ঈদের আগে বাড়ি ফেরার জন্য গাজীপুরের মহাসড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট৷ নিষেধাজ্ঞা অমান্য করে নেমেছে কিছু দূরপাল্লার বাসও৷ পুলিশ বলছে, তাদের ‘নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না'৷
বিজ্ঞাপন
গাজীপুর সিটি পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) মো. মেহেদী হাসান বলেন, ‘‘মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে৷
লোকাল গাড়ির সঙ্গে মাঝেমধ্যে দূরপাল্লার গাড়িও নেমে পড়েছে৷ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে৷ এলাকায় আরও যানজট সৃষ্টি হচ্ছে৷ দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না৷'' তবু কিছু বাস রেকার দিয়ে টেনে নেওয়া হয়েছে বলে তিনি জানান৷
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে৷ চেষ্টা চলছে জনসঙ্গম এড়াতে কিন্তু তা সর্বাত্মক কার্যকর হচ্ছে না৷
বুধবার সকালে চান্দনা-চৌরাস্তা এলাকায় দেখা গেছে, পুরো এলাকা লোকে লোকারণ্য৷ ঘরমুখো মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে৷ কোনো গাড়ি আসা মাত্রই ওঠার জন্য একরকম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা৷ মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক, পিক-আপ, কভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়িতে করে গন্তব্যে ছুটছে সবাই, স্বাস্থ্যবিধিও মানছে না সবাই৷
কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়ির চাপ কম থাকলেও বিকেল থেকে গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে৷ তিনি বলেন, ‘‘চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাজার হাজার ঘরমুখো মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে৷ করোনাভাইরাস মহামারীর মধ্যেও মাস্ক পরায় আগ্রহ নেই সবার৷ তাদের সতর্ক করা হচ্ছে৷''
ঢাকার প্রধান সমস্যা যানজট
এক কোটিরও বেশি জনসংখ্যার শহর ঢাকা৷ সকাল থেকে রাত পর্যন্ত এ শহরের প্রধান প্রধান সড়কগুলো থমকে থাকে যানজটে৷ ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে পড়ে মানুষ, যার প্রধান কারণ অব্যবস্থাপনা ও জনগণের অসচেতনতা৷
ছবি: DW/M. Mamun
গোড়া থেকেই শুরু
বিশাল জনগোষ্ঠীর শহর ঢাকায় যানজটের ফলে যে শুধু সময় নষ্ট হয়, তা নয়৷ ক্ষতি হয় বিপুল পরিমাণ জ্বালানিরও৷ আর এই যানজট শুরু হয় সপ্তাহের একেবারে প্রথম দিনটি থেকেই৷ সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে তোলা ছবিটি দেখুন৷ রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ-এর যানজট এটি৷
ছবি: DW/M. Mamun
যেখানে-সেখানে ওঠা-নামা
ঢাকার যানজটের কারণগুলোর একটি হলো যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো৷ এক্ষেত্রে চালকদের যেমন সচেতনতার অভাব আছে, তেমনি অসচেতন যাত্রীরাও৷
ছবি: DW/M. Mamun
আরো বেশি যাত্রী!
ঢাকার ব্যস্ততম বিমানবন্দর সড়কের মাঝখানে গাড়িগুলোকে এভাবে আকাবাঁকা করে দাঁড় করানোর আরো একটি কারণ যাত্রী ওঠানোর প্রতিযোগিতা৷ সাধারণত একই রুটের বাসগুলো বেশি যাত্রী উঠানোর জন্য এরকম প্রতিযোগিতায় নামে৷ ফলে সৃষ্টি হয় যানজট৷
ছবি: DW/M. Mamun
অপ্রতুল পার্কিং স্পেস
ঢাকার প্রগতি সরণীর একটি বাণিজ্যিক কেন্দ্রের সামনের সড়কের ফুটপাথটি দখল করে রেখেছে গাড়ি৷ এ শহরের বেশিরভাগ ভবনেরই নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা৷ ফলে এ সব ভবনে আসা গাড়িগুলো পার্ক করা হয় ফুটপাথে কিংবা সড়কের ওপর, যেটা যানজটের অন্যতম একটি কারণ৷
ছবি: DW/M. Mamun
সচেতনতার অভাব
ঢাকার যানজটের অন্যতম আরেকটি কারণ যত্রতত্র পথচারী পারাপার৷ এ শহরের বেশিরভাগ বাসিন্দাই ‘ট্র্যাফিক ম্যানার’ জানেন না৷ ব্যস্ততম সড়কে যত্রতত্র পারাপার তাই যানজটের কারণ হয়ে দাঁড়ায়৷ অবশ্য ঢাকা শহরে পর্যাপ্ত ওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং না থাকাও এর একটা কারণ৷
ছবি: DW/M. Mamun
জীবনের ভয় নেই?
পর্যাপ্ত ফুট ব্রিজ বা ওভার ব্রিজ না থাকলেও, যে কটি আছে তাও ব্যবহার করতে চান না পথচারীরা৷ ছবিতে দেখুন রাজধানীর প্রগতি সরণীর ওভার ব্রিজের নীচ থেকেই কেমন রাস্তা পার হচ্ছেন পথচারীরা৷ এই দলে আছে বৃদ্ধ থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীরা৷
ছবি: DW/M. Mamun
কখনও হকার, কখনও ছিনতাইকারী
যেসব পথচারী ওভার ব্রিজ ব্যবহার করতে চান, তাদের অনেকসময়ই শিকার হতে হয় নানা বিড়ম্বনার৷ দিনেরবেলায় ওভার ব্রিজগুলো হকারদের দখলে চলে গেলেও, দেখার নেই কেউ৷ আর রাতেরবেলা এ সব ওভার ব্রিজে মানুষ উঠতে চান না ছিনতাইকারীর ভয়ে৷
ছবি: DW/M. Mamun
বেপথে গাড়ি
যে কোনো বড় রাস্তারই দু’টো দিক থাকে – গাড়ি আসার একদিক আর যাওয়ার একদিক৷ ঢাকা শহরে যানজটের একটা প্রধান কারণ উল্টো পথে গাড়ি চালানো৷ হ্যাঁ, রাস্তায় ট্র্যাফিক জ্যাম হলে অনেককেই দেখা যায় গাড়ি ঘুরিয়ে ঝট করে উল্টো দিকের চলে যেতে৷ এতে করে যানজট তো বাড়েই, দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়৷
ছবি: DW/M. Mamun
রাস্তার ভাঙার কারণে জ্যাম
ঢাকার যানজটের অন্যতম একটি কারণ দীর্ঘ সময় ধরে রাস্তা খোড়াখুড়ি৷ ঢাকার গুলশানের এ সড়কটিতে স্যুয়ারেজের লাইন মেরামতের জন্য দীর্ঘ সময় ধরে কাজ চলছে৷ ফলে দিনেরবেলায় সড়কটিতে লেগেই থাকছে যানজট৷
ছবি: DW/M. Mamun
সেতু নির্মাণের জন্য...
ঢাকা শহরের যানজটের কারণের মধ্যে আছে দীর্ঘ সময় ধরে উড়াল সেতু নির্মাণও৷ উড়াল সেতু নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে সড়কের বেশিরভাগ জায়গায়৷ ফলে তৈরি হচ্ছে যানজট৷ তাছাড়া এ সব উড়াল সেতু নির্মাণে সঠিক পরিকল্পনারও অভাব আছে বাংলাদেশে৷
ছবি: DW/M. Mamun
বাঁধ সাধলো রেল ক্রসিং
ঢাকা শহরের প্রাণকেন্দ্রেই আছে কমপক্ষে ২০টি রেল ক্রসিং৷ এ সব ক্রসিং থেকে দিনে কমপক্ষে ৭০টিরও বেশি রেলগাড়ি চলাচল করে৷ এক হিসেব মতে, এই ক্রসিংগুলোর কারণে দিনে প্রায় ছয় ঘণ্টা যানবাহন আটকে থাকে ঢাকায়৷
ছবি: DW/M. Mamun
ডাস্টবিনের কারণেও যানজট
ঢাকা শহরের বেশিরভাগ ডাস্টবিনই সড়কের ওপরে৷ এ সব ডাস্টবিনে উপচে পড়া ময়লা আবর্জনা সড়কের ওপরেও ছড়িয়ে পড়ে৷ ফলে সেসব জায়গায় স্লথ গতিতে চলে যানবাহন৷ তাছাড়া রাতেরবেলা ময়লা আবর্জনা পরিষ্কারের নিয়ম থাকলেও তা মানা হয় না৷ যত্রতত্র এ সব ডাস্টবিনের কারণেও যানজটের সৃষ্টি হয় মহানগরীতে৷
ছবি: DW/M. Mamun
12 ছবি1 | 12
হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট দেখা দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘‘ঢাকার দিক থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার বাস আসছে৷ থামাতে গেলেই যানজট বেড়ে যায়৷ তাই এখন আর দূরপাল্লার গাড়ি আটকাচ্ছি না৷ চন্দ্রা এলাকায় গাড়ি ও মানুষের প্রচুর চাপ রয়েছে৷ মাঝেমধ্যেই এখানে যানজট ও জনজট হচ্ছে৷ মঙ্গলবার অনেক কারখানা ছুটি হয়েছে৷ তাই চন্দ্রায় বুধবার ঘরমুখো মানুষের চাপ বেড়েছে৷ তাদের সঙ্গে গাড়িও বেড়ে গেছে৷ মহাসড়কে যাতে জটলা না বাধে সেজন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি৷''
দূরপাল্লার গাড়ি চলাচল সম্পর্কে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘‘কেউ লুকোচুরি করে বিচ্ছিন্নভাবে কিছু দূরপাল্লার বাস চালালেও তা আমার নলেজে নেই৷ আমরা সরকারি সিদ্ধান্তে অটল আছি৷''
যানজটকেও আনন্দময় করবেন যেভাবে
গ্রীষ্মের ছুটিতে বহু জার্মান পরিবার গাড়িতে করে ছুটি কাটাতে যায়৷ ছুটির সময় গাড়িতে ভ্রমন মানে রাস্তায় প্রচণ্ড যানজট৷ তা সত্ত্বেও ভ্রমনকে আনন্দময় করার উপায় জেনে নিন৷
ছবি: picture-alliance/PhotoAlto/S. Olsson
আরাম করে রওনা দিন
তাড়াতাড়ি রওনা দিতে হবে, তা না হলে ছুটি থেকে একটা দিন নষ্ট হবে-এরকম ধারণা অনেকেরই৷ এক্ষেত্রে সরকারি ছুটির আগের দিন বিকেল বা ছুটির দিন সকালে নয়৷ ধীরে সুস্থে আরাম করে এক কর্মদিবসে রওনা দিন, অনেকটাই স্ট্রেসমুক্ত থাকবেন৷
ছবি: picture-alliance/Joker/M. Gloger
মানসিক চাপ
কন্টিনেন্টাল মবিলিটি সমীক্ষা ২০১৮ - এর করা এক সমীক্ষা জানায়, জার্মানদের দুই তৃতীয়াংশ মানুষ যানজটের কারণে মানসিক চাপ বোধ করেন৷
ছবি: bilderbox
সঠিক সময়
পাঁচ কোটি ৭০ লাখ যান জার্মানির রাস্তায় চলাচল করে, কাজেই কর্মস্থলে যাতায়াতের সময় বাদ দিয়ে অন্য সময় বেছে নিন, একথা বলেন জার্মানি যান চলাচল বিষয়ক মনোবিজ্ঞানী ইভেটে ওরল্ভস্কি৷
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
রাস্তা মেরামত
এই গ্রীষ্মে গড়ে জার্মানির ৫৪০টি রাস্তায় মেরামতের কাজ হচ্ছে, নির্ধারিত সময়ে বেশি লাগতেই পারে৷ সেক্ষেত্রে নেভিগেটারের সাহায্য নিন৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
পরিবারের সাথে সময় উপভোগ করুন
নির্ধারিত সময়ে বেশি লাগতেই পারে, সেসময়ে কোথাও বসে খাওয়া-দাওয়া করতে পারেন কিংবা কাছাকাছি কোনো মিউজিয়াম বা সুন্দর কোনো জায়গায় বসে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ আনন্দ করতে পারেন৷ ভ্রমনের দিনটিকেও ছুটি ভেবে পরিবার নিয়ে হৈ হুল্লোড় করুন৷ শুধু শুধু স্ট্রেস কেন ?
ছবি: picture alliance/zb/Hans Wiedl
খাবার বক্স
লম্বা ভ্রমনে খাবার বক্স কখনো গাড়ির পেছনে ট্রাঙ্কে না রেখে বরং পেছনের সিটে বা পায়ের কাছে রাখুন৷ কারণ খাওয়া শুধু নার্ভকেই শান্ত রাখেনা , খাবার চিবানো মস্তিষ্ককেও সচল রাখে৷
ছবি: Colourbox/PetraD
গাড়িতেও পিকনিকের আনন্দ
প্রতি ৯০ মিনিটে গাড়ির চালক বদলান অর্থাৎ মা-বাবার মধ্যে ভাগাভিগি করে নিন৷ তাছাড়া গাড়িতে ওঠার আগে বাচ্চাদের প্রিয় খেলনা, বই, ম্যাগাজিন, কম্বল, পছন্দের গান গাড়িতে তুলতে ভুলবেন না৷