1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের দিন সৌদি আরবে ২৪ ঘণ্টা কারফিউ

১৩ মে ২০২০

ঈদ-উল-ফিতরের মাঝেই গোটা দেশজুড়ে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি থাকবে সৌদি আরবে, জানালো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

Saudi Arabien Mekka Große Moschee Luftaufnahme, Ramadan
ছবি: AFP/B. Albandani

রমজান মাসেরশেষে ২২ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই কারফিউ৷ ১৩ মে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল এই তথ্য৷ উদযাপনে করোনা সংক্রমণ যাতে না বাড়ে, তা নির্দিষ্ট করতেই এমন পদক্ষেপ৷ 

কারফিউর নির্দেশনা কেউ ভঙ্গ করলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আরব নিউজ৷ 

২২ মের আগে রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক চলাফেরায় কোনো নিষেধাজ্ঞা ছিল না৷ শুধু মক্কায় কড়া কারফিউ জারি ছিল, জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা এসপিএ৷

তবে রমজানের আগে দিনব্যাপী কারফিউ জারি করা হয়েছিল সৌদি আরবে৷ পরে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়৷ করোনা ভাইরাসে আক্রান্ত অঞ্চলগুলির জন্য জারি রাখা হয় বিধিনিষেধ৷

শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৭১৯ জন৷ প্রাণ হারিয়েছেন ৩৬৪ জন৷ জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা-আক্রান্ত রয়েছেন৷

এসএস/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ