1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিকদের বেতন, উৎসবভাতা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ জুলাই ২০১৪

ঈদ সামনে রেখে ২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ এই সময়ের মধ্যে তাঁদের উৎসবভাতাও দিতে হবে৷ মন্ত্রণালয়ে এক বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে৷

(ফাইল ফটো)ছবি: STR/AFP/Getty Images

তবে মন্ত্রী এবং পোশাক কারাখানার মালিকদের প্রতিশ্রুতির মধ্যে ফাঁক আছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা৷ তাঁরা মনে করেন এতে ঈদের আগে পোশাক কারখানায় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে৷

প্রতিবছরই ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস নিয়ে জটিলতার সৃষ্টি হয়, দেখা দেয় শ্রমিক অসন্তোষ৷ এবারও সরকারের গোয়েন্দা সংস্থা পোশাক কারখানায় ঈদের আগে শ্রমিক অসন্তোষ হতে পারে বলে আগাম প্রতিবেদন দেয় সরকারের কাছে৷

এ ধরণের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়৷ বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, ‘‘জুন মাসের বেতন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে৷ জুলাই মাসের বেতনের অংশ ২৬ তারিখের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷''

তিনি বলেন, ‘‘শ্রম আইনে উৎসবভাতার কথা বলা নাই৷ কিন্তু মালিকেরা ঐতিহ্যগতভাবে তা দিয়ে আসছেন৷ এজন্য তাঁদের সামর্থ্য অনুযায়ী একই সময়ের মধ্যে এবারও তা দিতে বলা হয়েছে৷''

শ্রমিকরা পুরো মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী মালিকরা ২০ দিন বা এক মাসের বেতন দেবেন৷

‘মন্ত্রী এবং পোশাক কারাখানার মালিকদের প্রতিশ্রুতির মধ্যে ফাঁক আছে’ছবি: DW/Harun Ur Rashid Swapan

এদিকে, বৈঠকে উপস্থিত বিকেএমইএ'র সহ-সভাপতি মো. হাশেম পুরো মাসের বেতনের নিশ্চয়তা দেনননি৷

মন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘বৈঠকে মালিকপক্ষ এবং প্রতিমন্ত্রীর কথায় কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ শ্রম আইনে উৎসব বোনাসের বিধান নাই বলে মালিকদের সুযোগ করে দেয়া হয়েছে৷'' তিনি বলেন, ‘‘শ্রম আইনে লিখিতভাবে না থাকলেও উৎসবভাতা দেয়া একটি প্রতিষ্ঠিত নিয়ম৷ এটা কোনো দয়ার বিষয় নয়৷ মালিকদের অবশ্যই একমাসের বেতন উৎসবভাতা হিসেবে শ্রমিকদের দিতে হবে৷'' তিনি জানান, ‘‘বৈঠকে তাঁরা ঈদের আগে চলতি জুলাই মাসের পুরো বেতন দাবি করলেও মালিকরা ১৫ দিনের বেশি বেতন দিতে রাজি হননি৷'' তিনি বলেন নতুন আইনে অবশ্যই উৎসবভাতা অন্তর্ভুক্ত করতে হবে৷

সিরাজুল ইসলাম বলেন, বৈঠকে মালিকরা জুন মাসের বেতন দেয়া হয়েছে দাবি করলেও এখনো অনেক পোশাক করাখানায় জুন মাসের বেতন পরিশোধ করা হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ