করোনাকে সামনে রেখে ভিন্ন মাত্রায় এবার বাংলাদেশে ঈদুল ফিতরের প্রস্তুতি নেয়া হচ্ছে৷ ঈদের জামায়াতের সামাজিক দূরত্ব নিয়ে আছে এক ধরনের শঙ্কা৷ অন্যদিকে ঢাকা থেকে গ্রামে যাওয়া মানুষ করোনা বিস্তারে ভূমিকা রাখতে পারে৷
বিজ্ঞাপন
বাংলাদেশে এবার কোথাও খোলা মাঠ বা ঈদগায়ে ঈদের নামাজ না পড়ার নির্দেশনা আছে৷ তাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় এই প্রথমবারের মত দেশের বৃহত্তম ঈদের জামাত হচ্ছে না৷ শোলাকিয়ার এই ঐতিহ্যবাহী জামাতে শুধু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নয়, বাইরের দেশ থেকেও মুসলমানরা যোগ দিতেন৷ চার-পাঁচ লাখ লোক নামাজ আদায় করতেন একসাথে৷ ১৯২ বছর ধরে এখানে ঈদ জামাত হয়ে আসছে৷ চলতি বছর ১৯৩ তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷
শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জানান, ‘‘সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এবার ঈদের জামাত বন্ধ করা হয়েছে৷ কারণ করোনায় যে সামাজিক দূরত্ব রাখা দরকার সেটা এখানে এত লোকের মধ্যে সম্ভব নয়৷’’
তিনি বলেন, ‘‘শোলাকিয়ায় ঈদের জামাত শুরুর পর থেকে এই প্রথম বন্ধ রাখা হলো৷ আগে কোনো পরিস্থিতিতে জামাত বন্ধ হয়নি৷’’
ফরিদউদ্দিন মাসউদ
ফরিদউদ্দিন মাসউদ এখন ঢাকায় আছেন৷ ঈদের দিনও থাকবেন৷ এবার তিনি ঈদের নামাজ পড়াবেন রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় মসজিদে৷ তিনি বলেন, ‘‘খোলা মাঠে ঈদের নামাজ পড়ার আলাদা গুরুত্ব আছে, সওয়াব বেশি হয়৷ কিন্তু পরিস্থিতির কারণে এবার তা করা যাচ্ছে না৷ এতে ইসলামের বিধানের কোনো ব্যত্যয় ঘটছে না৷’’
মসজিদগুলো কী ব্যবস্থা নিচ্ছে?
মসজিদগুলোতে যাতে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ হয় তার প্রস্তুতি চলছে৷ প্রধান ঈদের জামায়াত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে৷ রোববার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রস্তুতি পরিদর্শন করেছেন৷ মসজিদের পরিচালক ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, ‘‘আমরা সামাজিক দূরত্ব মেনেই নামাজের প্রস্তুতি নিয়েছি৷ তিন ফুট দূরত্ব ও এক কাতার বাদ দিয়েই নামাজ হবে৷ সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহার করতে বলেছি৷ সকাল ৮টা থেকে পাঁচটি জামাত হবে৷ এরপর প্রয়োজন হলে আরো একটি জামাত করা হবে৷’’
তিনি জানান, বিগত জুমাগুলোতেও তারা একই ধরনের সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেছেন৷ আগে মসজিদের ম্যাট সরিয়ে দেয়া হয়েছে৷ জীবানুনাশক দিয়ে মসজিদ জীবানুমুক্ত করা হয়েছে৷ মসজিদের গেটে বসানো হাত ধোয়ার বেসিন৷ রাখা আছে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার৷ পাশাপাশি যারা ঈদের নামাজ পড়তে আসবেন তাদেরকে বাসা থেকে ওযু করে আসতে বলা হয়েছে৷ মহীউদ্দিন মজুমদার বলেন, ‘‘আমরা এটা বার বার ঘোষণা দিচ্ছি৷ আর ঈদের দিন যাতে শৃঙ্খলা এবং সামজিক দূরত্ব থাকে সেজন্য পুলিশের সহায়তা চেয়েছি৷’’
গণপরিবহণ বন্ধ, তবুও থেমে নেই বাড়ি ফেরা
বাস চলছে না, ছাড়ছে না ট্রেন কিংবা লঞ্চও৷ গণপরিবহণ বন্ধ, তবুও অনেক মানুষ ঢাকা থেকে ছুটছেন বাড়িতে৷ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন কিংবা প্রয়োজনের তাগিদে নানা উপায়ে তারা শহর ছাড়ছেন৷
ছবি: DW/S. Hossain
অলস কমলাপুর
এই সময়টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন ঘরমুখো মানুষের ভিড়ে কোলাহলমুখর থাকার কথা৷ সেখানে এখন যাত্রীদের ব্যস্ততা নেই৷ অলস পড়ে আছে শুধু ট্রেনগুলো৷
ছবি: DW/S. Hossain
নীরব সদরঘাট
এখন হয়তো সদরঘাটে পা রাখাটাই দায় হত যদি সময়টা ভিন্ন হত৷ অথচ ঈদের একদিন আগেও সেখানে মানুষের ছুটোছুটি নেই, ঘাট ছাড়ার জন্য লঞ্চের তাড়া নেই৷
ছবি: DW/S. Hossain
বাস আছে, যাত্রী নেই
ঈদের সময় মহাসড়কে জ্যামের কারণে টার্মিনালগুলোতে বাস সংকট আর যাত্রীদের অপেক্ষার দৃশ্যই চিরচেনা৷ কিন্তু গাবতলীতে এখন হাজারো বাস থাকলেও যাত্রীরা অপেক্ষায় নেই৷
ছবি: DW/S. Hossain
ফাঁকা টিকেট ঘর
ঢাকায় দূরপাল্লার বাসের টিকেট কাউন্টারগুলো ঈদের আগে এমন ফাঁকা কি কল্পনা করা যায়! বাস যেহেতু ছাড়ছে না, তাই টিকেট ঘর খোলার প্রশ্নও আসছে না৷
ছবি: DW/S. Hossain
ডাবলডেকার যাবে না
সাধারণত রাজধানীতে চলাচল করলেও ঈদের সময় যাত্রী নিয়ে দূরপাল্লায় পাড়ি দিতে দেখা যায় বিআরটিসির দ্বিতল বাসগুলোকে৷ সেগুলো এখন অকেজো পড়ে আছে ডিপোতে৷
ছবি: DW/S. Hossain
ট্যাক্সিক্যাবের কল নেই
মানুষকে বাস, ট্রেন বা লঞ্চ স্টেশনে কিংবা স্বল্পদূরত্বে পৌঁছে দিতে পারে টেক্সিক্যাবগুলোও৷ ব্যক্তিগত যান ছাড়া সব গণপরিবহন বন্ধ এমন ঘোষণায় তাদেরও গ্যারেজ ছেড়ে বেরুনোর উপায় নেই৷
ছবি: DW/S. Hossain
তবুও আশা
এরপরও অনেকে ঘর থেকে বেরিয়েছেন ঢাকা ছাড়ার পথগুলোর উদ্দেশ্যে৷ সেখান থেকে যদি কোনো বাহন মিলে৷
ছবি: DW/S. Hossain
পায়ে হাঁটা
গাবতলীতে কোন বাহন মিলেনি৷ পায়ে হেঁটেই তাই যাত্রা শুরু করেছে এই পরিবার৷
ছবি: DW/S. Hossain
রোগী নন যাত্রী
রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচলে বাধা নেই৷ কাজেই রোগীর বাহনটিও অনেকের জন্য এখন বাড়ি ফেরার অবলম্বন৷
ছবি: DW/S. Hossain
পুলিশের চেকপোস্ট
শুরুতে ঢাকায় ঢোকা এবং বাহির হওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় পুলিশের চেকপোস্ট ছিল৷ তবে এখন তা অনেকটাই শিথীল৷
ছবি: DW/S. Hossain
ব্যক্তিগত যান
গণপরিবহণ বন্ধ থাকলেও ব্যক্তিগত যানে ঢাকা ছাড়তে কোন বাধা নেই৷ এমন সিদ্ধান্তের পরে রাস্তায় কার, মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে৷
ছবি: DW/S. Hossain
ভাড়ায় প্রাইভেট কার
কিন্তু প্রাইভেট কারে শুধু মালিকরা যাচ্ছেন না৷ অনেক রেন্ট এ কার বা ভাড়ায় খাটা প্রাইভেট কার এই সুযোগে নেমে পড়েছে যাত্রী পরিবহনে৷
ছবি: DW/S. Hossain
জনপ্রতি ৫০০ টাকা
মাইক্রোবাস বা কারে গাবতলী থেকে যাওয়া যাচ্ছে পাটুরিয়া ঘাটে৷ তবে গুণতে হবে জনপ্রতি ৫০০ টাকা৷
ছবি: DW/S. Hossain
মোটরসাইকেলও ভরসা
প্রাইভেট কার না হলে মোটরসাইকেলও আছে৷ রাইড শেয়ারিংয়ে চালানো বাইকাররা স্বল্প দূরত্বে যাত্রীদের পৌঁছে দিচ্ছে৷
ছবি: DW/S. Hossain
সিএনজি অটোরিক্সা
কেউ কেউ সেএনজি চালিত অটোরিক্সাতেও রওনা হয়েছেন৷ তবে কতটুকুই আর যেতে পারবেন!
ছবি: DW/S. Hossain
লোকারণ্য ফেরিঘাট
যারা কষ্ট করে পৌঁছাতে পেরেছেন মাওয়া ফেরিঘাটে তাদের চিত্রটা ছিল এমন৷ হাজারো মানুষের এই ভিড়ে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখার কোন তাড়না বা উপায় নেই৷
ছবি: DW/S. Hossain
ফাঁকা রাজধানী
তবে ঢাকার রাস্তাগুলো ঠিকই ঈদের পুরনো রূপই ফিরে পেয়েছে৷
ছবি: DW/S. Hossain
17 ছবি1 | 17
শুক্রাবাদ জামে মসজিদের খতিব মুফতি মো. আতাউল্লাহ জানান, তাদের পাঁচতলা মসজিদের সব তলায়ই ঈদের নামাজের আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা মাইকে ঘোষণা দিয়ে ঈদের নামাজের সামাজিক দূরত্বের নিয়ম জানিয়ে দিচ্ছি৷ মসজিদের গেটেও নোটিশ দেয়া হয়েছে৷’’
কলাবাগান ডরমেটরি জামে মসজিদেও একই ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷ তারা ঈদে একাধিক জামাত করবে৷ একটি জামাত চলার সময় বাইরে দাঁড়িয়ে থাকা মুসল্লিরাও যাতে সামাজিক দূরত্ব মানেন সেজন্য স্বেচ্ছাসেবক থাকবে৷
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা ও জেলা পর্যায়ে ইমামদের সাথে প্রশাসনের লোকজন বৈঠক করে ঈদের নামাজের নিয়ম জানিয়ে দিয়েছে৷ এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে৷
কিন্তু বাস্তবে নির্দেশনা কার্যকর কতটা সম্ভব হবে তা সোমবার ঈদের দিনই বোঝা যাবে৷ বাংলাদেশের বরিশাল, চাঁদপুর, শরিয়তপুর দিনাজপুরসহ কয়েকটি জেলার কিছু এলাকার মুসলিমরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ (রবিবার) ঈদ উদযাপন করছেন৷ সকালে ঈদের জামাতে ওই সব এলাকায় সামাজিক দূরত্ব তেমন মানা হয়নি৷ খোলা মাঠেও নামাজ হয়েছে৷ আর নামাজের পর কোলাকুলিও করতে দেখা গেছে৷ যা করোনার কারণে নিষেধ করা হয়েছে৷
মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার
ঈদের পর কী হবে?
এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও হাজার হাজার মানুষ ঈদে ঢাকা ছেড়েছেন নিজস্ব ব্যবস্থাপনায়৷ রোববারও ব্যক্তিগত যানবাহন এবং কার ও মাইক্রেবাস ভাড়া করে গ্রামে গেছেন অনেকে৷ বিভিন্ন এলাকায় কথা বলে জানা গেছে, যারা ঢাকা থেকে গ্রামে গেছেন তারা এলাকায় অবাধে ঘোরাফেরা করছেন৷ বাজারে যাচ্ছেন, মসজিদে নামাজ পড়ছেন৷ কোয়ারান্টিনের নিয়ম মানছেন না৷ কয়েকটি এলাকায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে বলেও খবর পাওয়া গেছে৷ অন্যদিকে ঢাকার যে মার্কেটগুলো খোলা আছে সেখানে ঈদের আগের দিন শনিবার উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে৷ সামাজিক দূরত্ব বলতে কিছু চোখে পড়েনি৷
এই পরিস্থিতিতে ঈদের পর বাংলাদেশে করোনা সংক্রমণের উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা৷ তারা মনে করেন এবার, সারাদেশে সমহারে করোনা ছড়িয়ে পড়তে পারে৷ প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলায় শনিবার পর্যন্ত করোনা সংক্রমণের হার খুব কম ছিলো৷ ১০০ জনের নীচে৷ সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা তিনটি-ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ৷ মোট সংক্রমণের ৮০ ভাগ এই তিন অঞ্চলে৷ চার নাম্বারে চট্টগ্রাম৷ এই চারটিই শিল্প ও বাণিজ্য অঞ্চল৷ এই অঞ্চলগুলো থেকে মানুষ গ্রামে যাওয়া মানে ভাইরাস নিয়ে যাওয়া৷ এখন তারা গ্রামে গিয়ে হাটে বাজারে যাচ্ছেন৷ নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন৷ ঈদের নামাজ পড়বেন৷ সবার সাথে মিশছেন৷ এর ফলে সারাদেশে করোনা ‘সুষমভাবে' ছড়িয়ে পড়ার আশঙ্কা করছি৷’’
তার মতে এ কারণে ঈদের পর করোনায় আক্রান্তের হার বেড়ে যাবে৷ এখন মোট যত টেস্ট করা হয় তার শতকরা ১৭ ভাগ আক্রান্ত পাওয়া যাচ্ছে৷ ঈদের পর তা ২৫ ভাগ বা তার বেশিও হতে পারে৷
লেলিন চৌধুরী বলেন, ‘‘এখনই প্রস্তুতি না নিলে ঈদের পর করোনা চিকিৎসার অবস্থা আরো জটিল হবে৷ ঢাকায় কোভিড হাসপাতালগুলোতে আর মাত্র ৫০টি আইসিইউ খালি আছে৷ অচিরেই আর কোনো আইসিইউ খালি পাওয়া যাবে না৷’’
করোনা নিয়ে বাংলাদেশে সিদ্ধান্ত নেয়ায় সমন্বয়হীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক৷
করোনা কালের ঈদ
করোনা মহামারির আতঙ্কের মধ্যেই এসেছে ঈদ৷ সৌদি আরব, মিশর, ওমানসহ বিশ্বের অনেক দেশ এবার ঈদ জামাত নিষিদ্ধ করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে৷
ছবি: imago images/Pacific Press Agency/R. S. Hussain
সৌদি আরবে কারফিউ
সৌদি আরবে আগামী ২৩ থেকে ২৭ মে ঈদুল ফিতরের ছুটি৷ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার ঈদের ছুটিতে দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণকে এ বছর ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে৷
ছবি: Reuters
কাবা শরীফ
করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মার্চের মাঝামাঝি থেকেই মুসলমানদের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়৷
ছবি: Reuters
সৌদি আরবের পথে মিশর
সৌদি আরবের মত মিশরও ঈদের ছুটিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে৷ ১৯ মে বিকাল ৫টা থেকে দেশটিতে কারফিউ শুরু হয়েছে৷ এছাড়া ২৪ মে থেকে টানা ছয় দিন সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও জানিয়েছে দেশটির সরকার৷ ছবিতে কায়রোর একটি মসজিদে অতীতে অনুষ্ঠিত ঈদের জামাত দেখা যাচ্ছে৷
ছবি: Reuters
ওমানে জমায়েতে নিষেধাজ্ঞা-শাস্তি
ওমানের বাসিন্দাদের এবার বাড়িতে বসেই ঈদের নামাজ পড়তে হচ্ছে৷ দেশটিতে ঈদ জামাতসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি আইন লাঙ্ঘনে জেল-জরিমানার শাস্তির বিধান রাখা হয়েছে৷ দেশটিতে বাইরে মাস্ক করা বাধ্যতামূলক৷
ছবি: Anne Allmeling
জর্ডানে যান চলাচলে কড়াকড়ি
মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানে ঈদের দিন যান চলাচলে কড়াকড়ি আরোপের ঘোষণা দেওয়া হয়েছে৷
ছবি: Getty Images/AFP/K. Mazraawi
ইরানে দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে প্রথম করোনা ভাইরাস মারাত্মকভাবে বিস্তার লাভ করে৷ প্রথম দফার সংক্রমণ কমে গেলেও সেখানে দ্বিতীয় দফায় আবারও সংক্রমণ বাড়ছে৷ তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষার নিয়ম মেনে ঈদ জামাতের অনুমতি দিয়েছে৷
ছবি: picture-alliance/ZB/R. Zimmermann
তুরস্কে ঈদে চারদিনের লকডাউন
ঈদের ছুটির চারদিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ ২৩ মে থেকে কার্যকর হচ্ছে লকডাউন৷
ছবি: picture-alliance/NurPhoto/O. Dogman
পাকিস্তানে নিয়ম মেনে ঈদ জামাত
পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু উভয়ই বাড়ছে৷ তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্বের নিয়ম মানার শর্তে ঈদ জামাত আয়োজনের অনুমতি দিয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বাংলাদেশে খোলা জায়গায় ঈদ জামাতে মানা
করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছের মসজিদে পড়তে বলেছে সরকার৷ তবে কোলাকুলি ও হাত মেলানো বারণ৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
দিল্লিতে বাড়িতেই ঈদের নামাজ
এ বছর ঈদ বাড়িতে বসেই কাটানোর নির্দেশ দিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম৷ তাঁকে সমর্থন জানিয়েছেন ভারতের ইসলামিক স্কলাররা৷
ছবি: DW/Syamantak Ghosh
যুক্তরাজ্যে প্রথমবার ঈদ জামাত হচ্ছে না
যুক্তরাজ্য সরকার দেশটির মুসলমানদের এবছর ঘরেই ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছে৷ দেশটিতে এই প্রথম ঈদের জামাত হচ্ছে না বলে জানান দেশটির ধর্মীয় নেতারা৷