1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদে ঢাকাই সিনেমার ব্যবসা

১৬ জুন ২০১৯

এবার ঈদে প্রেক্ষাগৃহে এসেছে তিনটি ছবি৷ মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’, সাকিব সনেটের ‘নোলক’ এবং অনন্য মামুনের ‘আবার বসন্ত’৷ আর প্রথমবারের মতো ইউটিউবে মুক্তি পেয়েছ কামরুজ্জামান কামুর ‘দ্য ডিরেক্টর’৷

Bangladesh Cinema
ছবি: DW/M. Mamun

ছবির কাটতি নিয়ে সন্তুষ্ট চার নির্মাতা৷ ডয়েচে ভেলের সঙ্গে নিজ ছবির পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সংকট ও সম্ভাবনা  নিয়ে কথা বলেছেন তারা৷

মালেক আফসারী

পরিচালক, পাসওয়ার্ড

১৮০টি হলে মুক্তি পেয়েছে পাসওয়ার্ড৷ প্রথম দিন থেকেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি৷ যা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে৷ এতোটা সাড়া পাবো, আমরা ভাবিনি৷ এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতেও ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছি৷ শুরুতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মুক্তি দেয়া হবে৷ ছবিটি নির্মাণে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা৷ যা এসময়ের সবচেয়ে বড় বাজেটের ছবি৷ দেশে কোটি টাকা দিয়েই ছবি নির্মাণ সম্ভব৷ কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিলো, বিনিয়োগ তুলে আনতে পারবো৷ ছবি মুক্তির আগেই লগ্নি করা অর্থ উঠে এসেছে৷ প্রথম চারদিনের বিক্রির পরিমাণ ১১কোটি টাকা ছাড়িয়েছে৷ এখনকার দর্শকরা ভালো মানের ছবি দেখতে চান৷ কারণ মোবাইল ইন্টারনেটের কারণে এখন বিশ্বের চলচ্চিত্র সবার হাতের মুঠোয়৷ সিনেমা হলের চেয়েও মানুষ এখন মোবাইলের ওপর নির্ভরশীল৷ ফলে মানসম্মত ছবি বানাতে হবে৷ আমি বলতে পারি, ‘পাসওয়ার্ড' যৌথ প্রযোজনার ছবির চেয়েও মানসম্মত৷ ব্যবসার দিকে অতীতের রেকর্ড ভাঙছে এই ছবি৷ শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি শিকারী, নাকাব আর নবাবের রেকর্ড ভেঙে ফেলেছে প্রথম তিন দিনেই৷ দর্শক আসলে ছবি দেখে আনন্দ পেতে চান৷ তবে, একটা ‘পাসওয়ার্ড' দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে না৷ বছরে অন্তত বারোটা ভালো মানের ছবি প্রয়োজন৷ তাই সকল নির্মাতাকে এগিয়ে আসতে হবে৷ আমি নিজে খুব কম কাজ করি৷ ৪০ বছরের ক্যারিয়ারে এটা আমার ২৪তম ছবি৷ অনেকের ২০ বছরেই ৫০ পেরিয়ে গেছে৷ ছবির বিপণনে বিশেষ কোনো কৌশল নিতে হয় বলে আমি মনে করি না৷ ‘পাসওয়ার্ড'-এর সাফল্য তারই প্রমাণ৷ ছবির বিজ্ঞাপণ হবে মুখে মুখে৷ একজন দর্শকের ভালো লাগলে, অপরকে তিনি বলবেন৷ এভাবেই ছবির সাফল্য আসে৷

এতোটা সাড়া পাবো, আমরা ভাবিনি: মালেক আফসারী

This browser does not support the audio element.

সাকিব সনেট

প্রযোজক, নোলক

প্রতিটি জেলায় অন্তত ২/৩টি মাল্টিপ্লেক্স নির্মাণ করা দরকার: সাকিব সনেট

This browser does not support the audio element.

নোলক নিয়ে মানুষের আগ্রহ আমার প্রত্যাশার চেয়েও বেশি৷ একসঙ্গে ৭৭টি হলে চলছে ছবিটি৷ দ্বিতীয় সপ্তাহে গিয়ে হল সংখ্যা আরো বাড়তে পারে৷ কৌশলগত কারণে ছবির বিনিয়োগ সম্পর্কে বলতে চাই না৷ তবে এটা বলতে পারি, দেশের চলচ্চিত্র ইতিহাসের ব্যয়বহুল ছবিগুলোর একটি ‘নোলক'৷ ভারতের বিভিন্ন স্থানে ছবিটির চিত্রায়ণের কাজ হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজটাও দেশের বাইরে করিয়েছি, তাই আমাদের খরচও হয়েছে অনেক৷ তবে বিনিয়োগ উঠে আসবে বলে, আমি দৃঢ়ভাবে আশাবাদী৷ এখন হলের পাশাপাশি, অর্থ তুলে আনার জন্য আরো কিছু কৌশল তো আছেই৷ স্পন্সর, পার্টনারশিপ, ডিজিটাল রাইট--সব মিলিয়ে লাভের আশা করছি৷ ছবির প্রচারণায় নতুন নতুন কৌশল নেওয়া খুব জরুরি৷ টিমের ইচ্ছে অনুযায়ী ছবির প্রয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহারের সুযোগ রয়েছে৷ চলচ্চিত্রের সুদিন ফেরাতে হলে, গল্পের মৌলিকত্ব, অভিনয় শিল্পীদের দক্ষতা, পারিবারিক মূল্যবোধ থাকাটা খুব জরুরি৷ আর অবকাঠামোগত উন্নয়নও খুব জরুরি৷ এজন্য সরকারের এগিয়ে আসা প্রয়োজন, প্রয়োজন পৃষ্ঠপোষকতা৷ প্রতিটি জেলায় অন্তত ২/৩টি মাল্টিপ্লেক্স নির্মাণ করা দরকার৷ তাহলে দেশে ভালো ছবি তৈরি হবে, দর্শকরাও ভালো মানের ছবি পাবে৷

অনন্য মামুন

পরিচালক, আবার বসন্ত

ছবি মুক্তির পর থেকে দর্শক সাড়া যেভাবে মিলেছে, তাতে আমি এবং আমাদের টিম বেশ সন্তুষ্ট৷ দর্শকের আগ্রহ দেখে মনে হয়েছ ছবি নির্মাণ সার্থক হয়েছে৷ এখন পর্যন্ত সাতটি হলে মুক্তি পেয়েছে ‘আবার বসন্ত'৷ চাহিদা থাকলে আরো বেশি হলে ছবিটি পৌঁছে দেয়ার ইচ্ছে আছে৷ ‘আবার বসন্ত' নির্মাণে ৭০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে৷ আশার কথা হচ্ছে, লগ্নির বেশিরভাগ অর্থ সপ্তাহান্তে তুলে আনতে পেরেছি৷ কিছুদিনের মধ্যে লাভের বিষয়ে আশাবাদী আমরা৷ তবে, অর্থ লাভের চেয়েও ভালো মানের ছবি বানানোর চেষ্টা করছি৷ আমার মনে হয়, বাংলা চলচ্চিত্রের উন্নয়নে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি, প্রবাসী বাঙালিদেরও এগিয়ে আসা দরকার৷ বাংলাদেশি ছবি দেশের বাইরে মুক্তি দেয়ার বিষয়েও প্রবাসী বাঙালিরা ভূমিকা রাখতে পারে৷ তাতে, দেশের সংস্কৃতি ভিনদেশিদের কাছে তুলে ধরা সম্ভব হবে৷ একটি চলচ্চিত্রকে সবার কাছে পৌঁছে দিতে হলে সিনেমাহল দরকার৷ আমাদের দেশে ৬৪টি জেলা আছে, কিন্তু প্রতি জেলায় মাল্টিপ্লেক্স নেই৷ জেলা শহরগুলোতে অন্তত একটি করে মাল্টিপ্লেক্স নির্মাণ করা উচিত৷ এজন্য সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও এগিয়ে আসা প্রয়োজন৷ একইসঙ্গে আত্ম-উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গণে দেশের ছবি কিভাবে প্রদর্শন করা যায়, সেদিকে দৃষ্টি দেয়া দরকার৷ ইদানিং, চলচ্চিত্রে অর্থলগ্নি করতে অনেকে আগ্রহ দেখাচ্ছেন৷ কিন্তু ছবির সাফল্যের জন্য বিপণন খুব জরুরি৷ সময়ের সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে যেতে, ছবি ডিজিটালাইজেশন ও ই-টিকেটিংয়ের ব্যবস্থা রাখা দরকার৷

অর্থ লাভের চেয়েও ভালো মানের ছবি বানানোর চেষ্টা করছি: অনন্য মামুন

This browser does not support the audio element.

কামরুজ্জামান কামু

পরিচালক, দ্য ডিরেক্টর

ইউটিউবে নিজের চ্যানেল থেকে ছবিটি মুক্তি দিয়েছি: কামরুজ্জামান কামু

This browser does not support the audio element.

ইউটিউবে নিজের চ্যানেল থেকে ছবিটি মুক্তি দিয়েছি৷ আমার চ্যানেল অতোটা জনপ্রিয় না হলেও, বেশ ভালো সাড়া পাচ্ছি৷ ভাইরাল হয়ে যাওযার মতো অবস্থা তৈরি হয়েছে৷ আর তাতে, নতুন করে ছবি তৈরির বিষয়ে আমি অনুপ্রাণিত হচ্ছি৷ হয়তো এই ছবিতে আমাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে৷ আবার দীর্ঘমেয়াদে ইউটিউবে ভিউ বেড়ে গেলে, অর্থ উঠেও আসতে পারে৷ খবুই কম বাজেটের ছবি এটি৷ এতো কমে ছবি কেউ বানায় না৷ তবে ছবির নির্মাণে কতো টাকা খরচ হয়েছে, সেই হিসেবটা এখন আর আমার কাছে নেই৷ কিন্তু, এই ছবিকে প্রতিষ্ঠিত করতে আমার যে অর্থ ব্যয় হয়েছে, তার একটা হিসেব আমার কাছে আছে৷ আন্দোলন করা, দিনের পর দিন কাজ না করা-এসব কিছু মিলিয়ে আমার প্রায় লাখ ত্রিশেক টাকা খরচ হয়েছে৷ ভালো ছবির জন্য সেন্সর একটা বড় সমস্যা৷ সেন্সর বোর্ডে যারা কাজ করে তাদের আরো পরিণত হওয়া উচিত৷ বৈচিত্র্যপূর্ণ ছবি নির্মাণ করা হতে পারে, কিন্তু সেসব ছবি সেন্সর বোর্ডের পছন্দ হবে না বলে ছাড় দেবে না, এটা হতে পারে না৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র পাঠ্যক্রম অন্তর্ভূক্ত হওয়ায়, সিনেমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দেশে তৈরি হয়েছে৷ এর হাত ধরে চলচ্চিত্রে সুফল আসবে৷ আরো ভালোমানের প্রযোজক  দরকার৷ যারা মেধার মূল্যায়ন করে, নতুনদের ছবি বানানোর সুযোগ করে দিতে এগিয়ে আসবে৷

টিএম/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ