1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের আগে বেতন বোনাস মিলবে তো?

সমীর কুমার দে ঢাকা
৯ জুন ২০১৮

ঈদের আগেই বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই রাজধানী বা আশপাশের এলাকায় শ্রমিকদের আন্দোলন হচ্ছে৷ সব গার্মেন্টসে ঠিক সময়ে বেতন-বোনাস হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা৷

Bangladesch Textilfabrik
ছবি: picture alliance/ZUMA Press

বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হচ্ছে৷ দু'দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকরা পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে৷ অনেক গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে৷ শ্রমিক নেতারা বলেন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাসসহ ২৫ রোজার মধ্যে শ্রমিকের সব বেতন-ভাতা পরিশোধ করতে হবে৷

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ৷ এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দুই ঈদে বেসিক বেতনের সমান বোনাস দেয়ার রেওয়াজ থাকলেও সরকার শ্রম আইনে বোনাসের বিষয় উল্লেখ না করে শ্রমিকদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দিয়েছে৷ বলেন, উৎসব বোনাস কোনো দয়া নয়, এটা শ্রমিকের অধিকার৷ অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য পরিশোধের আহবান জানান তারা৷

‘অনেক গার্মেন্টসেই বোনাস এখনো দেয়া হয়নি’

This browser does not support the audio element.

তারা বলছেন, কয়েকশ' গার্মেন্টসে শ্রমিকরা বেতন পেলেও বোনাস পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে৷

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছু গার্মেন্টসে বেতন ও বোনাস দিয়েছে৷ তবে অনেক গার্মেন্টসেই বোনাস এখনো দেয়া হয়নি৷''

মধ্যম মানের এই গার্মেন্টসগুলো ঠিকমতো বোনাস দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি৷ এছাড়া একেক ফ্যাক্টরিতে একেক ধরনের বোনাস সিস্টেম উল্লেখ করেন তিনি বলেন, ‘‘কেউ মূল বেতনের অর্ধেক দিচ্ছে, কেউ তারও অর্ধেক দিচ্ছে৷ এখানে একটা বৈষম্য কাজ করে৷''

এদিকে কর্তৃপক্ষের নজর দেয়া দরকার বলে মনে করেন তিনি৷

‘১৫টি টিম শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে’

This browser does not support the audio element.

বিগত পাঁচ বছরে পোশাক শ্রমিকদের ঈদের আগে বেতন নিয়ে কোনও সমস্যা হয়নি দাবি করে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন যে, এবারও ঈদের আগে ঠিক সময়ে তাদের বেতন দেওয়া হবে৷

১০ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিজিএমইএ'র তালিকাভুক্ত কারখানায় ৮ থেকে ৯ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দেয়া হয়৷ এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট পোশাক কারখানা তালিকা থেকে বাদ পড়বে৷''

সারাদেশে তালিকাভুক্ত সাড়ে তিন হাজার পোশাক কারখানা রয়েছে৷ সিদ্দিকুর রহমান বলেন, ‘‘বাণিজ্য মন্ত্রণালয়, শ্রমমন্ত্রণালয় ও বিজিএমইএর ১৫টি টিম শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে৷''

তবে তিনি স্বীকার করেন, বোনাস সর্বনিম্ন কত দেওয়া হবে এর কোনও নিয়ম নেই৷ শ্রমিকরা যেন ভালভাবে ঈদের ছুটিতে বাড়ি যেতে পারে তার জন্য ভাগ ভাগ করে কারখানাগুলোতে ছুটি দেওয়া হবে বলে জানান সিদ্দিকুর রহমান৷এদিকে, ঈদের ছুটির আগে শিল্পকারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু৷ গত ২৯ মে সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা শেষে এই নির্দেশনা দেন তিনি৷ তবে ঠিক কত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখ বলে দেননি প্রতিমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ