1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েস ব্যাংক সংকট, ধস ভারতীয় অর্থনীতিতে

৯ মার্চ ২০২০

ইয়েস ব্যাংক সংকট ক্রমশ বড় আকার নিচ্ছে৷ শেয়ার বাজারে ধস নেমেছে৷ প্রশ্ন উঠছে সরকার ও রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে৷ শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷

ছবি: Getty Images/AFP/P. Paranjpe

ভারতে ইয়েস ব্যাংকের সংকট এবার ছায়াপাত করছে দেশের অর্থনীতিতে৷ যার প্রভাবেই শেয়ার বাজারে ধস নেমেছে বলে দাবি বিশেষজ্ঞদের৷ কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা৷

ইয়েস ব্যাংকের ঋণখেলাপির সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে তা প্রবল লোকসানে চলে যায়৷ সংকটাপন্ন হয়ে যখন ডুবে যাওয়ার মুখে, তখন রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করে৷ তারা স্টেট ব্যাংককে বলে ৪৯ শতাংশ শেয়ার কিনে নিতে৷স্টেট ব্যাংকের নেতৃত্বে কয়েকটি ব্যাংক মিলে এখন বিনিয়োগকারীর খোঁজ করছে৷ তাদের হিসাব ২০ হাজার কোটি টাকা পেলে ব্যাংকটি চালানো যাবে৷

এদিকে ইয়েস ব্যাংকের প্রধান রানা কাপুরকে গ্রেফতার করা হয়েছে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বস্ত করেছেন যে, বিনিয়োগকারীদের টাকা মার যাবে না৷ কিন্তু সব মিলিয়ে ব্যাংকের আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক দেখা দিয়েছে৷

ইয়েস ব্যাংকের এই অবস্থা এবং তাতে সরকারের ভূমিকা, রিজার্ভ ব্যাংকের মনোভাব নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে৷ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের বিজনেস এডিটর জয়ন্ত রায়চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘রিজার্ভ ব্যাংক ২০১৭ থেকে জানত, ইয়েস ব্যাংকে সব কিছু ঠিক চলছে না৷ তারা প্রচুর উচ্চ ঝুঁকিসম্পন্ন ঋণ দিয়েছে৷ অনেক কোম্পানি ঋণ পরিশোধ করছে না৷ তারপর দুই বছর তারা কেন চোখ বন্ধ করে বসে রইল? এখন ব্যাংক যখন ডুবে যেতে বসেছে, তখন তারা স্টেট ব্যাংককে ৪৯ শতাংশ শেয়ার কিনতে বলল৷ অন্য দেশে কী হয়, সরকারি তহবিল থেকে এই ধরনের সংস্থাকে বাঁচাতে টাকা দেওয়া হয়৷ কিন্তু ভারতে ব্যাংকের আমানতকারীদের টাকায় ইয়েস ব্যাংককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে৷ এতে স্টেট ব্যাংকের ওপর চাপ বাড়বে৷’’

শুধু তাই নয়, প্রশ্ন উঠছে, ইয়েস ব্যাংকের এনপিএ বা ঋণ নেওয়ার পরেও তা পরিশোধ না করা নিয়ে৷ প্রবীণ সাংবাদিক জোসেফের প্রশ্ন, ‘‘যারা ঋণখেলাপি, তাদের ওপর কেন চাপ দেওয়া হচ্ছে না, অবিলম্বে টাকা ফেরত দেওয়ার জন্য? তাহলে তো স্টেট ব্যাংকের ওপর এই চাপ আসত না৷’’

ঋণখেলাপিদের সম্পূর্ণ তালিকা এর আগে বারবার দাবি করা সত্ত্বেও সরকার দেয়নি৷ ফলে কারা ঋণ নিয়ে তা সরকারি ও ইয়েস ব্যাংককে শোধ করেনি, তার পুরো তালিকা জানা সম্ভব নয়৷ তবে ইয়েস ব্যাঙ্ক কিছু নাম বলেছে৷ বিভিন্ন সূত্র কিছু নাম জানাচ্ছে৷ তাতে দেখা যাচ্ছে, এই তালিকায় দেশের প্রচুর বড় শিল্পপতির সংস্থা আছে৷ এই প্রশ্নও উঠছে, সংকটের ঘোষণার একদিন আগে বেশ কিছু সংগঠন কী করে ইয়েস ব্যাংক থেকে পুরো টাকা তুলে নিল?

কংগ্রেসের অভিযোগ, ইয়েস ব্যাংকে এনপিএর সংকট শুরু হয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে৷ তারপরই ব্যাংকের অবস্থা খারাপ হতে শুরু করে৷ কিন্তু বিজেপি সেসব মানতে চায় না৷ তারা প্রশ্ন তুলে দিয়েছে ইয়েস ব্যাংকের প্রধান রানা কাপুরকে প্রিয়াঙ্কা গান্ধীর একটি ছবি বিক্রি করা নিয়ে৷ রাজীব গান্ধীর সংগ্রহে থাকা এম এফ হুসেনের একটি ছবি প্রিয়াঙ্কা ২ কোটি টাকায় রানা কাপুরকে বিক্রি করেছিলেন৷ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় টুইট করে অভিযোগ করেছেন, দেশে কোনও আর্থিক কেলেঙ্কারি হলে তার সঙ্গে গান্ধী পরিবারের নাম কেন জড়িয়ে যায়? সোনিয়া গান্ধীর বিমানের টিকিট আপগ্রেড করে দিতেন মালিয়া, মনমোহন সিং ও চিদম্বরমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ মালিয়া পলাতক৷ রাহুল গান্ধী তো নীরব মোদীর শো রুমের উদ্বোধন করেছিলেন৷ তিনি ব্যাংকের ঋণ ফেরত দেননি৷ রানা আবার প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে ছবি কিনেছিলেন৷

কংগ্রেস জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী দশ বছর আগে ছবি বিক্রি করেছিলেন, সেই তথ্য তিনি আয়কর রিটার্নেও উল্লেখ করেছেন৷ তার সঙ্গে এখন ২ লাখ কোটি টাকার এনপিএ নিয়ে ব্যাংকের ডুবতে বসার কী সম্পর্ক? বিজেপি লোকের নজর ঘোরাবার জন্য এই কাজ করছে৷ পুরো এনপিএ হয়েছে নরেন্দ্র মোদীর আমলে৷ তাঁকে এর জবাব দিতে হবে৷

জিএইচ/এসজি (পিটিআই,এএনআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ