1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিপিডিয়ার দশ বছর পূর্তি শনিবার

১৫ জানুয়ারি ২০১১

দেখতে দেখতে দশ বছর পার করছে উইকিপিডিয়া৷ বর্তমানে নানা ভাষায় এক কোটি সত্তর লাখ ভুক্তি রয়েছে সাইটটিতে৷ প্রতিনিয়তই নিত্য নতুন নানা তথ্য যোগ হচ্ছে উইকির ভাণ্ডারে৷

Wikipedia, Logo, The, Free, Encyclopedia, Knowledge, World, Information, Technology, উইকিপিডিয়া, দশ বছর, পূর্তি, শনিবার, তথ্য, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান, বিশ্ব,
উইকিপিডিয়ার লোগো

উইকিপিডিয়ায় নানা বিষয়ে তথ্যের ঘাটতির কথা শোনা যায় প্রায়ই৷ কেউ কেউ আবার এই অনলাইন মুক্তকোষে প্রাপ্ত তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷ কিন্তু তারপরও দুনিয়াজুড়ে তথ্যের এক জনপ্রিয় ঠিকানা উইকিপিডিয়া৷ অবস্থা এমন যে, গুগলে কোন তথ্য চাইলে, নিমিষেই তা হাজির হয় উইকির তথ্যভাণ্ডার থেকে৷

এই উইকিপিডিয়ার জন্মের গল্পটাও একটু ভিন্ন৷ জিমি ওয়েলস নামের এক মার্কিনি পুরুষদের বিনোদনের একটি ওয়েবসাইট চালাতেন৷ খেলাধুলা, নানা গুজব আর নগ্ন ছবি - এই ছিল তাঁর ওয়েবসাইটের বিষয়বস্তু৷ ওয়েলস কিন্তু উইকিপিডিয়ার প্রাথমিক মূলধনটা জোগাড় করেন এই সাইট থেকেই৷ তবে জিমি ওয়েলস উইকিপিডিয়ার কার্যক্রম শুরু করেন আরো একজনকে সঙ্গী করে৷ তিনি ইভান সাংগার৷ উইকিপিডিয়ার শুরুর সংস্থা নিউপিডিয়ার প্রধান সম্পাদক ছিলেন সাংগার৷

২০০১ সালের ১৫ই জানুয়ারি উইকিপিডিয়া ডটকম এর যাত্রা শুরু হয়৷ শুরুর দিকে বেশ কঠোর নিয়মনীতির আওতায় উইকিপিডিয়ায় তথ্য সন্নিবেশ করা হতো৷ তাই সাড়া খুব একটা পাওয়া যাচ্ছিল না৷ পরবর্তীতে তৈরি হয় উইকি সফটওয়্যার৷ এটি উইকিপিডিয়াকে সাধারণের কাছে পৌঁছে দেয়৷

উইকিপিডিয়ায় চাইলে যেকেউ তথ্য সন্নিবেশ করতে পারেন৷ এরপর নানাভাবে সেই তথ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার চেষ্টা করা হয়৷

শুরুতেই অবশ্য একটু ধাক্কা খেয়েছিল উইকিপিডিয়া৷ ২০০২ সালে এই মুক্তকোষ ছেড়ে চলে যান ইভান সাংগার৷ উইকি'র মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিরোধ ছিল তাঁর প্রস্থানের কারণ৷

সে যাই হোক, উইকিপিডিয়া কিন্তু থেমে থাকেনি৷ জিমি ওয়ালস একের পর এক ভাষায় প্রকাশ করেছেন এই মুক্তকোষ৷ আর উইকি ভাণ্ডারে তথ্য প্রদানে সহায়তা করছেন হাজার হাজার সেচ্ছাসেবী৷ অবস্থা এমন যে, বর্তমানে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে নিবন্ধিত ভুক্তির সংখ্যা ৩,৫২৬,০০০৷ বাংলা ভাষায় উইকিতে রয়েছে ২২ হাজারের বেশি ভুক্তি৷

ইন্টারনেটের এই মুক্ত বিশ্বকোষের বয়স এখন এক দশক৷ ১৫ই জানুয়ারি সারাবিশ্বের ৩০০ শহরে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তির উদযাপন করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ