1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ কার্ডে পাঠানো ভালোবাসার বার্তা ফিরে আসুক

শামীমা নাসরিন
শামীমা নাসরিন
১২ এপ্রিল ২০২৪

বছর ঘুরে চলে গেল আরেকটি ঈদ৷ নতুন জামা-জুতো, ফিরনি-সেমাইয়ের সঙ্গে এক সময় ঈদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছিল ঈদ কার্ড৷

আশি-নব্বইয়ের দশকে তরুণ-তরুণী থেকে শুরু করে কিশোর বয়সি এমনকি স্কুল পড়ুয়া শিশুদের মাঝেও ঈদ কার্ড বিনিময় করা নিয়ে ছিল উত্তেজনা আর আবেগছবি: photothek/picture alliance

তরুণ-তরুণী থেকে শুরু করে কিশোর বয়সি এমনকি স্কুল পড়ুয়া শিশুদের মাঝেও ঈদ কার্ড বিনিময় করা নিয়ে ছিল সেকি উত্তেজনা আর আবেগ৷

বলছি সেই গত শতাব্দীর আশি-নব্বইয়ের দশকের কথা৷ প্রযুক্তি তখনও এতটা বিস্তার লাভ করেনি৷ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিছুই তখন ছিল না৷ ছিল শুধু ল্যান্ড ফোন, তা-ও বেশিরভাগের নাগালের বাইরে৷ তাই বলে ঈদের শুভেচ্ছা বিনিময়, পরষ্পরের প্রতি ভালোবাসার আদান-প্রদান তো আর বন্ধ ছিল না৷ তখন শুভেচ্ছা বিনিময় হতো চিঠিতে, রঙ-বেরঙয়ের ঈদ কার্ডে৷

বইয়ের দোকানে তাক ভরে সাজিয়ে রাখা সুন্দর সুন্দর ঈদ কার্ড কিংবা পাড়ার মোড়ে রাস্তার পাশের অস্থায়ী ছোট ছোট দোকান৷ তাতে দড়িতে টাঙানো নানা রঙের, নানা নকশা করা মিনি ঈদ কার্ড৷ রোজার মাস এলেই বেড়ে যেত সেসব কার্ডের কদর৷ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ছোটদের মাঝে বিনিময় হতো দৃষ্টিনন্দন কার্ড৷ কে কতগুলো ঈদ কার্ড পেয়েছে সে নিয়ে ছোটদের মাঝে চাপা উত্তেজনা৷

বাহারি রং আর নকশার সেসব কার্ডে থাকতো চাঁদ, তারা, মসজিদ, গম্বুজ, কাবাঘর, কার্টুন, তারকাদের ছবি৷ তার মাঝে বাংলা, ইংরেজি বা আরবিতে লেখা থাকতো ঈদ মোবারক৷ কখনো কখনো সেসব কার্ড হতো কয়েক স্তরের৷ কোনো কোনোটি খুললে খুব সুরেলা মিউজিক বেজে উঠতো, যা শুনলে মন জুড়িয়ে যেতো৷ কোনো কোনোটি থেকে বের হতো মিষ্টি সুবাস৷ তরুণ-তরুণীরা পকেট খরচ বাঁচিয়ে, কিশোর-কিশোরীরা টিফিন খরচ আর ছোট ছোট ছেলে-মেয়েরা বাবা-মায়ের হাত ধরে সেসব কার্ড কিনতো৷ একসময় কার্ডের বড় বড় দোকানগুলোতে লম্বা লাইন ধরে লোকজন ঈদ কার্ড কিনতো৷ আর পড়ার ছোট ছোট অস্থায়ী ঈদ কার্ডের দোকানগুলোতে ভিড় জমাতো শিশু-কিশোররা৷

সেসব দিন আর নেই৷ ঈদ কার্ডের রমরমা ব্যবসা থেকে কালক্রমে বিক্রি কমতে কমতে এখন তা প্রায় শূন্যের কোটায় এসে পৌঁছেছে৷ ঈদ কার্ড বেচা-বিক্রির কী অবস্থা তা জানতে রোজার শেষ দিকে গিয়েছিলাম ঢাকার পল্টনে৷ এক সময় সেখানে কার্ড প্রস্তুতকারী নামি-দামি কোম্পানির শো-রুমের পাশাপাশি কার্ড বিক্রির বেশ কয়েকটি ছোট দোকান ছিল৷ এবার দু-একটি বড় কোম্পানির শো-রুম ছাড়া ছোট ছোট দোকান তেমন করে চোখে পড়লো না৷ বিক্রি নেই দেখে তারা হয়তো অন্য ব্যবসায় চলে গেছেন৷

পুরানা পল্টন চৌরাস্তার মোড় ধরে সামনে এগোলে হাতের বাঁয়ে ফলের টঙ দোকানগুলোর পাশেই দেখা মেলে আইডিয়াল প্রোডাক্টসের শো-রুমের৷ চাপা সিঁড়ি বেয়ে উপরে উঠলেই বড় একটি কক্ষে বোঝাই করা নানা ধরনের কার্ড৷ তার মাঝে এককোণে নিতান্ত অবহেলায় স্তুপ করে রাখা কিছু ঈদ কার্ড৷ তাকে তাদের জায়গা মেলেনি৷ দোকানে ভিড় একদমই নেই৷ কয়েকজন বিক্রয়কর্মী একজন মাত্র গ্রাহকের সঙ্গে কথা বলছেন৷ তিনি কোনো একটি অনুষ্ঠান উপলক্ষ্যে ঈদের পর কিছু কার্ড নেবেন৷ সেগুলোর অর্ডার করতে এসেছেন৷ কথা হয় দোকানের তত্ত্বাবধানে থাকা দেলোয়ার হোসেনের সঙ্গে৷ বলেন, "ঈদ কার্ডের প্রচলন আগে যেমন ছিল এখন আর তেমন নেই৷ মোবাইলের কারণে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে৷ সারাদিনে পাঁচ-ছয়টা কার্ডও বিক্রি হয় না৷

"শুধু কিছু বিয়ের কার্ড বিক্রি হয়৷ আমাদের একসময় আট-দশটা শো-রুম ছিল৷ এখন চার-পাঁচটা কোনো মতে টিকে আছে৷ মালিক তা-ও রাখতে চাইছেন না৷ লাভ হয় না, তাই ব্যবসা বন্ধ করে দিতে চাইছেন৷”

এখন মূলত বিয়ের কার্ড বিক্রি করে তারা কোনো মতে টিকে আছেন৷ বিয়ের কার্ডের বিক্রিও অর্ধেকে নিচে নেমে এসেছে বলে জানান তিনি৷

পাশেই বিখ্যাত আজাদ প্রডাক্টস এর শো-রুম৷ সেখানে গিয়েও একই চিত্র চোখে পড়লো৷ দোকান একেবারেই খালি৷ আমি প্রবেশের পর সানজিদা নামে এক তরুণী প্রবেশ করেন৷ তিনি থাকেন ঢাকার রামপুরায়৷ কথা হয় তার সঙ্গে৷ তিনি জানান, তিনি এখানে বিয়ের কার্ড দেখতে এসেছেন৷ ঈদ কার্ড কেনেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছোটবেলায় অনেক কিনতাম৷ কিন্তু এখন বড় হওয়ার পর ঈদ কার্ড নিয়ে ওই আবেগ হারিয়ে গেছে৷ আগে মানুষকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতাম৷ এখন ফোন ও ইন্টারনেট আসার পর কল করে বা ম্যাসেজ দিয়েই শুভেচ্ছা জানানো হয়৷ যে কারণে ঈদ কার্ডের ব্যবহার কমে গেছে৷ এখন ঈদ কার্ড একদমই কেনা হয় না৷”

শো-রুমটির ব্যবস্থাপক মোহাম্মদ সেলিমও জানান, ব্যক্তি পর্যায়ে ঈদ কার্ডের বিক্রি শূন্যে নেমে এসেছে৷ এখন কোনো কোনো প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা জানানোর জন্য সামান্য কিছু কার্ড নেয়া হয়৷”

শৈশবে ঈদ কার্ডের স্মৃতি নিয়ে কথা হয় ঢাকার শংকরের বাসিন্দা সাবরিনা সুলতানা পিংকির সঙ্গে৷ পেশাজীবী এই নারী বলেন, ছোটবেলায় স্কুলের বন্ধুদের দেওয়ার জন্য বা কাজিনদের দেওয়ার জন্য অনেক ঈদ কার্ড কিনতেন৷ নায়ক-নায়িকার ছবি বা চাঁদ-তারার ছবির ঈদ কার্ড৷

তিনি বলেন, "মনে আছে এক টাকা/দুই টাকা দিয়ে ঈদ কার্ড কিনতাম৷ ওই টাকা জোগাড় করতে কত কষ্ট হতো৷ চারআনা-আটআনা করে জমাতাম৷ ঈদ কার্ড কিনবো বলে৷ ভাই-বোনদের ক্ষেপাতে কখনো কখনো ওদের উদ্ভট ঈদ কার্ডও দিতাম৷ এ সবই আসলে স্মৃতি৷ শৈশবের আনন্দময় স্মৃতি৷ সেগুলোর কথা এখন বড়বেলায় মনে হলে দারুণ এক আবেশে ভরে যায় মন৷

"এখনকার বাচ্চারা এসব করে না৷ ওদের কোনো স্মৃতি জমা হচ্ছে না৷ ওদের সবকিছু জমা হয় মোবাইলে৷ এজন্য দায়ী আসলে আমরা, বড়রা৷ আমরা তো ওদের ঈদ কার্ড কিনে দিতে পারি বা বানাতে বলতে পারি৷ যেগুলোতে নানা কথা লিখে ওরা বন্ধুদের, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের শুভেচ্ছা জানাবে৷ এভাবে ওদেরও স্মৃতি জমা হবে৷ বড় হলে যেসব স্মৃতি মনে করে ওরা আনন্দ পবে৷”

সাবরিনা সুলতানা কথাটা কিন্তু দারুণ বলেছেন৷ শৈশবে ঈদ কার্ডে শুভেচ্ছা বিনিময় করা প্রজন্মই আজকের বাবা-মা৷ তারা চাইলে কিন্তু পারেন তাদের শৈশবের সেই দিনগুলো সন্তানদের মাঝে ফিরিয়ে আনতে৷ সেই শুভেচ্ছা বিনিময়, সেই ভালোবাসা বিনিময়…৷ কে কত ঈদ কার্ড পেলো তা নিয়ে চাপা উত্তেজনায় ঘুম উড়ে যাওয়ার দিনগুলো আবার ফিরে আসুক৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ