সময় দ্রুতই বদলায়৷ আজ যে শিশু, কাল সে বাবা, পরশু দাদা৷ জীবনের এই চক্রের মাঝেই প্রতি বছর আসে ঈদ৷ বাঙালি মুসলমানের প্রাণের উৎসব৷ এই উৎসবে সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক আরো গাঢ় হয়৷
বিজ্ঞাপন
ইদানীং ফেসবুকে বেশ সক্রিয় নাট্যাভিনেতা আফজাল হোসেন৷ রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত এই অভিনেতা ঈদের দিন ফেসবুক লিখেছেন তাঁর বাবার কথা৷ আফজাল লিখেছেন, ‘‘নামাজ শেষে খুৎবা চলছে৷ দুই ছেলে আমার দুইদিকে বসা৷ মসজিদের দানের বাক্স এগিয়ে আসছে৷ মনে পড়ে গেলো আব্বার কথা৷ ঠিক এইরকম আমরা দুই ভাই তাঁর বাম ডানে বসা থাকতাম৷ দানবাক্স সামনে এলে আব্বা পকেট থেকে টাকা বের করে আমাদের হাতে দিতেন, আমরা সে টাকা খুব আনন্দে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দিতাম৷''
‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’
সত্যিই তাই, ঈদের খুশি ছড়িয়ে পড়েছে চারদিকে৷ বাংলাদেশ, ভারত, জার্মানি কি গোটা বিশ্ব৷ ঈদের আনন্দে উচ্ছ্বসিত গোটা মুসলিম সম্প্রদায়৷ তাদের উৎসবে সঙ্গী অন্য ধর্মাবলম্বীরাও৷ এই বিষয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
ঈদ মুবারক
প্রায় এক মাস রোজা পালনের পর আসে ঈদ-উল-ফিতর৷ মুসলমানদের দুটি বাৎসরিক ঈদ উৎসবের একটি এটি৷ এই দিনটি তাই ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ভালোভাবে উদযাপনের চেষ্টা করেন৷ ঢাকায় শুক্রবার ঈদের জামাতে অংশ নেয়া এক নারীর ছবি এটি৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
জাতীয় মসজিদে ঈদের জামাত
বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়৷ ৯ই আগস্ট ঈদের দিন তোলা এই ছবিটি জাতীয় মসজিদের৷ মুসল্লিদের সুবিধার্থে অধিকাংশ ক্ষেত্রে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়৷
ছবি: picture-alliance/dpa
চাঁদ দেখে দিন নির্ধারণ
সাধারণত আরব এবং পশ্চিমা দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ পালন করা হয়৷ এই ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করা হয় চাঁদ দেখার ভিত্তিতে৷ ছবিতে ভারতের রাজধানী নতুন দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের নামাজ পড়ছেন মুসলমানরা৷
ছবি: Reuters
গান দেয় পূর্ণতা
পৃথিবীর বাংলা ভাষাভাষী অঞ্চল, বিশেষ করে বাংলাদেশে ঈদের একটি গান অত্যন্ত জনপ্রিয়৷ ঈদের আগের রাত থেকে টেলিভিশন, রেডিও থেকে শুরু করে রাস্তার পাশের দোকান, মার্কেট সর্বত্র বাজতে শুরু করে, ‘‘...রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ৷’’ এই একটি গানই ঈদ-উল-ফিতরের জানান দিতে যথেষ্ট৷ ছবিতে কলকাতার ঈদ জামাতে অংশ নেওয়া মুসলিম নারীদের দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/AP
কবি নজরুলের কালজয়ী গান
উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাঙালি কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান৷ বাঙালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ৷ কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন৷’’
ছবি: Noah Seelam/AFP/Getty Images
সবার বাড়িতেই দাওয়াত
ঈদের দিন প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যেতে প্রয়োজন হয় না কোন দাওয়াতের৷ আধুনিক শহুরে জীবনে প্রতিবেশীদের মধ্যে তেমন সখ্যতা না থাকলেও ছোট শহর, মফস্বল আর গ্রামে ঈদের জামাতের পরই প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যান ছেলে, বুড়ো সবাই৷ কারো বাড়িতে ঈদের পায়েস, কারো বাড়িতে মাংস-পরোটা কিংবা পোলাও – ঈদের দুপুরটা এভাবেই কেটে যায়৷ ছবিতে কলকাতায় ঈদের জামাত শেষে মিষ্টি কিনছেন মুসল্লিরা৷
ছবি: picture-alliance/AP
দিনের বেলা বিক্রি নয়
ঈদ-উল-ফিতর এর আগের একমাস বাংলাদেশে দিনের বেলায় প্রকাশ্যে খাবার বিক্রি একরকম বন্ধই থাকে৷ রাস্তার পাশের খাবার হোটেলগুলো ঢেকে দেওয়া হয় কালো পর্দায়৷ তবে সূর্যাস্তের খানিক আগে থেকে শুরু হয় খাবার বিক্রি৷ ঢাকায় তোলা এই ছবির মতোই ইফতারির পসরা সাজিয়ে রাস্তার পাশে বসেন অসংখ্য দোকানি৷ বিক্রিও হয় প্রচুর৷ ঈদের দিন থেকে পরের এগারো মাস আর এই বাণিজ্য দেখা যায়না৷
ছবি: dapd
লম্বা প্রস্তুতি
রমজানের তৃতীয় সপ্তাহ থেকে মূলত ঈদের প্রস্তুতি শুরু হয়৷ নতুন পোশাক কেনার জন্য মার্কেটে ভিড় করেন মুসলমানরা৷ এ সময় দোকানগুলোতে দেখা দেয় উপচে পড়া ভিড়৷ আফগানিস্তানসহ অনেক দেশে দোকানিরা ঈদ উপলক্ষ্যে বিভিন্ন বিশেষ অফার দিয়ে থাকেন৷ মিষ্টি এবং শুকনো ফল ঈদ উপহার হিসেবে আফগানিস্তানে বেশ জনপ্রিয়৷
ছবি: DW/I. Spezalai
যানবাহনে ভিড়
রমজানের শেষ সপ্তাহে যানবাহনেও সৃষ্টি হয় ব্যাপক ভিড়৷ এ সময় পরিবার, পরিজনের সঙ্গে ঈদ করতে শিকড়ের টানে ঢাকা ছাড়েন অনেক মানুষ৷ ঈদের ছুটিও বেশ লম্বা হয়৷ (ফাইল ফটো)
ছবি: dapd
পরিবারের সঙ্গে প্রার্থনা
জার্মানিতে ঈদের সকালে সাধারণত পুরো পরিবারই মসজিদে চলে যান৷ অধিকাংশ মসজিদে নারীর নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে৷ আর নামাজের পর সবাই মিলে মসজিদেই ঈদের খাবার খান৷ এরপর বাংলাদেশসহ অন্য অনেক দেশের মতো জার্মানিতেও কবরে পরিদর্শনে যান অনেক মুসলমান৷ ঈদের দিন পরিবারের মৃত সদস্যের কবর জিয়ারত করেন তারা৷
ছবি: Barbara Sax/AFP/Getty Images
উৎসব একই, নাম অনেক
জার্মানিতে ঈদ মূলত ‘বায়রাম’ অথবা ‘সুকারফেস্ট’ নামে পরিচিত৷ বায়রাম শব্দটি এসেছে তুরস্ক থেকে, এর অর্থ ছুটি৷ আর সুকারফেস্ট-এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি উৎসব৷ তবে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসবটি বাংলাদেশ, ভারতসহ আন্তর্জাতিকভাবে ঈদ-উল-ফিতর হিসেবেই পরিচিত৷
ছবি: MUSTAFA OZER/AFP/Getty Images
11 ছবি1 | 11
এখন ছেলেদের নিয়ে ঈদের জামাতে অংশ নেন আফজাল হোসেন৷ নিজের ছেলেবেলা তিনি খুঁজে পান সন্তানদের মাঝে৷ আফজাল লিখেছেন, ‘‘এখন প্রতি ঈদে বাক্স সামনে এলে পকেট থেকে আমি টাকা বের করে ছেলেদের হাতে দেই, ওরা ঠিক আমাদের মতোই মন দিয়ে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দেয়৷ আব্বার কথা মনে পড়ে৷ মনে হয় আমিই আব্বা, আমার সন্তানদের মনে হয় বালক বেলার সেই দুই ভাই আমরা, আব্বার দুই পাশে বসে রয়েছি...৷''
ব্লগার বদিউজ্জামান মিলন ঈদের দিনে স্মরণ করলেন মায়ের কথা৷ নিজের কন্যার মাঝেই এখন মাকে খুঁজে পান তিনি৷ মিলন লিখেছেন, ‘‘একটু আগে আমার মেয়েটা এসে আমাকে বলল, বাবা তুমি মনে হয় আমার ওপরে রাগ করেছো৷ আমি আমার ছোট্টো মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, না মা৷ আমি কি তোমার ওপর রাগ করতে পারি! তুমিই তো আমার সব৷ এক মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরেক মা ঠিকই আমাকে বুকে টেনে নিয়েছে৷''
আরেক ব্লগার সি এস আহমেদ ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমি আজকে আব্বুর কবর জিয়ারাত করে এসে আম্মুকে বলেছি – আব্বু তোমাদের সবার জন্য ঈদ মুবারক বলেছেন৷ আমি জিয়ারাত করা মাত্রই ফেরেশতারা অনেক অনেক আয়োজন করেছে৷ আব্বু বাকী কবরবাসীকে বলছেন – দেখো আমার ছেলে – এই ঈদে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে৷ আমাকে সে ভুলে যায় নাই৷ নেন আপনারাও আমার সাথে শেয়ার করুন৷''
এভাবেই ঈদের দিন ফেসবুক, ব্লগে পিতামাতাকে স্মরণ করেছেন অনেকে৷ কেউ কেউ প্রকাশ করেছেন সন্তানের ছবি৷ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্লগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি তাঁর ছোট্ট লেখার সঙ্গে প্রকাশ করেছেন কন্যা কিন্নরির কয়েকটি ছবি৷ ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের জন্য কেক তৈরি করেছে সে৷ জানা লিখেছেন, ‘‘বয়স মাত্র ৯ হলে কী হবে, দেশি-বিদেশি নানান খাবার তৈরি এবং বেকিং এ এক্কেবারে প্রথম সারির রন্ধন শিল্পী৷''