ঈদের আগেই বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই রাজধানী বা আশপাশের এলাকায় শ্রমিকদের আন্দোলন হচ্ছে৷ সব গার্মেন্টসে ঠিক সময়ে বেতন-বোনাস হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা৷
বিজ্ঞাপন
বেতন বোনাসের দাবিতে প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হচ্ছে৷ দু'দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকরা পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে৷ অনেক গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে৷ শ্রমিক নেতারা বলেন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাসসহ ২৫ রোজার মধ্যে শ্রমিকের সব বেতন-ভাতা পরিশোধ করতে হবে৷
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ৷ এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দুই ঈদে বেসিক বেতনের সমান বোনাস দেয়ার রেওয়াজ থাকলেও সরকার শ্রম আইনে বোনাসের বিষয় উল্লেখ না করে শ্রমিকদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দিয়েছে৷ বলেন, উৎসব বোনাস কোনো দয়া নয়, এটা শ্রমিকের অধিকার৷ অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য পরিশোধের আহবান জানান তারা৷
‘অনেক গার্মেন্টসেই বোনাস এখনো দেয়া হয়নি’
তারা বলছেন, কয়েকশ' গার্মেন্টসে শ্রমিকরা বেতন পেলেও বোনাস পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে৷
জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিছু গার্মেন্টসে বেতন ও বোনাস দিয়েছে৷ তবে অনেক গার্মেন্টসেই বোনাস এখনো দেয়া হয়নি৷''
মধ্যম মানের এই গার্মেন্টসগুলো ঠিকমতো বোনাস দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি৷ এছাড়া একেক ফ্যাক্টরিতে একেক ধরনের বোনাস সিস্টেম উল্লেখ করেন তিনি বলেন, ‘‘কেউ মূল বেতনের অর্ধেক দিচ্ছে, কেউ তারও অর্ধেক দিচ্ছে৷ এখানে একটা বৈষম্য কাজ করে৷''
এদিকে কর্তৃপক্ষের নজর দেয়া দরকার বলে মনে করেন তিনি৷
‘১৫টি টিম শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে’
বিগত পাঁচ বছরে পোশাক শ্রমিকদের ঈদের আগে বেতন নিয়ে কোনও সমস্যা হয়নি দাবি করে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন যে, এবারও ঈদের আগে ঠিক সময়ে তাদের বেতন দেওয়া হবে৷
১০ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিজিএমইএ'র তালিকাভুক্ত কারখানায় ৮ থেকে ৯ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দেয়া হয়৷ এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট পোশাক কারখানা তালিকা থেকে বাদ পড়বে৷''
সারাদেশে তালিকাভুক্ত সাড়ে তিন হাজার পোশাক কারখানা রয়েছে৷ সিদ্দিকুর রহমান বলেন, ‘‘বাণিজ্য মন্ত্রণালয়, শ্রমমন্ত্রণালয় ও বিজিএমইএর ১৫টি টিম শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে৷''
তবে তিনি স্বীকার করেন, বোনাস সর্বনিম্ন কত দেওয়া হবে এর কোনও নিয়ম নেই৷ শ্রমিকরা যেন ভালভাবে ঈদের ছুটিতে বাড়ি যেতে পারে তার জন্য ভাগ ভাগ করে কারখানাগুলোতে ছুটি দেওয়া হবে বলে জানান সিদ্দিকুর রহমান৷এদিকে, ঈদের ছুটির আগে শিল্পকারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু৷ গত ২৯ মে সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা শেষে এই নির্দেশনা দেন তিনি৷ তবে ঠিক কত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখ বলে দেননি প্রতিমন্ত্রী৷
বাংলাদেশি পোশাক শ্রমিকদের পাশে জার্মানি
রানা প্লাজা বিপর্যয়ের দেড় বছর পর জার্মানি যে ‘টেক্সটাইলস পার্টনারশিপ’ চালু করেছে, সে উপলক্ষ্যে ফেডারাল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গ্যার্ড ম্যুলার বাংলাদেশ যান৷ নিজের চোখে দেখেন সেখানকার মানুষ ও তাঁদের উন্নয়নকে৷
ছবি: DW/S. Burman
‘মেড ইন বাংলাদেশ’
রানা প্লাজা বিপর্যয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ বাংলাদেশের প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে৷ চালু হয়েছে ‘‘অ্যাকর্ড’’, ‘‘অ্যালায়েন্স’’ এবং ‘‘টেক্সটাইলস পার্টনারশিপ’’ মতো বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা, যার উদ্দেশ্য হলো বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কারদের কাজের পরিবেশ ও নিরাপত্তা বৃদ্ধি করা৷
ছবি: DW/S. Burman
একযোগে
জার্মান উদ্যোগের লক্ষ্য হলো, সংশ্লিষ্ট সব পক্ষকে এক করা৷ গাজিপুরের ডিবিএল গ্রুপ ‘‘টেক্সটাইলস পার্টনারশিপ’’-এ যোগ দিয়েছে ও ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে৷ জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার তাদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই আশা প্রকাশ করেন যে, অন্যান্য সংস্থাও এই দৃষ্টান্ত অনুসরণ করবে৷
ছবি: DW/S. Burman
মোটরসাইকেলে
প্রায় দেড়’শ নতুন লেবার ইনস্পেক্টরদের ট্রেনিং দেওয়া হয়েছে, কারখানাগুলোর পরিস্থিতির উপর নজর রাখার জন্য৷ কোনো সংকট ঘটলে যানজট এড়িয়ে চটজলদি অকুস্থলে পৌঁছানোর জন্য তাদের মোটরসাইকেল দেওয়া হয়েছে৷
ছবি: DW/S. Burman
লুডো খেলাও সচেতনতা বাড়ায়
গার্মেন্টস শিল্পের শ্রমিকরা প্রধানত মহিলা, নিজেদের আইনি দাবিদাওয়া সম্পর্কে তাঁদের বিশেষ ‘জানকারি’ নেই৷ কাজেই কারখানায় ‘‘মহিলাদের কাফে’’ সৃষ্টি করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই সঙ্গে বিনোদনের জন্য লুডো খেলা৷
ছবি: DW/S. Burman
কাজের জায়গায়
পরিস্থিতি কিছুটা অন্যরকম৷ দিনে দশ থেকে চোদ্দ ঘণ্টা কাজ৷ ‘‘টেক্সটাইলস পার্টনারশিপ’’ এই অনলস কর্মীদের কাজের পরিবেশের উন্নতি ঘটাতে চায়৷
ছবি: DW/S. Burman
রাজনীতিও শামিল
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গাজিপুরের ডিবিএল গ্রুপের ফ্যাক্ট্রিতে জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলারের সঙ্গে যোগ দেন এবং সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন৷ গার্মেন্টস শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটানোর জন্য সরকারের উদ্যোগ বিশেষভাবে প্রয়োজন৷
ছবি: DW/S. Burman
মিনি ফায়ার ব্রিগেড
গ্যার্ড ম্যুলার গাজিপুরে ডিবিএল গ্রুপের কারখানার নতুন ‘খুদে দমকল বাহিনীর’ উদ্বোধন করেন৷ এই ফায়ার ব্রিগেড এক কিলোমিটার ব্যাসের এলাকার মধ্যে অগ্নি নির্বাপণে সক্ষম৷ ম্যুলারের সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷
ছবি: DW/S. Burman
চাইল্ড কেয়ার
শ্রমিক কল্যাণ উদ্যোগের অংশ হিসেবে কারখানা প্রাঙ্গণে ডে-কেয়ার সেন্টার সৃষ্টি করে মহিলা শ্রমিকদের শিশুসন্তানদের দেখাশোনার ব্যবস্থা করা হচ্ছে৷
ছবি: DW/S. Burman
সবে মিলে করি কাজ
জার্মান সরকার ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা, মালিকপক্ষ, বিদেশি ক্রেতা এবং অপরাপর সংশ্লিষ্টরা সকলে একত্রিত হয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করছেন৷
ছবি: DW/S. Burman
লক্ষ্য
বাংলাদেশ বর্তমানে ২৫ বিলিয়ন ডলার মূল্যের গার্মেন্টস রপ্তানি করে থাকে৷ সরকার সেটাকে ২০২১ সাল – অর্থাৎ দেশের পঞ্চাশতম বার্ষিকীর মধ্যে ৫০ বিলিয়নে দাঁড় করাতে চান৷ জার্মান উন্নয়ন মন্ত্রী গ্যার্ড ম্যুলার গত ৭ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করেন৷