1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের আগেই গাদ্দাফির পতন চায় বিদ্রোহীরা

২০ আগস্ট ২০১১

ঈদের আগেই গাদ্দাফির পতন চায় লিবিয়ার বিদ্রোহীরা৷ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা৷ সফলও হচ্ছে৷ গত দুদিনে তিনটি গুরুত্বপূর্ণ শহরের দখল নেয়ার কথা জানিয়েছে তারা৷

ব্রেগায় বিদ্রোহীদের উল্লাসছবি: dapd

তেল নগরী জাউইয়াহ বিদ্রোহীদের দখলে গেছে শুক্রবার৷ সেদিনই আরেক শহর জিটেন'এরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা৷ আর আজ আরেক তেল নগরী ব্রেগার পুরো দখল নেয়ার খবর দিয়েছে বিদ্রোহীরা৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এসব তথ্য৷

এর মধ্যে জাউইয়াহ দখলের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ কেননা ত্রিপোলির মানুষ যে জ্বালানি ব্যবহার করে সেটা আসে টিউনিশিয়া থেকে৷ এবং সেটা জাউইয়াহ দিয়ে৷ কিন্তু এখন যেহেতু এই শহরের দখল বিদ্রোহীরা নিয়ে নিয়েছে তাই ত্রিপোলিতে আর জ্বালানি যেতে পারবে না৷ এতে সংকট দেখা দেবে৷ বিদ্রোহীদের আশা, এর ফলে ত্রিপোলির মানুষেরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে৷

জাউইয়াহ দখলে ন্যাটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ তারা শুক্রবার নয়টি সামরিক স্থাপনায় আকাশ থেকে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে৷

জানা গেছে, আশেপাশের শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এবার বিদ্রোহীদের লক্ষ্য রাজধানী ত্রিপোলি৷

গাদ্দাফির এক সময়ের ডান হাত বলে পরিচিত আবদেল সালাম জালুদ (মাঝে)ছবি: dapd

এদিকে গাদ্দাফির এক সময়ের ডান হাত বলে পরিচিত আবদেল সালাম জালুদ ত্রিপোলি ত্যাগ করে বিদ্রোহীদের দখলে থাকা বেনগাজিতে চলে গেছেন৷ বিদ্রোহীদের সামরিক কম্যান্ডার কর্ণেল আহমেদ ওমর বানি বলেছেন জালুদের সঙ্গে তাঁর পরিবারও ত্রিপোলি ছেড়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে৷ গাদ্দাফি নিজেও ত্রিপোলি ছাড়ার পরিকল্পনা করছেন বলেও গুজব শোনা যাচ্ছে৷

এদিকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনি আশা প্রকাশ করেছেন যে, ত্রিপোলির মানুষও দিন দিন গাদ্দাফির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে৷ তারা বুঝবে যে, গাদ্দাফি নিজের দেশের মানুষেরই ক্ষতি করছে৷

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ত্রিপোলিতে আটকে থাকা হাজার হাজার অভিবাসী সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে৷ এদিকে আন্তর্জাতিক রেডক্রস বলছে লিবিয়ার বিভিন্ন শহরের মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে৷

ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় থাকা লিবিয়ার দূতাবাসে গাদ্দাফির সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে৷

এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে তারা লিবিয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ত্রিপোলি সহ অন্যান্য শহরে চারজনের একটি দল পাঠিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ