1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্দলীয় সরকারের রূপরেখা

১২ আগস্ট ২০১২

নির্দলীয় সরকারের একটি রূপরেখা দেশের মানুষের কাছে প্রকাশ করবে বিএনপি৷ আর প্রকাশের পর তা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

ছবি: picture-alliance/Dinodia Photo

বিএনপি নেতা হান্নান শাহ বলেছেন ঈদের পর এই রূপরেখা প্রকাশ করা হবে৷

বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে আন্দোলনকে বেগবান করতে৷ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এই রূপরেখা দেশের মানুষের সামনে তুলে ধরে তা বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে৷ আর রূপরেখা তৈরিতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজও হচ্ছে বলে জানান তিনি৷ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সমানে রেখে তারা এই রূপরেখা তৈরি করছেন৷

তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের ধারণাকে প্রত্যাখ্যান করার কারণও ব্যাখ্যা করেন৷ তিনি বলেন সেই সরকারের প্রধান যদি প্রধানমন্ত্রী নিজেই হন তাহলে এর কোন নিরপেক্ষতা থাকেনা৷ নির্বাচনকালীন সরকারের প্রধানকে অবশ্যই নিরপেক্ষ এবং নির্দলীয় হতে হবে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে তাঁরা কাজ করছেন৷ আর বিএনপির আরেক নেতা হান্নান শাহ বলেছেন ঈদের পর তাঁরা এই রূপরেখা প্রকাশ করবেন৷

প্রতিবেদন: হারুর উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ