1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ি ফেরা

১৮ আগস্ট ২০১২

ট্রেনের সময় ঠিক থাকছে না৷ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বাসে৷ আর এর সঙ্গে যোগ হয়েছে যানজট৷ তবুও ঈদে বাড়ি ফেরার আনন্দে অনেকেই মেনে নিচ্ছেন এইসব হয়রানি৷ এদিকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন৷

Bangladeshi Muslims try to board an overcrowded train as they head home ahead of Eid al-Fitr, in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 30, 2011. Eid al-Fitr marks the end of the fasting month of Ramadan. (Foto:Pavel Rahman/AP/dapd)
ছবি: dapd

আগে ছিল ট্রেনের টিকেট পাওয়ার যুদ্ধ৷ আর এখন শুরু হয়েছে ঠিক সময়ে বাড়ি যাওয়া নিয়ে যুদ্ধ৷ কোনো ট্রেনই ঠিক সময়ে ছাড়ছে না৷ আবার কখন ছাড়বে তারও কোনো নিশ্চয়তাও নেই৷ ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা তাই অলস সময় কাটান ট্রেনের অপেক্ষায়৷

তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর দায় চাপান বেচারা ট্রেনের উপরই৷ তিনি এই অবস্থা দেখে বললেন ট্রেনগুলো বুড়ো হয়ে গেছে৷ তাই এই বুড়ো ট্রেন দিয়ে সময় ঠিক রাখা সম্ভব নয়৷

এদিকে গাবতলী বাস টার্মিনালে যেমন আছে বাসের টিকেটের সংকট, তেমনি আছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ৷ যাঁরা আগেই টিকেট কেটেছেন, তাঁরাও ঠিক মতো বাস পাচ্ছেন না৷ বসে থাকতে হচ্ছে৷ যানজটের কারণে বিপরীত দিকের বাস আসতে দেরি হওয়ায় গাবতলী থেকে ছাড়তেও দেরি হচ্ছে৷

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট মানুষের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে৷ একই অবস্থা গাজীপুরে৷ তারপরও যাঁরা শেষ পর্যন্ত রওয়ানা হতে পেরেছেন, তাঁরা খুশি৷

ঢাকা সদরঘাটেও বেজায় ভিড়৷ দক্ষিণাঞ্চলের যাত্রীরা লঞ্চের ছাদে চড়েই রওয়ানা হয়েছেন৷ যদিও নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ছাদে কোনো যাত্রী যেতে পারবেন না৷

শুক্রবার মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন৷ আহত হয়েছে ৫০ জনেরও বেশি যাত্রী৷ আর আর মাওয়া ঘাটে স্পিড বোট ডুবে নিখোঁজ হয়েছেন আরো সাত জন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ