বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে গাজায় ইসরায়েলের হামলা ও হত্যা বন্ধের প্রার্থনার মধ্য দিয়ে৷ জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য প্রার্থনা করা হয়৷
বিজ্ঞাপন
দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায়ও একই প্রার্থনা করা হয়েছে৷
বাংলাদেশে মঙ্গলবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতরের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ জাতীয় ঈদগায়ে প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট নাগরিকরা নামাজ আদায় করেন৷ নামাজ শেষে দেশের ও দেশের মানুষের শান্তি এবং কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা করা হয়৷ ঈদের প্রধান জামাতের ইমাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন তাঁর মোনাজাতে বলেন, ‘‘ফিলিস্তিনের গাজায় মানবতার চরম অপমান হচ্ছে৷ সেখানে সাধারণ মানুষের রক্ত ঝরছে৷ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে৷'' তিনি এই হত্যা বন্ধের জন্য প্রার্থনা করেন৷ তিনি বিশ্ব নেতৃবৃন্দকেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান৷ মাওলনা সালাউদ্দিন বলেন, ‘‘গাজায় যে গণহত্যা হচ্ছে তা বন্ধে যদি পদক্ষেপ নেয়া না হয় তাহলে তা বিশ্ব মানবতাকে চরমভাবে কলঙ্কিত করবে৷''
ঈদ : কোথাও হাসি, কোথাও অশ্রু
বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর৷ কিন্তু গাজায় ঈদের আনন্দ নেই৷ ঈদের দিনেও সেখানে শিশু কেঁদেছে প্রিয়জন হারানোর বেদনায়, ইসরায়েলি হামলার প্রতিবাদে হাতে তুলে নিয়েছে খেলনা পিস্তল৷ এ নিয়েই আমাদের ছবিঘর৷
ছবি: Getty Images
বাংলাদেশে ঈদ
কয়েকটি গ্রাম বাদ দিলে প্রায় সারা বাংলাদেশেই ঈদ-উল-ফিতর পালিত হয়েছে মঙ্গলবার৷ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়ার দৃশ্য৷
ছবি: picture-alliance/dpa
জানাজায় শিশুর কান্না
গাজার মুসলমানদের জন্য ঈদ এসেছে যুদ্ধের ভয়াবহতা নিয়ে৷ ইসরায়েল ঈদ উপলক্ষ্যে হামলা বন্ধ রাখার ঘোষণা দিলেও সোমবার রাত থেকেই বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়৷ ঈদের দিনে জানাজাও হয়েছে সেখানে৷ এক জানাজায় প্রিয়জন হারানোর বেদনায় কাঁদছে এক ফিলিস্তিনি শিশু৷
ছবি: Reuters/Ibraheem Abu Mustafa
আতঙ্ক
ঈদের দিনেই ইসরায়েলের হামলা৷ চোখের সামনে মাটিতে মিশে গেল একটি বাড়ি৷ মারা গেল ৮ শিশুসহ ১০ জন, গুরুতর আহত ৪০ জনের মতো৷ এই কিশোরী প্রাণে বেঁচেছে, তবে তার চিরসঙ্গী হয়েছে মৃত্যু আতঙ্ক৷
ছবি: Reuters
প্রবাসে ঈদ
সিঙ্গাপুরের একটি মসজিদে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন প্রবাসী বাংলাদেশিরা৷
ছবি: Reuters
বৃষ্টি উপেক্ষা করে...
বাংলাদেশের মতো পাকিস্তানের বেশিরভাগ এলাকাতেও ঈদ-উল-ফিতর পালিত হয়েছে মঙ্গলবার৷ প্রবল বর্ষণের মাঝেই ঈদের নামাজ পড়েছেন অনেক শহরের মানুষ৷ লাহোরের বাদশাহী মসজিদে ঈদের নামাজ৷
ছবি: Arif Ali/AFP/Getty Images
নাইজারে ঈদ
পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ নাইজার৷ নাইজেরিয়া আর বেনিনের প্রতিবেশী এই দেশে সোমবার ঈদ-উল-ফিতর পালিত হয়েছে৷
ছবি: DW/L. Malam Hami
ঈদে ইথিওপিয়া
দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগসহ অনেক সমস্যায় জর্জরিত আফ্রিকার আরেক দেশ ইথিওপিয়ার মানুষদের মুখে এবারও অনাবিল হাসি এনেছে ঈদ-উল-ফিতর৷ রাজধানী আদ্দিস আবাবায় ঈদের জামাত৷
ছবি: DW/G. Tedla
জার্মানিতে ঈদ
জার্মানির মুসলমানরাও বিপুল উৎসাহ নিয়েই পালন করেছেন ঈদ৷ বন শহরে ঈদ উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন ইন্দোনেশীয় মুসলমানরা৷
ছবি: DW/Y. Farid
ঈদে দুবাই
দুবাইয়ের মুসল্লিরা ঈদের নামাজ পড়ে উৎসব উদযাপন শুরু করেন সোমবার৷ যাবিল মসজিদে ঈদের জামাত৷
ছবি: picture-alliance/AA
সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় মসজিদে...
বিশ্বের সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে বড় মসজিদ সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ আল-হারাম৷ সোমবার ঈদের নামাজ পড়তে সেখানে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমান৷
ছবি: picture-alliance/AA
শিশুমনে ঈদের নাচন
শিশুমনে ঈদের নাচন আফগানিস্তানে এমন দৃশ্য খুব কমই চোখে পড়ে৷ যুদ্ধ, বোমা হামলা, চালকবিহীন বিমান হামলার এ দেশেও ঈদে সাধারণ মানুষ আনন্দে মাতে৷ কাবুলের কয়েকটি শিশুর মনেও লেগেছিল আনন্দের দোলা৷
ছবি: picture-alliance/dpa
আতঙ্কের জনপদে...
মুরগি বিক্রি করতে গাজার রাস্তায় নেমেছে এক তরুণ৷ কেউ যদি যুদ্ধের বিভীষিকা তুচ্ছ করে একটা মুরগিও কিনতে আসে!
ছবি: Getty Images
শিশুর ক্ষোভ
জেরুসালেমের আল-আকসা মসজিদে সোমবার ঈদের জামাত হয়ে গিয়েছিল ইসরায়েলি হামলা-বিরোধী প্রতিবাদসভা৷ এক শিশু হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাতে হাতে তুলে নেয় প্লাস্টিকের বন্দুক৷
ছবি: Getty Images
13 ছবি1 | 13
ঈদের নামাজ পড়তে আসা নারী-পুরুষ সবার মুখেই ছিল একই কথা৷ তারা বলেন, আজ যখন বাংলাদেশে ঈদ হচ্ছে তখন ফিলিস্তিনে রক্ত ঝড়ছে৷ তাই ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে৷
দেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়৷ এখানে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় শেষে ফিলিস্তিনে ‘গণহত্যা' বন্ধে বিশেষ মোনাজাত করেন৷ লাখো মুসল্লি দু'হাত তুলে চোখের জলে গাজার নারী-পুরুষ ও শিশুদের জীবনরক্ষার জন্য প্রার্থনা করেন৷ এই জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ ডয়চে ভেলেকে টেলিফোনে বলেন, ‘‘এটা কোনো ধর্মের বিষয় নয়, ফিলিস্তিনে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটাই বড় কথা৷ এটা মানবতার প্রতি আঘাত৷ এই হত্যা বন্ধ করতে হবে৷ তিনি বলেন যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেন তাদের বুঝতে হবে পৃথিবীর কোনো অংশের মানুষকে হত্যার বিরুদ্ধে তারা যদি সোচ্চার না হন, ব্যবস্থা না নেন, তাহলে তাদের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে৷ মনে রাখতে হবে হিংসা কেবল হিংসারই জন্ম দেয়৷''
বাংলাদেশের সব ঈদ জামাতের মোনাজাতেই এবার প্রাধান্য পেয়েছে ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি৷ সাধারণ মুসল্লিরাও মোনাজাতের পাশাপাশি তাদের ক্ষোভ আর প্রতিবাদের কথা জানিয়েছেন৷
ঈদের জামাতে সংঘর্ষ : নিহত ১
হবিগঞ্জের লাখাই উপজেলায় ঈদের জামাতে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন৷ এছাড়া হবিগঞ্জের আরো চার উপজেলায় ঈদ জামাতে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, রোজা না রেখে ঈদের নামাজ পড়তে আসার অভিযোগ নিয়ে সকালে লাখাই উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ কামাল মোশাহিদ ও সাবেক ইউপি সদস্য সোয়াই মিয়ার লোকজন৷ সংঘর্ষে শামিম মিয়া (৫০) নামের একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হন৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে৷