1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে জমজমাট তৃণমূলের রাজনীতি

১৭ জুন ২০১৮

এ বছর ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা৷ আর ঈদের পর ঢাকার বাইরে চারটি সিটি কর্পোরেশনের নির্বাচন৷ তাই এবারের ঈদকে তৃনমূলে গণসংযোগের মোক্ষম সুযোগ হিসেবে বেছে নিয়েছেন নেতা কর্মীরা৷

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগের ফাইল ছবিছবি: bdnews24.com

বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুরের উপজেলা মঠবাড়িয়া৷ এই একটি উপজেলা নিয়েই একটি সংসদীয় আসন৷ এবার ঈদে আসছে জাতীয় নির্বাচনে যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হতে চান তারা ছিলেন সক্রিয়৷ তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গনসংযোগ করেছেন৷ উপহার সামগ্রী বিতরণ করেছেন৷ আয়োজন করেছেন খাওয়া দাওয়ার৷ সেখানকার দৈনিক সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু ডয়চে ভেলেকে জানান, ‘‘শুধু ঈদ নয় পুরো রমজানের সময় ইফতার মাহফিলের মাধ্যমে এই জনসংযোগ শুরু হয়৷ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা পুরো রমজান মাস জুড়েই সক্রিয় ছিলেন৷ বড় বড় ইফতার মাহফিলে ১০-১২ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়৷''

‘বড় ইফতারে ১০-১২ হাজার মানুষকে আমন্ত্রণ করা হয়’

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘ঈদে শুধু উপজেলা বা পৌর এলাকায় নয়, গ্রামাঞ্চলেও ঈদের শুভেচ্ছা বিনিময় এবং জনসংযোগে যান মনোনয়ন প্রত্যাশীরা৷ তাদের এই জনসংযোগ এখনো চলছে৷ ঈদের দিন কয়েকজন খাবার দাবারেরও আয়োজন করেন৷ কেউ কেউ বিতরণ করেন উপহার সামগ্রী৷ তবে উপহার সামগ্রী পাওয়ায় দলীয় কর্মী সমর্থকদেরই প্রাধান্য ছিল৷''

তিনি বলেন, ‘‘পুরো পিরোজপুর জেলা জুড়েই একই চিত্র ছিল৷’’ দেশের অন্যান্য এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দুই বড় দলের যেসব নেতারা ঢাকায় থাকেন তারা এবার ঈদে প্রায় সবাই যার যার এলাকায় গিয়েছেন৷ সরকারি দল আওয়ামী লীগের এমপি এবং নেতাদের এবার ঈদে গ্রহণযোগ্য কারণ ছাড়া এলাকায় গিয়ে ঈদ করার নির্দেশ দেয়া হয়৷ আর বিএনপিও নেতাদের ঈদের সময় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ করতে বলে৷

‘ঈদে বিএনপি'র নেতারা এলাকায় সক্রিয় আছেন’

This browser does not support the audio element.

আর রমাজান মাসজুড়েই রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলে কর্মীদের সমাবেশ ঘটিয়েছেন৷ উপহর সামগ্রী বিতরণ করেছেন৷ গরিব মানুষকে নানাভাবে সহায়তা করেছেন অনেকে৷

সুনামগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির সুজন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এখনো নির্বাচনে যাব কিনা তা নির্ভর করছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির ওপর৷ আমাদের দলীয় সিদ্ধান্ত হলো খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচনে যাব না৷ কিন্তু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত থাকছি৷ সেই প্রস্তুতির অংশ হিসেবেই এবার ঈদে বিএনপি'র নেতারা যার যার এলকায় সক্রিয় আছেন৷ আমরা জেলা পর্যায় থেকেও উপজেলা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকতে বলেছি৷ জনসংযোগ ও মত বিনিময় করতে বলেছি৷''

তিনি বলেন, ‘‘আমরা এবার রোজা এবং ঈদে দুটি বিষয় নিয়ে জনসংযোগ করেছি৷ খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণ মানুষের সমর্থন আদায় এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকা৷ আর সেজন্য সবাই এক হয়ে কাজ করা৷''

বিএনপি'র চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ‘‘এবার জেলা উপজেলা সব খানেই রোজার মাস থেকেই জনসংযোগ শুরু হয়৷ ঈদেও তা অব্যাহত আছে৷''

‘কেন্দ্রীয়ভাবে ১৫টি টিম সারাদেশে কাজ করছে’

This browser does not support the audio element.

সাবেক খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে জানান, ‘‘ঢাকায় কোনো নেতা নেই৷ গণভবন এখন ফাঁকা৷ নেতা কর্মীরা এলাকায় চলে গেছেন৷ আমু ভাই, তোফায়েল ভাইও এলাকায়৷ সবাই এলাকায়৷ নির্বাচনের আগে এই ঈদকে সবাই কাজে লাগাচ্ছেন৷ কাজে লাগানোর নির্দেশনা আছে৷''

তিনি আরো বলেন, ‘‘দলীয়ভাবে নির্বাচন নিয়ে এখন অনেক কাজ হচ্ছে৷ কেন্দ্রীয়ভাবে ১৫টি টিম সারাদেশে কাজ করছে৷ তারা সবসময়ই তৃনমূলকে সক্রিয় করার কাজে আছেন৷ রোজার ঈদেও ছিলেন৷''

জানাগেছে, আওয়ামী লীগ পুরো রমজান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে কাজ করেছে৷ আর ঈদে সাধারণ মানুষের সঙ্গে এলাকায় গিয়ে গনসংযোগ করার নির্দেশ আগেই দেয়া হয় দলীয়ভাবে৷

এদিকে, ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন৷ তারপরই তিন সিটি বরিশাল, সিলেট ও রাজশাহীর নির্বাচন ৩০ জুলাই৷ ঈদের আগেই তিন সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করায় গাজীপুরের সঙ্গে ঐ তিন এলকাতেও সম্ভাব্য প্রার্থীদের ঈদ নির্বাচনী ঈদে পরিণত হয়৷ 

আপনার এলাকায়ও কি আপনি এমনটি দেখেছেন? লিখুন নীচের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ