1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের পরে মাঠের লড়াই!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ জুলাই ২০১৪

ঈদের পরে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে নামছে৷ সেই আন্দোলন মোকাবিলায় শাসক দল আওয়ামী লীগও নানা প্রস্তুতি নিচ্ছে৷ এ ব্যাপারে করণীয় ঠিক করতে বিকেলে বসেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘মাঠের খেলা মাঠেই হবে৷'' এর জবাবে বিএনপি বলেছে, ‘‘প্রধানমন্ত্রী রক্তাক্ত প্রান্তরেরই অশুভ ইঙ্গিত দিয়েছেন৷''

আন্দোলন মোকাবিলায় মাঠে থাকার পাশাপাশি বিএনপিকে আগের মতোই মামলায় ব্যস্ত রাখতে চায় শাসক দল আওয়ামী লীগ৷ সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘বিএনপি-জামায়াতের সহিংসতা ও হেফাজতে ইসলামের তাণ্ডবের নিস্ক্রিয় মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্ত করতে পুলিশকে বলা হয়েছে৷'' হেফাজতসহ সারাদেশে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১০ হাজারের মতো মামলা আছে৷

তবে এবার রাজনৈতিকভাবেও আওয়ামী লীগ বিএনপিকে মোকাবিলা করতে চায়৷ সেজন্য সংগঠনকে চাঙ্গা করার নির্দেশ দেয়া হয়েছে৷ ঈদে নেতাদের ও এমপিদের এলাকায় গণসংযোগ করতে বলা হয়েছে৷ এছাড়া স্থানীয় পর্যায়ে দলে যেসব বিভক্তি আছে তাও দূর করতে নির্দেশ দেয়া হয়েছে৷ নেতাদের এলাকার ঠিকাদারিসহ সব ধরণের আর্থিক কাজ দলীয় নেতা-কর্মীদের মধ্যে সমতার ভিত্তিতে বণ্টনের জন্য বলা হয়েছে, যাতে দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ না থাকে৷

একারণেই ঈদের আগে সোমবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ঈদের পরে বিএনপির সরকারবিরোধী আন্দোলন মোকাবিলার কৌশল নির্ধারণ৷

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘‘বিএনপি যদি রাজনৈতিক আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করা হবে৷ এজন্য তারা দলীয়ভাবে প্রস্তুত আছেন৷

বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি দিলে আমরা তাতে বাঁধা দেব না৷ কিন্তু কর্মসূচির নামে সহিংসতা ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করবে৷'' তিনি জানান, ‘‘সারাদেশে সংগঠনকে আরো শক্তিশালী করা হচ্ছে৷ নেতা-কর্মীরা সক্রিয় হচ্ছেন৷ আর মহাজোটের শরিকরাও একসঙ্গে কাজ করছেন৷''

এদিকে যুক্তরাজ্য সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের পরে বিএনপির সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার বলেন, ‘‘মাঠের খেলা মাঠেই হবে৷ ফুটবল মাঠে কে কয়টা গোল দেয়, সেটা সেখানেই দেখা যাবে৷ মাঠে নামুক না৷ মাঠে আওয়ামী লীগ আছে, মানুষও আছে৷''

এর জবাবে সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘প্রধানমন্ত্রী রক্তাক্ত প্রান্তরের অশুভ ইঙ্গিত দিচ্ছেন৷'' তিনি বলেন, ‘‘ঈদের পর সব মাঠ থাকবে জনগণের দখলে৷ ক্ষমতাসীনদের বাছাই করা র‌্যাব-পুলিশের নিষ্ঠুর কর্মকর্তারা নিজেদের পাপে নিজেরাই ধরা খাচ্ছে৷ অপরাধী, খুনিরা কখনোই বেশিদিন আইনের আওতা থেকে বাইরে থাকতে পারে না৷ এই সমস্ত খেলোয়াড়দের নিয়ে শেখ হাসিনা যে বড়াই করছেন, সেটির এবার চূড়ান্ত পরিণতি দেখবেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ