখনকার ছবি এটি৷
ছবি: Reuters/A. Zeyad
শুরু পাঁচ বছর আগে
পাঁচ বছর আগে প্রথম বাঘিলির মধ্যে পুষ্টিহীনতার লক্ষণ দেখা দেয়৷ গলায় ব্যথার কারণে সে শক্তি কিছু খেতে পারে না৷ ফলে শুধু তরল জাতীয় খাবার খেতে হচ্ছে তাকে৷
ছবি: Reuters/A. Zeyad
গৃহযুদ্ধ সমস্যা বাড়িয়েছে
ইয়েমেনে গত প্রায় ১৯ মাস ধরে গৃহযুদ্ধ চলছে৷ সৌদি নেতৃত্বাধীন আরব জোট ও ইরানের সমর্থনপুষ্ট হুতি মুভমেন্টের সদস্যদের মধ্যে এই যুদ্ধ চলছে৷ এমন পরিস্থিতিতে বাঘিলির অভিভাবকরা পর্যাপ্ত অর্থ আয় করতে পারেননি বলে এই সময়টায় তাঁর চিকিৎসা করা সম্ভব হয়নি৷ ছবিতে বাঘিলির বাবাকে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/K. Abdullah
অবশেষে
বাঘিলির খালা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কয়েকজন দানশীল ব্যক্তি অর্থ সহায়তা দেয়ায় বাঘিলিকে ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়৷ ছবিটি সেই সময় তোলা৷
ছবি: Reuters/A. Zeyad
আগের কথা
অসুস্থ হওয়ার আগে ভেড়া পালতো বাঘিলি৷ হোডাইডা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি গ্রামে তারা বাস করে৷
ছবি: Reuters/K. Abdullah
খাদ্য সংকট
জাতিসংঘ বলছে, গৃহযুদ্ধের কারণে ইয়েমেনে দুর্ভিক্ষ শুরু হতে পারে৷ বর্তমানে দেশটির অর্ধেকেরও (১৪ মিলিয়ন) বেশি নাগরিক খাদ্য সংকটে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি৷
ছবি: picture-alliance/dpa/EPA/Yahya Arhab
অপুষ্টি
ইউনিসেফ-এর হিসেবে সে দেশের প্রায় ১৫ লক্ষ শিশু এখন অপুষ্টিতে ভুগছে৷ এর মধ্যে তিন লক্ষ ৭০ হাজার শিশুর মধ্যে অপুষ্টির মাত্রা এত বেশি, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল করে দিচ্ছে৷
ছবি: Getty Images/B. Stirton
প্রাণহানি
গৃহযুদ্ধের কারণে ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে৷ অবশ্য জাতিসংঘের হিসেবে সংখ্যাটি সাত হাজারের কাছাকাছি৷