1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষ বিড়ম্বনার শিকার

৫ নভেম্বর ২০১১

আর একদিন পর বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা৷ আর এই ঈদে রাজধানী ঢাকা ছেড়ে ঘরমুখো মানুষ রয়েছেন চরম বিড়ম্বনায়৷ অনেকে যানবাহনের টিকেট পাননি৷

ফাইল ফটোছবি: AP

আবার কেউ টিকেট পেলেও কখন বাড়ি যেতে পরবেন জনেন না৷ কারণ বাস-ট্রেন-লঞ্চ ছাড়ছে না নির্ধারিত সময়ে৷ এর সঙ্গে সড়ক মহাসড়কে তীব্র যানজট পরিস্থিতি আরো জটিল করে তুলেছে৷

কমলাপুর রেল স্টেশনে টিকেট কেটেও ঘরমুখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন৷ তারা যানেন না তাদের জন্য নির্ধারিত ট্রেন কখন ছাড়বে৷কারণ কোন ট্রেনই নির্ধারিত সময় যাত্রা করতে পারছে না৷ঠিকমত যেতে পারছেনা গন্তব্যে৷

ট্রেনের উন্নয়নে কারুরই নজর নেইছবি: dapd

আর এর জন্য রেলওয়ের মহাপরিচালক আবু তাহের দুষলেন বর্তমান আর অতীতের সরকারকে৷ তাঁর মতে, পুরনো ট্রেন দিয়ে তারা যাত্রী সেবা দেয়ার চেষ্টা করছেন৷ ট্রেনের উন্নয়নে কারুরই নজর নেই৷

বাসেরও একই অবস্থা৷ টিকেট পেলেও বাসের দেখা নেই৷ কখন যাত্রীরা বাড়িতে রওয়ানা হতে পারবেন যানেন না৷ বাসের ড্রাইভার আর হেলপাররা জানান মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস ঠিক সময়ে ঢাকা আসতে পারছে না৷ তাই ঢাকা থেকেও ঠিক সময়ে বাস ছাড়া যাচ্ছে না৷

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই দৃশ্য ৷ এখানেও নেই লঞ্চ ছাড়ার নির্ধারিত কোন সময়৷ এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়া আদায়৷ আর নিয়ম নীতির কোন বালাই নেই৷ ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে লঞ্চে৷ এসব দেখা যাদের দায়িত্ব সেই বিআইডব্লিউটিএ'র উপ পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঈদের সময় নিয়ম নীতি মানা যায় না৷

তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ