1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিকস

২ মার্চ ২০১২

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে থাকার কথাটা পাকিস্তানের কিছু সেনা সদস্য জানতো বলে দাবি করেছে উইকিলিকস৷ নিজেদের ওয়েবসাইটে ফাঁস করা কয়েক লাখ ইমেল থেকে এ দাবি করেছে উইকিলিকস৷

ছবি: picture-alliance/dpa

যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘স্ট্রাটফোর'এর গোপন ই-মেল এবার ফাঁস করে দিয়েছে উইকিলিকস৷ ফাঁস হওয়া এই ই-মেল'এর অনেকগুলোই পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে পাঠানো বলেও সন্দেহ করা হচ্ছে৷

স্ট্রাটফোর'এর প্রায় পঞ্চাশ লাখ ই-মেল ফাঁস করা শুরু করেছে উইকিলিকস৷ ২০০৪ এর জুন মাস থেকে ২০১১ এর ডিসেম্বর এর মধ্যে ই-মেলগুলো লেখা হয়েছিলো বলে দাবি করেছে উইকিলিকস৷  কিন্তু ফাঁস হওয়া এই সব ইমেল সম্পর্কে এখনো কোনো মন্তব্য করে নি স্ট্রাটফোর কর্তৃপক্ষ৷

উইকিলিকস আরো দাবি করেছে যে, আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন যে অ্যাবোটাবাদে লুকিয়ে রয়েছে পাকিস্তানের কিছু সেনা কর্মকর্তা এ তথ্য জানতেন৷ কিন্তু লাদেনের লুকিয়ে থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে সে দেশের সেনা বাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই৷

গত বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অ্যামেরিকান সামরিক বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন৷ তাঁর মৃত্যুর পর অ্যামেরিকা ও পাকিস্তানের সম্পর্কে শুরু হয় একধরণের টানাপোড়েন; যা আজো বিদ্যমান আছে৷

পাকিস্তানের সাবেক সেনা প্রধান হামিদ গুলকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা স্ট্রাটফোর এর সদস্যপদ দেয়া হয়েছিলো বলে দাবি করেছে উইকিলিকস৷ ফলে আবারো নতুন করে সন্দেহের তীরটা আইএসআই এর দিকে ঘুরেছে৷ ফাঁস করা নতুন এই ইমেলগুলোর ভিত্তিতেই, আইএসআই এর সাথে অ্যামেরিকান সংশ্লিষ্টতার কথা জানা গেছে বলে উল্লেখ করেছে উইকিলিকস৷

সব মিলিয়ে নিজের দেশে এখন সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান সেনা বাহিনী৷ পাকিস্তানের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এর ব্যাপারটি বন্ধ করার বিষয়ে জোর আলোচনা করছে সে দেশের বিভিন্ন মহল৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ