1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ই-রিডার এর জমজমাট বাজার, যোগ দিচ্ছে অ্যাপলও

৯ অক্টোবর ২০০৯

কাগজের বইয়ের যুগ বুঝি ফুরিয়ে এলো৷ নয়তো মোবাইল, আইপড, ল্যাপটপ ছাড়াও আমজনতার নজর এখন ই-রিডার এর দিকে কেন? পরিসংখ্যান বলছে, ব্যাপকহারে বিক্রি হচ্ছে ই-রিডার, কাগুজে বাংলা বই পড়ার বৈদ্যুতিক যন্ত্র!

অ্যামাজন ডট কম তাদের ই-রিডার যন্ত্র কিন্ডেলকে বিশ্বব্যাপী বাজারজাতের ঘোষণা করেছেছবি: picture-alliance/ dpa

গুজব শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই ই-রিডার এর বাজারে নাকি পা ফেলবে অ্যাপল৷ চিনেছেন তো, ওই যে কানে লাগিয়ে গান শোনার যন্ত্র আইপড কিংবা ম্যাকিনটোশ কম্পিউটার - এসব কিন্তু অ্যাপলেরই৷ সেই অ্যাপল চাইছে বিশেষ ধরণের ই-রিডার বাজারে আনতে৷ ১০ ইঞ্চি সাইজের মনিটর যুক্ত এই রিডার হবে বহনযোগ্য, আর শুধু বই পড়াই নয়, এটাকে নাকি ল্যাপটপের মতোই কাজে লাগানো যাবে৷ জমা রাখা যাবে লাখ লাখ ই-বুক৷ দেখতে হবে আইপডের চেয়ে একটু বড় আকৃতির৷

ফোরেস্টার রিসার্চ নামক এক সংস্থা জানিয়েছে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ই-রিডার বিক্রির সংখ্যা নাকি পৌঁছতে পারে তিন মিলিয়নে৷ যার মধ্যে নয় লাখই বিক্রি হবে আসন্ন ক্রিসমাসের ছুটিতে৷ সংস্থাটির আরো আশা, আগামী বছর ই-রিডার বিক্রির সংখ্যা ৬ মিলিয়ন ছুঁতে পারে৷

ই-রিডার এর বাজারে অ্যাপলের প্রবেশের খবরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে অন্যরা৷ অ্যামাজন ডট কম তাদের ই-রিডার যন্ত্র কিন্ডেলকে বিশ্বব্যাপী বাজারজাতের ঘোষণা করেছে৷ বিশ্বের ১০০ টি দেশে বসে কিন্ডেল ব্যবহার করে ইন্টারনেট থেকে বই ডাউনলোডও করা যাবে অনায়াসে৷ আর দামও নাকি বই পাগলদের হাতের নাগালের মধ্যে থাকবে৷ বলাবাহুল্য, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ই-রিডার বাজারে অ্যামাজন এর শেয়ার ৬০ শতাংশ আর সনির রিডারের দখলে ৩৫ শতাংশ৷ অবশ্য অ্যাপল রিডার বাজারে এলে অন্যদের অবস্থান রাতারাতি বদলে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের৷

মনে পড়ে, বছর কয়েক আগে ই-বুক মানে ডিজিটাল বা বৈদ্যুতিক বই যখন বাজারে আসে, তখন অনেকেই ভ্রু-কুঁচকেছিলেন৷ ভাবখানা ছিল বইয়ের স্থান মনিটরে নয়, কাগজেই৷ সেটা কি আর থাকলো? দেখে যদি কেউ সেকেলে বলে, সেই চিন্তায় হয়তো কিছুদিন পর কাগজের বই হাতে নিয়ে ঘুরতে চাইবে না কেউ৷ বরং হাতে ই-রিডার বাড়াবে আভিজাত্য, স্মার্টনেস!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ