দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলের প্রার্থীদের ছয়টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ৷ এসব আসনে নৌকা প্রতীক নিয়েই লড়াই করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা৷ তারপরও ভরাডুবি ঘটেছে তাদের৷
বিজ্ঞাপন
কোনো আসনে ঈগল, কোনো আসনে ট্রাক, কেটলি বা কাঁচি প্রতীক নিয়ে লড়াই করা প্রার্থীদের কাছে হেরে গেছেন তারা৷
কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু৷ নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি৷ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন এ আসন থেকে জয়ী হয়েছেন ট্রাক প্রতীক নিয়ে৷ ইনুকে চ্যালেঞ্জ করেই মূলত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন৷
লক্ষীপুর-৪ আসনে জাসদের আরেক নেতা মোশারফ হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরেছেন৷ তিনি পরাজিত হয়েছেন ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর কাছে৷ আব্দুল্লাহ লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি৷ ২০১৪ সালে এই আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি৷
জাসদের আরেক প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন অবশ্য নৌকা নিয়ে জয়ী হয়েছেন৷ কিন্তু ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল মাত্র দুই হাজারের কিছু বেশি৷
নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরে গেছেন পিরোজপুর-২ আসনে৷ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে জেতা মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসকও ছিলেন তিনি৷ একসময় তিনি আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন৷
রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গিয়েছেন আরেক বাদশার কাছে৷ কাঁচি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। শফিকুর রহমান বাদশা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি৷
নৌকা নিয়ে লড়াই করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অবশ্য বড় জয় আদায় করে নিয়েছেন বরিশাল ২ আসনে৷ ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হকের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷
ভোটের মাঠে তারকাদের উত্থান-পতন
আওয়ামী লীগের হয়ে মাঠে নেমে প্রথমবারেই বড় জয় পেয়েছেন সাকিব আল হাসান৷ জয় ধরে রেখেছেন মাশরাফিও৷ হঠাৎ বৃষ্টির নায়ককেও হতাশ করেননি ভোটাররা৷
ছবি: SAEED KHAN/AFP/Getty Images
নড়াইল এক্সপ্রেস ‘ক্যাপ্টেন ম্যাশ’ এর ইনসুইং
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন৷ টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশ সেরা এই অধিনায়ক৷ মাশরাফি সর্বমোট ভোট পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি থেকে হাতুড়ি প্রতীকে নির্বাচন করা শেখ হাফিজুর রহমান পেয়েছেন চার হাজার ৪১ ভোট৷
ছবি: DW/A. Islam
ডেব্যুতেই সাকিবের 'ছক্কা'
প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে চমকে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ মোট ১৫২টি কেন্দ্রে সাকিব আল হাসান ভোট পান এক লাখ ৮৫ হাজার ৩৮৮টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে নির্বাচন ডাব প্রতীক নিয়ে নির্বাচন করে পান প্রায় ছয় হাজার ভোট৷ প্রথম নির্বাচনেই রেখেছেন তার নৈপুণ্যের ছাপ৷
ছবি: AFP
‘সুজন মাঝি’ থেকে ‘নৌকার মাঝি'
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তার প্রথম সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জয়ী হয়ে সংসদে পা রাখতে যাচ্ছেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ ভোটের লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে নির্বাচন করা শামসুল আলম পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট৷
ছবি: Munir uz zaman/AFP
‘তাজ’ হারালেন মমতাজ
তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন৷ সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট৷ স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট৷ ফলে ৬ হাজার ১৭১ ভোটে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন মমতাজ৷
ছবি: bdnews24.com
রাজপথের নায়িকা হতে পারলেন না মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির ওপর আস্থা রাখতে পারেননি ভোটাররা৷ রাজশাহী-১ আসন থেকে জয় পাননি এই স্বতন্ত্র প্রার্থী৷ ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে মাহি পেয়েছেন মাত্র নয় হাজার নয় ভোট৷ আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক চৌধুরী এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ বিজয়ী ওমর ফারুক চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট৷