1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবা মায়ের কথা মনে পড়ে...

৯ আগস্ট ২০১৩

সময় দ্রুতই বদলায়৷ আজ যে শিশু, কাল সে বাবা, পরশু দাদা৷ জীবনের এই চক্রের মাঝেই প্রতি বছর আসে ঈদ৷ বাঙালি মুসলমানের প্রাণের উৎসব৷ এই উৎসবে সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক আরো গাঢ় হয়৷

epa03817556 Muslim devotees attend the Eid al-Fitr prayer at the National Mosque in Dhaka, Bangladesh, 09 August 2013. Millions of Muslims are celebrating their biggest religious festival Eid al-Fitr which marks the end of the holy month of Ramadan. EPA/ABIR ABDULLAH
ছবি: picture-alliance/dpa

ইদানীং ফেসবুকে বেশ সক্রিয় নাট্যাভিনেতা আফজাল হোসেন৷ রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত এই অভিনেতা ঈদের দিন ফেসবুক লিখেছেন তাঁর বাবার কথা৷ আফজাল লিখেছেন, ‘‘নামাজ শেষে খুৎবা চলছে৷ দুই ছেলে আমার দুইদিকে বসা৷ মসজিদের দানের বাক্স এগিয়ে আসছে৷ মনে পড়ে গেলো আব্বার কথা৷ ঠিক এইরকম আমরা দুই ভাই তাঁর বাম ডানে বসা থাকতাম৷ দানবাক্স সামনে এলে আব্বা পকেট থেকে টাকা বের করে আমাদের হাতে দিতেন, আমরা সে টাকা খুব আনন্দে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দিতাম৷''

এখন ছেলেদের নিয়ে ঈদের জামাতে অংশ নেন আফজাল হোসেন৷ নিজের ছেলেবেলা তিনি খুঁজে পান সন্তানদের মাঝে৷ আফজাল লিখেছেন, ‘‘এখন প্রতি ঈদে বাক্স সামনে এলে পকেট থেকে আমি টাকা বের করে ছেলেদের হাতে দেই, ওরা ঠিক আমাদের মতোই মন দিয়ে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দেয়৷ আব্বার কথা মনে পড়ে৷ মনে হয় আমিই আব্বা, আমার সন্তানদের মনে হয় বালক বেলার সেই দুই ভাই আমরা, আব্বার দুই পাশে বসে রয়েছি...৷''

ব্লগার বদিউজ্জামান মিলন ঈদের দিনে স্মরণ করলেন মায়ের কথা৷ নিজের কন্যার মাঝেই এখন মাকে খুঁজে পান তিনি৷ মিলন লিখেছেন, ‘‘একটু আগে আমার মেয়েটা এসে আমাকে বলল, বাবা তুমি মনে হয় আমার ওপরে রাগ করেছো৷ আমি আমার ছোট্টো মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, না মা৷ আমি কি তোমার ওপর রাগ করতে পারি! তুমিই তো আমার সব৷ এক মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরেক মা ঠিকই আমাকে বুকে টেনে নিয়েছে৷''

আরেক ব্লগার সি এস আহমেদ ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমি আজকে আব্বুর কবর জিয়ারাত করে এসে আম্মুকে বলেছি – আব্বু তোমাদের সবার জন্য ঈদ মুবারক বলেছেন৷ আমি জিয়ারাত করা মাত্রই ফেরেশতারা অনেক অনেক আয়োজন করেছে৷ আব্বু বাকী কবরবাসীকে বলছেন – দেখো আমার ছেলে – এই ঈদে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে৷ আমাকে সে ভুলে যায় নাই৷ নেন আপনারাও আমার সাথে শেয়ার করুন৷''

এভাবেই ঈদের দিন ফেসবুক, ব্লগে পিতামাতাকে স্মরণ করেছেন অনেকে৷ কেউ কেউ প্রকাশ করেছেন সন্তানের ছবি৷ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্লগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি তাঁর ছোট্ট লেখার সঙ্গে প্রকাশ করেছেন কন্যা কিন্নরির কয়েকটি ছবি৷ ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের জন্য কেক তৈরি করেছে সে৷ জানা লিখেছেন, ‘‘বয়স মাত্র ৯ হলে কী হবে, দেশি-বিদেশি নানান খাবার তৈরি এবং বেকিং এ এক্কেবারে প্রথম সারির রন্ধন শিল্পী৷''

সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ