1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা

২৮ জুলাই ২০১২

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশে জাল টাকার চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জানান, তাদের বারবার গ্রেফতার করা হলেও আইনের ফাঁক গলিয়ে বের হয়ে আবার একই কাজ করে৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার প্রায় এক কোটি টাকার জাল বাংলাদেশি মূদ্রাসহ ৬ জনকে আটক করেছে৷ তারা জাল টাকা তৈরির সঙ্গে সরাসরি জাড়িত৷ তাদের কাছ থেকে জাল টাকা তৈরির মেশিন এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান সাধারণত ঈদ বা কোন বড় ধরনের উৎসবের আগে জাল টাকার এই চক্র সক্রিয় হয়৷ কারণ এই সময়ে টাকার লেনদেন অনেক বেশি হয় এবং মানুষ টাকা পরখ করার সময় কম পান৷ আর এই সুযোগে তারা জাল টাকা চালিয়ে দেয়৷

তিনি জানান, জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বেশ কয়েকটি ধাপ থাকে৷ সাধারণত জাল এক লাখ টাকা ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়৷ তবে একই আকারের ছোট মূদ্রার লেখা ধুয়ে বড় মূদ্রার ছাপ দিয়ে যে সব জাল টাকা বানানো হয় তার দাম বেশি এবং ধরাও কঠিন৷ যেমন ১০০ টাকার নোট সাদা করে ৫০০ বা ১০০০ টাকার জাল নোট বানানো হয়৷ আর সাধারণ আর্ট পেপারে ছাপ দিয়েও জাল নোট বানানো হয়৷

মাসুদুর রহমান জানান, এই জাল টাকা নিয়ে হয়রানি এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ৷ তাই তাদের জাল টাকার ব্যাপারে সচেতন থাকতে হবে৷ জানতে হবে জাল ও আসল টাকা চেনার উপায় সম্পর্কে৷ আর অপরাধীদের ধরতে গোয়েন্দরা সক্রিয় আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ